ipl-2025-faf-could-have-been-ideal-as-dc-captain

IPL 2025: ঋষভ পন্থ ও দিল্লী ক্যাপিটালসের (DC) বিচ্ছেদ মাসখানেক আগে ঝড় তুলেছিলো ক্রিকেটদুনিয়ায়। ২০১৬ সাল থেকে দিল্লী ফ্র্যাঞ্চাইজিতে ছিলে উইকেটরক্ষক-ব্যাটার। ২০২২ সালে তাঁকে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছিলো। সড়ক দুর্ঘটনার ফলে ২০২৩ মরসুমে মাঠেই নামতে পারনে নি তিনি। তারপরেও ২০২৪-এ ঋষভের হাতেই ফেরানো হয়েছিলো নেতৃত্বের ব্যাটন। দলকে প্লে-অফে নিয়ে যেতে সক্ষম হন নি তিনি। এরপরেই কর্মকর্তাদের সাথে পন্থের মতানৈক্যের গুঞ্জন সামনে আসে। তাতে সিলমোহর পড়ে রিটেনশন তালিকা প্রকাশিত হওয়ার পর। দেখা যায় সত্যিই ঋষভের নাম নেই সেখানে। মেগা নিলামে তাঁর জন্য হাত বাড়িয়েও শেষমেশ পিছিয়ে আসে দিল্লী। কে তাঁর উত্তরসূরি হিসেবে বসবেন অধিনায়কের আসনে তা নিয়ে এরপর থেকেই ছিলো কৌতূহল। শেষমেশ তার অবসান হয়েছে গত শুক্রবার। নতুন নেতা হিসেবে দায়িত্ব পেয়েছেন অক্ষর প্যাটেল (Axar Patel)।

Read More: IPL 2025: দ্বিতীয় রিঙ্কু সিং-এর খোঁজ পেলো নাইট রাইডার্স, ঝড় তুলবেন আসন্ন আইপিএলে !!

নেতৃত্ব পেয়েছেন অক্ষর প্যাটেল-

Axar Patel | IPL | Image: Getty Images
Axar Patel | Image: Getty Images

আগামী ২২ তারিখ থেকে শুরু হচ্ছে আইপিএলের (IPL) অষ্টাদশতম মরসুম। দিল্লী ক্যাপিটালসের অধিনায়ক হিসেবে দেখা যাবে অক্ষর প্যাটেলকে (Axar Patel)। ২০১৯ থেকে তিনি রয়েছেন দিল্লী ফ্র্যাঞ্চাইজিতে। গত তিন মরসুমে দলের অন্যতম ধারাবাহিক পারফর্মার হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি। লোয়ার অর্ডারে ব্যাট হাতে বহু কার্যকরী ইনিংস খেলেছেন। বল হাতেও নজর কেড়েছেন নিয়মিত। পাওয়ার প্লে ও ডেথ ওভারে বোলিং করার পরেও ৮-এর উপরে যায় নি তাঁর ইকোনমি রেট। তুলেছেন গুরুত্বপূর্ণ উইকেট’ও। জাতীয় দলের হয়েও সাম্প্রতিক কালে সাদা বলের দুই ফর্ম্যাটেই কার্যকরী ভূমিকা নিয়েছেন তিনি। গত বছরের জুনে জিতেছিলেন টি-২০ বিশ্বকাপ। দিনকয়েক আগে চ্যাম্পিয়ন্স ট্রফিজয়ী দলেরও অংশ ছিলেন অক্ষর। তাঁর পারফর্ম্যান্স নিয়ে প্রশ্ন না থাকলেও অধিনায়ক হিসেবে তিনি কতখানি কার্যকর হবেন তা নিয়ে রয়েই গিয়েছে ধন্ধ।

গত দুই বছর দিল্লী ক্যাপিটালসের সহ-অধিনায়ক ছিলেন অক্ষর প্যাটেল। সম্প্রতি ইংল্যান্ডের বিরুদ্ধে একটি টি-২০ সিরিজে টিম ইন্ডিয়াতেও ছিলেন সূর্যকুমার যাদবের ডেপুটি। কিন্তু বড় মঞ্চে তাঁর নেতৃত্ব দানের অভিজ্ঞতা বিশেষ নেই। গত বছরের আইপিএলে (IPL) স্লো ওভার রেটের জন্য ঋষভ পন্থ (Rishabh Pant) নির্বাসিত হওয়ায় মাত্র একটি ম্যাচে অধিনায়কত্ব করেছিলেন তিনি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে সেই ম্যাচটি হেরেই প্লে-অফের স্বপ্ন কার্যত শেষ হয়েছিলো দিল্লী ক্যাপিটালসের। এবারও অধিনায়ক হিসেবে কর্মকর্তাদের প্রথম পছন্দ ছিলেন না তিনি। প্রথমে প্রস্তাব দেওয়া হয়েছিলো কে এল রাহুলকে। কর্ণাটকের তারকা তা প্রত্যাখ্যান করার পরেই অক্ষরকে দায়িত্ব দেওয়া হয়। রাহুল ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছাও জানিয়েছেন অক্ষরকে। তাও বাম হাতি অলরাউন্ডারের অনভিজ্ঞতা মরসুম জুড়ে দিল্লীর জন্য ‘পথের কাঁটা’ হয়ে দাঁড়ায় কিনা আপাতত তা নিয়েই আশঙ্কায় সমর্থকেরা।

নেতা ঘোষণা দিল্লী’র-

দু প্লেসি হতে পারতেন যোগ্যতম বিকল্প-

Faf du Plessis | Image : Getty Images
Faf du Plessis | Image : Getty Images

জেড্ডার মেগা নিলামে মাত্র ২ কোটি টাকায় প্রোটিয়া কিংবদন্তি ফাফ দু প্লেসি’কে (Faf du Plessis) দলে নিয়েছে দিল্লী ক্যাপিটালস। ২০২৫ আইপিএলে দিল্লী ক্যাপিটালসের (DC) জন্য আদর্শ অধিনায়ক হতে পারতেন তিনি। আন্তর্জাতিক আঙিনায় দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে দু প্লেসি’র। এছাড়া ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও তাঁর নেতৃত্ব দানের দক্ষতা সর্বজনবিদিত। ২০২৪-এ তাঁর হাত ধরে ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগ (CPL) জিতেছে সেন্ট লুসিয়া কিংস। এছাড়া SA20, মেজর লীগ ক্রিকেটের মত টুর্নামেন্টে ইতিমধ্যে অধিনায়কত্ব করেছেন তিনি। আইপিএলেও (IPL) তিন বছর সামলেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। তাঁর অধীনে তিন বারের মধ্যে দুই বারই প্লে-অফের টিকিট আদায় করতে সক্ষম হয়েছিলো বেঙ্গালুরু । অধিনায়ক হিসেবে তাই ‘অনভিজ্ঞ’ অক্ষরের চেয়ে ‘অভিজ্ঞ’ দু প্লেসি্র গ্রহণযোগ্যতাই হয়ত বেশী সমর্থকদের মধ্যে।

Also Read: IPL 2025: ডিভোর্সের পরেও রঙিন যুজবেন্দ্র চাহাল, আইপিএলের আগেই পেলেন কোটি কোটি টাকা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *