ipl-2025-fans-celebrate-rishabh-fifty

IPL 2025: জেড্ডার মেগা নিলামে যাবতীয় রেকর্ড ভেঙে ঋষভ পন্থকে (Rishabh Pant) সই করিয়েছিলো লক্ষ্ণৌ সুপারজায়ান্টস। সানরাইজার্স হায়দ্রাবাদ, দিল্লী ক্যাপিটালসের মত প্রতিপক্ষকে হারিয়ে তারকা উইকেটরক্ষক-ব্যাটারকে ২৭ কোটি টাকার বিনিময়ে ছিনিয়ে নিয়েছিলেন সঞ্জীব গোয়েঙ্কারা। প্রত্যাশামতই তাঁর হাতেই তুলে দেওয়া হয়েছিলো অধিনায়কত্বের ব্যাটন। বিগত বছরের ব্যর্থতা ভুলে ফ্র্যাঞ্চাইজিকে ট্রফি জেতাবেন ঋষভ (Rishabh Pant), স্বপ্ন দেখেছিলেন অনুরাগীরা। কিন্তু আইপিএল (IPL) শুরু হতেই দেখা গিয়েছিলো উলটো ছবি। ব্যাট হাতে একের পর এক ম্যাচে ব্যর্থ হচ্ছিলেন সুপারজায়ান্টস অধিনায়ক। ক্রিজে তাঁর পায়ের নড়াচড়া, ফিটনেস, শটচয়নের মত বিষয়গুলি এসেছিলো আতসকাঁচের নীচে। আজ অবশেষে ছন্দে ফেরার আভাস দিলেন তিনি। করলেন অর্ধশতক।

Read More: IPL 2025: বিশাল সমস্যায় দিল্লি ক্যাপিটাল্স, গুরুতর চোটে টুর্নামেন্ট থেকে ছিটকে যাচ্ছেন জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক !! 

চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে একানা স্টেডিয়ামে আজ ঋষভ পন্থ (Rishabh Pant) যখন ব্যাট করতে মাঠে নেমেছিলেন তখন লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের স্কোরবোর্ডে ২ উইকেটের বিনিময়ে মাত্র ২৩ রান। দুই তারকা এইডেন মার্করাম ও নিকোলাস পুরান ফিরে গিয়েছেন সাজঘরে। কঠিন সময়ে মিচেল মার্শকে সাথে নিয়ে প্রত্যাঘাত শুরু করেন অধিনায়ক। ৫০ রানের জুটি গড়েন দু’জনে। এরপর ৩০ করে মার্শ ফিরলেও ইনিংসকে এগিয়ে নিয়ে যান ঋষভ (Rishabh Pant)। সময় নিয়েছিলেন ক্রিজে থিতু হতে। মন্থর উইকেটে নূর, জাদেজাদের স্পিন সামলে অর্ধশতক’ও করেন তিনি। শেষমেশ ২০তম ওভারে মাথিশা পাথিরাণা’কে অফসাইডে হাঁকাতে গিয়ে যখন ধরা পড়লেন উইকেটরক্ষক মহেন্দ্র সিং ধোনির হাতে, তখন তাঁর নামের পাশে ৬৩ রান। আজ চেন্নাইয়ের বিরুদ্ধে লক্ষ্ণৌর স্কোর যে ১৬৬তে পৌঁছলো তার সিংহ ভাগ কৃতিত্ব’ই ঋষভের।

গত কয়েকটি ম্যাচে ঋষভের (Rishabh Pant) পারফর্ম্যান্স চিন্তায় রেখেছিলো অনুরাগীদের। আজ তিনি অর্ধশতক করতেই উচ্ছ্বাস সোশ্যাল মিডিয়ায়। ‘এই ছন্দটা বাকি ম্যাচগুলোতে ধরে রাখতে হবে,’ লিখেছেন একজন। ‘অনবদ্য ইনিংস খেলেছে ও,’ লিখেছেন আরেক নেটিজেন। গত বছর ব্যর্থতার পর মাঠেই তৎকালীন অধিনায়ক কে এল রাহুলকে তিরষ্কার করেছিলেন কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা। সেই ঘটনার স্মৃতি এখনও টাটকা নেটজনতার মনে। আজ রান পাওয়ায় সেই তিরষ্কার থেকে বেঁচে গেলেন ঋষভ, মনে করছেন তাঁরা। ‘জোর রক্ষা পেয়ে গিয়েছে আজ ও,’ লিখেছেন একজন। ‘আজ তো গোয়েঙ্কা বাবু নিশ্চয়ই খুশি হবেন,’ মন্তব্য আরেকজনের। ’২৭ কোটির বিনিয়োগ অবশেষে কিছু ফেরত দিয়েছে,’ সরস মন্তব্য অন্য এক নেটনাগরিকের। তবে ৬৩ করতে ৪৯ বল খরচ করায় ট্যুইটারের দুনিয়ায় কিছু কটাক্ষও শুনতে হয়েছে পন্থকে।

দেখুন ট্যুইট চিত্র-

Also Read: IPL 2025: অবশেষে অর্ধশতক পন্থের ব্যাটে, চেন্নাইয়ের বিরুদ্ধে স্কোরবোর্ডে ১৬৬ তুললো লক্ষ্ণৌ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *