ipl-2025-fans-irked-as-csk-lose-to-rr

IPL 2025: দিনকয়েক আগে ঘরের মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে হেরেছিলো চেন্নাই সুপার কিংস। আজ গুয়াহাটিতে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধেও হারতে হলো তাদের। টসের মুদ্রা কিন্তু পড়েছিলো তাদের পক্ষেই। প্রথম বোলিং-এর সিদ্ধান্ত নেন ঋতুরাজ গায়কোয়াড়। ইনিংসের প্রথম ওভারে উইকেট তুলে নিয়ে ম্যাচের রাশ’ও সিএসকের হাতে তুলে দিয়েছিলেন খলিল আহমেদ। কিন্তু এরপরেই ওলটপালট হয়ে যায় যাবতীয় হিসেবনিকেশ। নাইট রাইডার্সে প্রাক্তনী নীতিশ রাণা’র ধুন্ধুমার ইনিংস ম্যাচের দাঁড়িপাল্লা ঝুঁকিয়ে দেয় রাজস্থানের দিকে। ৩৬ বলে ৮১ রান করেন তিনি। তবে ডেথ ওভারে পরপর উইকেট নিয়ে খানিক কামব্যাক করতে সক্ষম হয়েছিলো পাঁচ বারের চ্যাম্পিয়নরা। তারা রাজস্থান রয়্যালসকে বেঁধে রেখেছিলো ১৮২ রানে। বরসাপাড়া স্টেডিয়ামের বাইশ গজে ১৮৩ তাড়া করা কঠিন হলেও, অসম্ভব নয়। ইনিংসের বিরতিতে মতামত জানিয়েছিলেন বিশেষজ্ঞরা।

Read More: IPL 2025: বাদ স্পেন্সার জনসন, মুম্বাইয়ের বিপক্ষে KKR’এর বোলিং আক্রমণে এন্ট্রি নিচ্ছেন এই প্রোটিয়া তারকা !!

প্রথম দু’টি ম্যাচে হতাশ করেছিলেন জোফ্রা আর্চার। আজ ছন্দে ফিরলেন তিনি। প্রথম ওভারে কোনো রান খরচ না করেই তুলে নেন রচিন রবীন্দ্রের উইকেট। দ্বিতীয় ওভারেও দিয়েছিলেন ১ রান। ম্যাচ শেষে তাঁর পরিসংখ্যান ৩-১-১৩-১। ‘আর্চারের ছন্দে ফেরা রাজস্থানের জন্য শুভ লক্ষণ,’ সোশ্যাল মিডিয়ায় লিখেছেন এক অনুরাগী। ওপেন করতে নেমে আজও বেশীদূর এগোতে পারেন নি রাহুল ত্রিপাঠী। আজও ইনিংসের হাল ধরতে হয় সেই অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়কেই। তুষার দেশপাণ্ডের বলে কনুইতে আঘাত লেগেছিলো ঋতুরাজের। যন্ত্রণা সামলেও তিনি ৬৩ রানের ইনিংস খেলেন। চেন্নাই ব্যাটিং-এর এই অতিরিক্ত ঋতুরাজ নির্ভরতা চিন্তায় ফেলেছে ক্রিকেট বোদ্ধাদের। আশঙ্কায় সমর্থকেরাও। তাঁরা সমাজমাধ্যমে লিখেছেন, ‘ম্যাচগুলো এগারো বনাম এগারো হচ্ছে না। বরং প্রতিপক্ষের এগারো বনাম ঋতুরাজ হচ্ছে, এভাবে চলতে পারে না।’

ওয়ানিন্দু হাসারাঙ্গার ঘূর্ণিতে মাত হয়ে শিবম দুবে, বিজয় শঙ্কররা সাজঘরে ফেরার পর চেন্নাইয়ের আশা-ভরসা ছিলেন মহেন্দ্র সিং ধোনি। তাঁর ট্রেডমার্ক ফিনিশের জন্য মঞ্চও প্রস্তুত ছিলো আজ। শেষ ওভারে প্রয়োজন ছিলো ২০ রান। অতীতে আইপিএলের (IPL) আসরে একাধিকবার এমন কঠিন পরিস্থিতিতে ম্যাচ জিতিয়ে মাঠ ছেড়েছেন মহাতারকা। কিন্তু ৪৩-এ পা দেওয়ার পর তা করা আর সম্ভব হলো না ‘থালা’র পক্ষে। সন্দীপ শর্মা’র ওভারের প্রথম বলটিতেই উইকেট খুইয়ে সাজঘরে ফেরেন তিনি। ‘অনেক হয়েছে। আর জায়গা আটকে রাখতে হবে না,’ কটাক্ষ করেছেন এক নেটিজেন। ‘কখন থামতে হয় জানা উচিৎ। নিজের কেরিয়ারের লেগ্যাসি নিয়েই ছেলেখেলা করছেন,’ লিখেছেন আরও একজন। গত ম্যাচে নয় নম্বরে ব্যাট করতে এসে সমালোচিত হয়েছিলেন। আজ ১১ বলে ১৬ করে আউট হয়ে নেটজনতার রোষের মুখে পড়তে হলো চেন্নাইয়ের প্রাক্তন অধিনায়ককে।

দেখুন ট্যুইট চিত্র-

Also Read: IPL 2025 RR vs CSK Highlights: শনির দশা কাটলো না চেন্নাইয়ের, ৬ রানে জিতে পয়েন্ট তালিকায় খাতা খুললো রাজস্থান !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *