ipl-2025-fans-hail-kkr-bowlers-vs-rr

IPL 2025: গত বছরের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স (KKR) এবার আইপিএল (IPL) অভিযান শুরু করেছিলো রয়্যলা চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে হার দিয়ে। সেই ধাক্কা সামলে আজ ঘুরে দাঁড়ানোর লক্ষ্য মাঠে নেমেছে বেগুনি-সোনালী বাহিনী। গুয়াহাটিতে টসে জিতে প্রতিপক্ষ রাজস্থান রয়্যালসকে প্রথমে ব্যাটিং-এর আমন্ত্রণ জানিয়েছিলেন কলকাতার অধিনায়ক অজিঙ্কা রাহানে। শুরুটা আগ্রাসী ভঙ্গিতেই করেছিলো রয়্যালস (RR) শিবির। কিন্তু পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ার আগেই ফর্মে থাকা সঞ্জু স্যামসনকে দুরন্ত একটি ডেলিভারিতে বোল্ড করেন বৈভব আরোরা। ‘দিনের সেরা বল,’ তরুণ পেসারকে প্রশংসায় ভরিয়ে মন্তব্য করেছেন এক নেটনাগরিক। দলীয় ৩৩ রানের মাথায় প্রথম উইকেট হারিয়েছিলো রাজস্থান। এরপর তাদের ইনিংসকে দিশা দেখানোর চেষ্টা করেন রিয়ান পরাগ ও যশস্বী জয়সওয়াল। কিন্তু নাইটদের স্পিনের ধাক্কায় বেসামাল হন তাঁরাও।

Read More: IPL 2025: “বাতিল করে ঠিকই করেছে…” ব্যর্থ নীতিশ রাণা, প্রাক্তন নাইটকে কটাক্ষ সোশ্যাল মিডিয়ার !!

কার্যনির্বাহী অধিনায়ক রিয়ান পরাগ (Riyan Parag) আজ ব্যাট করতে নেমেছিলেন তিন নম্বরে। বরুণ চক্রবর্তীর বিপক্ষে অতি আক্রমণাত্মক হতে গিয়ে উইকেট হারান তিনি। ‘ব্যাটিং-এ এখনও ধারাবাহিক নয় আবার সাথে নেতৃত্বের বোঝাও ওর উপর চাপানো হয়েছে,’ রিয়ানের ব্যর্থতায় টিম ম্যানেজমেন্টকেই দুষেছেন জনৈক রাজস্থান রয়্যালস সমর্থক। ‘একটা মরসুম ভালো যেতেই হাওয়ায় ভাসছিলো ও। আবার বাস্তবের মাটিতে ফিরে আসতে হবে দ্রুত,’ টানা দুই ম্যাচে হতাশাজনক পারফর্ম্যান্সের পর অসমের তরুণকে কটাক্ষ করতেও ছাড়েন নি কেউ কেউ। যশস্বী (Yashasvi Jaiswal) আউট হন মঈন আলি’র বলে। সুনীল নারাইনের বদলি হিসেবে আজ মাঠে নামার সুযোগ পেয়েছিলেন অভিজ্ঞ অলরাউন্ডার। জাত চেনালেন বল হাতে। নীতিশ রাণাকেও বোল্ড করেন তিনি। প্রাক্তন নাইট রাণা ৮ করে সাজঘরে ফিরেছেন আজ। পুরনো কিছু মন্তব্যের জন্য তাঁর দিকেও আক্রমণ শানিয়েছেন কলকাতা ভক্তরা।

গত ম্যাচে ৩৫ বলে ৭০ রানের ইনিংস খেলেছিলেন ধ্রুব জুরেল (Dhruv Jurel)। আজও লোয়ার অর্ডারে যথাসাধ্য লড়াই চালালেন তিনি। ২৮ বলে ৩৩ রান করেন তিনি। ডেথ ওভারে ৭ বলে ১৬ করে রাজস্থান রয়্যালসের (RR) স্কোর ১৫১ অবধি টেনে নিয়ে যান জোফ্রা আর্চার। কলকাতার সংঘবদ্ধ বোলিং আক্রমণ আজ নেটজনতার আলোচনার কেন্দ্রে। দুটি করে উইকেট পেয়েছেন বরুণ, মঈন (Moeen Ali), বৈভব ও হর্ষিত। ১টি সাফল্য স্পেন্সার জনসনের। ‘গত বছরও বোলিং নাইটদের ট্রফি জয়ে বড় ভূমিকা রেখেছিলো। এবারও ছন্দ খুঁজে নিয়েছে,’ লিখেছেন জনৈক ক্রিকেটপ্রেমী। ‘বোলিং-এর জোরেই আরও একটা আইপিএল জিততে পারে কলকাতা,’ মন্তব্য আরও একজনের। ‘আগের ম্যাচে সাফল্য পায় নি বরুণ, আজ কামব্যাকটা অসাধারণ,’ রহস্য স্পিনারকে কুর্নিশ জানিয়েছেন একদল সমর্থক। ‘এখন ব্যাটিং ঠিক হলেই ২ পয়েন্ট নিশ্চিত,’ প্রার্থনা এক নেটনাগরিকের।

দেখে নিন ট্যুইট চিত্র-

Also Read: IPL 2025: ৬, ৬, ৬…আশা জাগিয়েও ব্যর্থ রিয়ান পরাগ, ‘হোমকামিং’ সুখের হলো না রাজস্থান অধিনায়কের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *