ipl-2025-fans-laud-riyan-blitz-vs-kkr

IPL 2025: ইডেনে আজ রাজস্থান রয়্যালস মাঠে নেমেছে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে (KKR vs RR)। টস জিতে প্রথম ব্যাটিং-এর সিদ্ধান্ত নিয়েছিলেন নাইট অধিনায়ক রাহানে। আন্দ্রে রাসেলের বিধ্বংসী অর্ধশতকের সৌজন্যে নির্ধারিত ২০ ওভারে ২০৬ রান স্কোরবোর্ডে তুলেছিলো গত বারের চ্যাম্পিয়নরা। ‘মাস্ট উইন’ ম্যাচে বল হাতেও শুরুটা বেশ চমৎকার করেছিলো কলকাতা। শুরুতে ফিরিয়ে দিয়েছিলো বৈভব সূর্যবংশী, কুণাল সিং রাঠৌরদের। যশস্বী জয়সওয়াল প্রাথমিক প্রতিরোধ গড়ে তুললেও ২১ বলে ৩৪-এর বেশী করতে পারেন নি। খাতা খুলতে পারেন নি ধ্রুব জুরেল বা ওয়ানিন্দু হাসারাঙ্গাও। একটা সময় নাইটদের জয় কেবল সময়ের অপেক্ষা বলেই ধরে নিয়েছিলো ক্রিকেটজনতা। কিন্তু যাবতীয় হিসেবনিকেশ কার্যত একাই উলটে দিলেন রিয়ান পরাগ (Riyan Parag)। সঞ্জু স্যামসন না থাকায় রাজস্থানের কার্যনির্বাহী অধিনায়ক তিনি। আজ অধিনায়কোচিত ইনিংসই খেললেন অসমের তরুণ।

Read More: Video: নাইটদের বিপক্ষেও ব্যর্থ বৈভব সূর্যবংশী, দুরন্ত ক্যাচ নিয়ে ফেরালেন আজিঙ্কা রাহানে !!

আইপিএল (IPL) থেকে ইতিমধ্যে বিদায় নিয়েছে রাজস্থান রয়্যালস। খাতায়-কলমে নিয়মরক্ষার ম্যাচ হলেও বিনা যুদ্ধে তিনি যে সূচাগ্র মেদিনী প্রতিপক্ষকে ছাড়তে রাজী নন তা আজ বুঝিয়ে দিলেন রিয়ান (Riyan Parag)। চার নম্বরে নেমেছিলেন ব্যাট করতে। অপর প্রান্তে যখন একের পর এক উইকেট পড়ছে তখনও একাগ্রচিত্তে কলকাতার যাবতীয় আক্রমণ সামলে গিয়েছেন তিনি। শুরু থেকেই ছিলেন আগ্রাসী। হর্ষিত রাণা’র ওভারে একটি ছক্কা ও দুটি বাউন্ডারি হাঁকান ইনিংসের গোড়ার দিকে। রিয়ানের আগ্রাসনের আঁচ টের পেলেন মঈন আলি (Moeen Ali)। তাঁর এক ওভারে পাঁচ-পাঁচটি ছক্কা হাঁকান রাজস্থান অধিনায়ক। ২০২৩ সালে একটি ট্যুইটে রিয়ান লিখেছিলেন যে “মনের মধ্যে অনুভব করছি যে এক ওভারে চারটি ছক্কা মারবো।” সেই বছর পারেন নি কথা রাখতে। দুই বছর পর ট্যুইটের ভবিষ্যদ্বাণীকে সত্যিতে পর্যবসিত করলেন তিনি।

শিমরণ হেটমায়ারের সাথে রিয়ানের (Riyan Parag) জুটি জয়ের স্বপ্ন দেখাচ্ছিলো রাজস্থানকে। কিন্তু ক্যারিবিয়ান তারকা হর্ষিত রাণা’র শিকার হয়ে ফিরতেই খানিক চাপে পড়ে গিয়েছিলেন অসমের তরুণ। শেষমেশ শতকের খুব কাছ থেকে খালি হাতে ফিরতে হলো তাঁকে। আজ ৪৫ বলে ৯৫ করেই থামলেন তিনি। তিন অঙ্কের মাইলস্টোন ছুঁতে না পারলেও রিয়ানের ইনিংস জায়গা করে নিয়েছে ক্রিকেটদুনিয়ার আলোচনায়। ‘কি দুর্দান্ত একটা ইনিংসের সাক্ষী থাকলো ইডেন,’ লিখেছেন এক নেটনাগরিক। ‘গত বছরই বুঝিয়েছিলো ঠিক কতটা প্রতিভাবান ও। আজ আবার প্রমাণ করলো,’ মন্তব্য আরেকজনের। ‘ও যা বলে তা করে দেখায়,’ প্রশংসায় পঞ্চমুখ এক অনুরাগী। ‘এই অসামান্য ইনিংসের জন্য কোনো তারিফই যথেষ্ট নয়,’ লিখেছেন আরেকজন। ‘রিয়ানের মধ্যে একজন অনবদ্য অলরাউন্ডার হয়ে ওঠার সম্ভাবনা আছে,’ মন্তব্য এক ভক্তের।

দেখুন ট্যুইট চিত্র-

Also Read: IPL 2025: ৬, ৬, ৬, ৬…ইডেনের বাইশ গজে রাসেলের তাণ্ডব, নাজেহাল দশা তীক্ষণা-মাধওয়ালদের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *