ipl-2025-fans-laud-lsg-blitz-vs-kkr

IPL 2025: মঙ্গলবার দুপুরে ইডেনের বাইশ গজে দেখা গেলো চার-ছক্কার কালবৈশাখী। ঝড় তুললেন লক্ষ্ণৌ সুপারজায়ান্টস (LSG) ব্যাটাররা। বহুপ্রতীক্ষিত ম্যাচে টসে জিতে প্রথম বোলিং-এর সিদ্ধান্ত নিয়েছিলেন নাইট রাইডার্সের অধিনায়ক অজিঙ্কা রাহানে। রীতিমত ব্যুমেরাং হয়ে ফিরলো সেই সিদ্ধান্ত। ইনিংসের শুরু থেকেই আগ্রাসনকে হাতিয়ার করেছিলো সুপারজায়ান্টস শিবির। মারমুখী অবতারে দেখা গেলো এইডেন মার্করাম’কে (Aiden Markram)। পিছিয়ে ছিলেন না মিচেল মার্শ’ও (Mitchell Marsh)। তাঁদের আক্রমণের সামনে রীতিমত অসহায় দেখালো স্পেন্সার জনসন, আন্দ্রে রাসেলদের। অবস্থা বেগতিক দেখে স্পিনারদের হাতে দ্রুত বল তুলে দিয়েছিলেন ‘ক্যাপ্টেন’ রাহানে। কিন্তু সুপারজায়ান্টদের ধ্বংসযজ্ঞ রুখতে পারেন নি সুনীল নারাইন, বরুণ চক্রবর্তীরাও।

শেষমেশ ১১তম ওভারে ৯৯ রানের মাথায় প্রথম উইকেট হারায় লক্ষ্ণৌ। হর্ষিত রাণা’র বলে বোল্ড হন এইডেন মার্করাম। আইপিএলের (IPL) শুরুতে বেশ কিছু ম্যাচে রান পাচ্ছিলেন না প্রোটিয়া তারকা। গত দুই ম্যাচে অফ ফর্ম কাটিয়ে ওঠার ইঙ্গিত দিয়েছেন তিনি। আজ তাঁর ব্যাট থেকে এলো ২৮ বলে ৪৭। পারফর্ম্যান্সে খুশি লক্ষ্ণৌ সমর্থকেরা। ‘দুর্দান্ত ভিত তৈরি করে দিয়েছে বড় ইনিংসের জন্য,’ শুভেচ্ছাবার্তায় লিখেছেন তাঁরা। মার্করাম ফিরলেও অ্যাক্সিলারেটর থেকে পা সরান নি আরেক ওপেনার মিচেল মার্শ (Mitchell Marsh)। সদ্য চোট সারিয়ে মাঠে ফিরেছেন তিনি। রয়েছেন অনবদ্য ফর্মে। মরসুমের চতুর্থ অর্ধশতক করলেন আজ। ৪৮ বলে তাঁর ৮১ রানকেও কুর্নিশ ক্রিকেটজনতার। ‘মেরে বলের সুতো খুলে দিয়েছে,’ লিখেছেন এক নেটিজেন।

Read More: IPL 2025 PBKS vs CSK Dream 11 Prediction: মুল্লানপুরে পাঞ্জাবের মুখোমুখি চেন্নাই, ফ্যান্টাসি ক্রিকেটের যাবতীয় তথ্য দেখুন এক নজরে !!

পুরানের ইনিংসকে কুর্নিশ সমাজমাধ্যমের-

Nicholas Pooran | IPL | Image: Getty Images
Nicholas Pooran | IPL | Image: Getty Images

ক্রিকেটের নন্দনকাননে জ্বলে উঠলেন নিকোলাস পুরান’ও (Nicholas Pooran)। নাইট রাইডার্স বোলারদের নিয়ে রীতিমত ছেলেখেলা করতে দেখা গেলো ক্যারিবিয়ান তারকাকে। বিশেষত আন্দ্রে রাসেলের ওভারে তিনটি চার ও দুটি ছক্কা হাঁকান তিনি। ছিনিয়ে নেন ২৪ রান। জোড়া ছক্কা হাঁকান হর্ষিতকেও (Harshit Rana)। এর আগে ‘ফিনিশার’ হিসেবে খেলতেন তিনি। এবার তিনে নেমে যেন আরও ধারালো পুরান। আজ ২৬ বলে ৮৭* রান করে কমলা টুপির দৌড়ে অনেকখানি এগিয়ে গেলেন তিনি। ‘এমন তাণ্ডব অনেকদিন মনে থাকবে,’ ট্যুইটারের দেওয়ালে লিখেছেন এক নেটনাগরিক। ‘সাম্প্রতিক অতীতে এত সহজে আর কাউকে ছক্কা মারতে দেখেছি বলে তো মনে পড়ছে না,’ পুরান বন্দনায় মেতে মন্তব্য আরও একজনের। ‘কলকাতাকে কাঁদিয়ে ছাড়লো পুরান,’ লিখেছেন অন্য এক নেট মাধ্যম ব্যবহারকারী।

নাইট রাইডার্সের (KKR) আপত্তিতেই পিচের চরিত্র বদলাতে কার্যত বাধ্য হয়েছেন ইডেনের কিউরেটর। রাহানে, বরুণদের আর্জি মেনে মন্থর, স্পিন সহায়ক বাইশ গজ প্রস্তুত করতে হয়েছে তাঁকে। তার পরও কি করে ২০ ওভারে ২৩৮ রান হজম করে ফ্র্যাঞ্চাইজি? প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। ‘পিচ নিয়ে শুধুশুধুই অত বিতর্ক হলো,’ লিখেছেন একজন। ‘দক্ষতা থাকলে পিচ নিয়ে চিন্তা করতে হত না,’ ক্ষোভ উগড়ে দিয়েছেন আরও একজন। ‘এবার রাহানে কি বলবেন? দোষটা পিচের নাকি কলকাতার বোলারদের?’ নাইট রাইডার্স অধিনায়কের দিকে প্রশ্ন ভাসিয়ে দিয়েছেন অন্য এক নেটজেনও। ‘এই মরসুমে কলকাতার বোলিং আক্রমণ বেশ দুর্বল দেখাচ্ছে, সত্যিটা মেনে না নিয়ে উপায় নেই,’ উপলব্ধি অন্য একজনের। ‘এই ম্যাচে জেতা কঠিন হবে। এত রান তাড়া করা সহজ নয়, আশঙ্কা সমর্থকদের।

দেখুন ট্যুইট চিত্র-

Also Read: IPL 2025 Points Table Update: RCB’র দাপটে ঘরের মাঠে হার MI’এর, পয়েন্ট তালিকায় ঘটলো একাধিক পরিবর্তন !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *