ipl-2025-fans-on-gt-innings-vs-lsg

IPL 2025: আজ মুখোমুখি গুজরাত টাইটান্স ও লক্ষ্ণৌ সুপারজায়ান্টস (GT vs LSG)। ছন্দে রয়েছে দুই দলই। লক্ষ্ণৌ শেষ দু’টি ম্যাচে জয় পেয়েছে, যা আত্মবিশ্বাস বাড়িয়েছে পন্থদের (Rishabh Pant)। পক্ষান্তরে টানা চার ম্যাচ জিতেছে গুজরাত। এই মুহূর্তে লীগ তালিকায় শীর্ষস্থানে রয়েছে তারা। আইপিএলের দুই কনিষ্ঠতম ফ্র্যাঞ্চাইজির দ্বৈরথে কারা বাজিমাত করবে তা দেখতে মুখিয়ে রয়েছে ক্রিকেটজনতা। আজ টসে জিতে প্রথম বোলিং-এর সিদ্ধান্ত নিয়েছে সুপারজায়ান্টস (LSG) শিবির। একানা স্টেডিয়ামে ব্যাট হাতে শুরুটা চমৎকার করেছিলো গুজরাত। জোড়া অর্ধশতক করেন শুভমান গিল ও সাই সুদর্শন (Sai Sudharshan)। তাঁদের দাপটে একটা সময় মনে হচ্ছিলো যে সহজেই ২০০’র গণ্ডী পেরিয়ে যাবে ২০২২-এর চ্যাম্পিয়নরা। কিন্তু মাঝের ওভারগুলোতে নিয়ন্ত্রিত বোলিং করে দারুণ কামব্যাক লক্ষ্ণৌ’র।

Read More: এখুনি প্যাট কামিন্সকে নিতে হবে বড়ো সিদ্ধান্ত, এই পরিবর্তনেই আসবে দলের সফলতা !!

চলতি আইপিএল (IPL) মরসুমের প্রথম পাঁচটি ম্যাচে সাই সুদর্শনের ব্যাট থেকে এসেছিলো যথাক্রমে ৭৪, ৬৩, ৪৯, ৫ ও ৮২। গুজরাত টাইটান্স ওপেনার আজ করলেন ৩৭ বলে ৫৬ রান। মারেন ৬টি বাউন্ডারি ও ১টি ছক্কা। তাঁর অবিশ্বাস্য ধারাবাহিকতায় মুগ্ধ ক্রিকেটজনতা। ‘আইপিএল মিটতেই যেন জাতীয় দলে ডাক আসে। না হলে অন্যায় করা হবে,’ লিখেছেন এক নেটনাগরিক। ‘এত অল্প বয়সে এত পরিণত ব্যাটিং করা মুখের কথা নয়। ওকে আউট করা খুবই মুশকিল,’ মন্তব্য আরেকজনের। ‘নিঃশব্দ ঘাতক বলা যায় সাই সুদর্শন’কে,’ প্রশংসায় ভরিয়েছেন আরও একজন। আজ সাইয়ের ওপেনিং পার্টনার শুভমান গিল’ও রঙ ছড়ালেন বাইশ গজে। তিনি ৩৮ বলে ১টি ছক্কা ও ৬টি বাউন্ডারির সাহায্যে করেন ৬০ রান। ওপেনিং জুটিতে ওঠে ১২০ রান,। ‘অধিনায়কোচিত ইনিংস খেললো শুভমান,’ শুভেচ্ছা জানিয়েছেন এক অনুরাগী।

গুজরাত (GT) যখন প্রথম উইকেট হারায় তখন স্কোরবোর্ডে ছিলো ১২০ রান। কিন্তু এরপরেই কাঁপুনি শুরু হয়ে যায় টাইটান্স ব্যাটিং লাইন-আপে। একে একে সাজঘরে ফেরেন সাই (Sai Sudharshan), ওয়াশিংটন সুন্দররা। রান পান নি জস বাটলার’ও। ১৮ রানের মাথায় তাঁকে আউট করে ফের একবার ‘নোটবুক’ সেলিব্রেশন করতে দেখা গেলো দিগভেশ রাঠী’কে। দুই বার জরিমানার মুখে পড়েও নিজের আগ্রাসী উদ্‌যাপনের ভঙ্গি বদলান নি তরুণ স্পিনার। তাঁকে ‘সাহসী’ তকমা দিচ্ছে নেটমাধ্যম। ডেথ ওভারে ১৯ বলে ২২ করেন শেরফেন রাদারফোর্ড (Sherfane Rutherford), রাহুল তেওয়াটিয়া ফেরেন ‘গোল্ডেন ডাক’ করে। শাহরুখ খানের ৬ বলে ১১* ও  রশিদ খানের ২ বলে ৪*-এর সৌজন্যে ১৮০তে পৌঁছলো গুজরাত। ২টি করে উইকেট পেয়েছেন শার্দুল ও বিষ্ণোই, একটি করে সাফল্য দিগভেশ ও আবেশের।

দেখুন ট্যুইই চিত্র-

Also Read: IPL 2025 SRH vs PBKS Dream 11 Prediction: ব্যাকফুটে থাকা হায়দ্রাবাদ নামছে পাঞ্জাবের বিরুদ্ধে, দেখুন ফ্যান্টাসি ক্রিকেটের সমস্ত খুঁটিনাটি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *