ipl-2025-fans-laud-rahul-blitz-vs-rcb

IPL 2025: দিল্লীর জয়যাত্রা অব্যাহত। বেঙ্গালুরুর ঘরের মাঠে তাদের বিরুদ্ধে ৬ উইকেটের ব্যবধানে বড় জয় তুলে নিলো তারা। আজ চিন্নাস্বামী স্টেডিয়ামে টসে জিতে প্রথম বোলিং-এর সিদ্ধান্ত নিয়েছিলেন অক্ষর প্যাটেল। ব্যাট হাতে আরসিবি শুরুটা বেশ চমৎকারই করেছিলো। ঝড় তোলেন ফিল সল্ট। কিন্তু চতুর্থ ওভারে তিনি রান-আউট হওয়ার পরেই ঘুরে যায় খেলা। একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়ে ‘হোম টিম।’ টিম ডেভিডের ৩৭* রানের ক্যামিও শেষমেশ ১৬৩ অবধি পৌঁছে দেয় তাদের। রান তাড়া করতে নামা দিল্লীর উপর চাপ বাড়িয়েছিলো বেঙ্গালুরু। মাত্র ৩০ রানের মধ্যে ৩ উইকেট হারায় তারা। কিন্তু রুখে দাঁড়ান কে এল রাহুল। ৯৩* রানের অনবদ্য ইনিংস খেলে দল’কে ২পয়েন্ট উপহার দিলেন তিনি। ২৩ বলে অপরাজিত ৩৮ রান করে যোগ্য সঙ্গত ট্রিস্টান স্টাবসেরও।

Read More: IPL 2025 RCB vs DC Highlights: ‘দিল’ জিতলেন কে এল রাহুল, বেঙ্গালুরুর ডেরায় ম্যাচ জিতলো দিল্লী !!

চেন্নাইয়ের বিরুদ্ধে ৭৭ রান করেছিলেন রাহুল। আজ গত দিনের পারফর্ম্যান্সকে ছাপিয়ে গেলেন তিনি। অপরাজিত ৯৩ করে ২ পয়েন্ট উপহার দিলেন দলকে। দিল্লী ম্যাচ জেতার পর রাহুল বন্দনায় মেতেছে সোশ্যাল মিডিয়া। গত বছর লক্ষ্ণৌ সুপারজায়ান্টসে ছিলেন তিনি। কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার সাথে তাঁর মতানৈক্য নিয়ে বিস্তর চর্চা হয়েছিলো ক্রিকেটদুনিয়ায়। এবার দিল্লীতে যোগ দিয়ে যেন খেলার ধরণ’ই বদলে গিয়েছে তাঁর। ঝুঁকি নিচ্ছেন, বড় শট খেলছেন, খোলা মনে ব্যাটিং করতে দেখা যাচ্ছে তাঁকে। পরিবেশের পরিবর্তনই বদলে দিয়েছে রাহুলকে, মনে করছেন নেটিজেনরা। ‘যেন অন্য কোনো রাহুলকে দেখছি বাইশ গজে। দুর্দান্ত খেলছে ও,’ লিখেছেন একজন। ‘এই ক্রিকেটটাই তোমার থেকে চাই। আরও সাফল্যর আশা রাখছি,’ শুভেচ্ছা জানিয়েছেন আরও এক অনুরাগী।

বেঙ্গালুরুতেই জন্ম ও বেড়ে ওঠা রাহুলের। চিন্নাস্বামীর প্রতিটি ঘাসের সাথে পরিচিত তিনি। ‘ঘরের ছেলে’র হাতেই বেঙ্গালুরু-বধ জায়গা করে নিয়েছে সোশ্যাল মিডিয়ার চর্চায়। দল নির্বাচন, বোলিং পরিবর্তনে আজ নজর কেড়েছেন অক্ষর প্যাটেল। ক্যাপিটালস শিবিরের নবনিযুক্ত অধিনায়কও ভেসেছেন শুভেচ্ছায়। দিল্লী শিবিরে যেখানে হাজার ওয়াটের আলো, সেখানে অন্ধকারে ঢেকেছে আরসিবি’র ডাগ-আউট। এই নিয়ে তিনটি হোম ম্যাচের মধ্যে দু’টিতে হারলেন বিরাট কোহলিরা। কটাক্ষের সম্মুখীন হতে হয়েছে তাঁদের। ‘নিজেদের মাঠেই দাপট দেখাতে না পারলে বাইরে গিয়ে কি আর করতে পারবে?’ প্রশ্ন তুলেছেন এক সমর্থক। সতেরো বছরে আইপিএল (IPL) ট্রফি অধরাই থেকেছে রয়্যাল চ্যালেঞ্জার্সের। আজকের হারের পর এক অনুরাগীর আক্ষেপ, ‘এবারও ট্রফির আশা দেখা ভুল হবে।’

দেখুন ট্যুইট চিত্র-

Also Read: IPL 2025: “কিছু বললেই ঝামেলা…” প্রকাশ্যে KKR-এর কোন্দল, অধিনায়কত্ব ছাড়ছেন অজিঙ্কা রাহানে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *