IPL 2025: গত বছর অনবদ্য ক্রিকেট খেলে আইপিএল (IPL) ট্রফি জিতেছিলো কলকাতা নাইট রাইডার্স (KKR)। এক দশকের অপেক্ষা শেষে এসেছিলো তৃতীয় সাফল্য। এবারও বেগুনি-সোনালী শিবিরের কাছে আকাশছোঁয়া প্রত্যাশা ছিলো সমর্থকদের। কিন্তু তার সিকিভাগও পূরণ করতে পারলো না শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি। মরসুমের শুরুতে একের পর এক হার ব্যাকফুটে ঠেলে দিয়েছিলো নাইট রাইডার্সকে (KKR)। দিল্লী ও রাজস্থানের বিরুদ্ধে জোড়া জয় খানিক আশার আলো দেখালেও গতকাল ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে লীগ টেবিলের ‘লাস্ট বয়’ চেন্নাই সুপার কিংসের বিপক্ষে হেরে ফের অন্ধকারে আন্দ্রে রাসেল, রিঙ্কু সিং-রা। এবারের মত প্লে-অফে পা রাখার স্বপ্ন কার্যত শেষ। এই ব্যর্থতার দায় চেপেছে কোচ চন্দ্রকান্ত পণ্ডিত (Chandrakant Pandit) ও মেন্টর ডোয়েন ব্র্যাভোর উপরেই।
Read More: IPL 2025: কলকাতার পর বোমাতঙ্ক জয়পুরের মাঠেও, আইপিএল ঘিরে জমেছে অনিশ্চয়তার মেঘ !!
গম্ভীরের শূন্যস্থান পূরণে ব্যর্থ পণ্ডিত-ব্র্যাভো-

২০২৪-এও নাইট রাইডার্সের (KKR) কোচ ছিলেন চন্দ্রকান্ত পণ্ডিত (Chandrakant Pandit)। তবে সাজঘরের চাবিকাঠি যে আদতে মেন্টর গৌতম গম্ভীরের হাতে ছিলো তা এখন দিনের আলোর মত পরিষ্কার। অঙ্গকৃষ রঘুবংশী, হর্ষিত রাণা, বৈভব আরোরাদের মত তরুণদের নিয়মিত সুযোগ দেওয়া, সুনীল নারাইনকে লোয়ার অর্ডার থেকে ওপেনিং তুলে আনা বা মিচেল স্টার্কের উপর নিরন্তর আস্থা রাখার মত একঝাঁক ছকভাঙা সিদ্ধান্ত নিয়ে বাজিমাত করেছিলেন বিশ্বজয়ী প্রাক্তনী। এবার গম্ভীর (Gautam Gambhir) নেই নাইটদের ডাগ-আউটে। আইপিএল (IPL) ছেড়ে আন্তর্জাতিক ক্রিকেটের আঙিনায় পা রেখেছেন তিনি। নিয়েছেন ভারতীয় দলের হেড কোচের দায়িত্ব। এবার মেন্টর হিসেবে ওয়েস্ট ইন্ডিজের ডোয়েন ব্র্যাভোকে (Dwayne Bravo) দায়িত্ব দিয়েছিলো কলকাতা। কিন্তু গম্ভীরের অভাব গোটা মরসুমে পূরণ করতে পারলেন না পণ্ডিত-ব্র্যাভো জুটি।
নাইটদের (KKR) ব্যর্থতার সূচনাটা সম্ভবত হয়েছিলো নিলামের টেবিল থেকেই। ৫২ কোটি টাকা অকশন পার্সের অধিকাংশটাই ভেঙ্কটেশ আইয়ারের পিছনে খরচ করে তারা। গত বারের ট্রফিজয়ী অধিনায়ক শ্রেয়স আইয়ার বা সাফল্যের অন্যতম কারিগর মিচেল স্টার্ক, ফিল সল্টদের ফেরানোর ব্যাপারে নূন্যতম আগ্রহও দেখায় নি কলকাতা ফ্র্যাঞ্চাইজি। বদলে ক্যুইন্টন ডি কক, মঈন আলি, মনীশ পাণ্ডে, অনরিখ নর্খিয়াদের মত সেরা সময় পেরিয়ে আসা ক্রিকেটারদের দলে সামিল করে তারা। এরপরেও ব্যাটিং অর্ডার নিয়ে নিরন্তর কাটাছেঁড়া, পেস আক্রমণ সাজানোর ক্ষেত্রে নির্দিষ্ট পরিকল্পনার অভাব প্লে-অফের দৌড় থেকে ছিটকে দিয়েছে কলকাতাকে (KKR)। আপাতত ১২ ম্যাচে ১১ পয়েনয় নিয়ে লীগ তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে কলকাতা। লক্ষ্ণৌ পরের ম্যাচটি জিতলে সাতে নেমে যাবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
নতুন কোচ হতে পারেন মর্গ্যান-

এখন থেকেই পরবর্তী বছরের জন্য পরিকল্পনা করে রাখতে চায় কলকাতা নাইট রাইডার্স (KKR) থিঙ্কট্যাঙ্ক। রদবদলের শুরুটা হতে পারে কোচিং স্টাফ থেকেই। আগামী কয়েকদিনের মধ্যে যদি পরিস্থিতির খুব বড়সড় পরিবর্তন না হয় তাহলে নিশ্চিত করে বলা যায় যে চাকরি খোয়াতে চলেছেন চন্দ্রকান্ত পণ্ডিত, ডোয়েন ব্র্যাভোরা। অষ্টাদশতম আইপিএলে (IPL) নাইটদের হতাশাজনক পারফর্ম্যান্সের দায় কাঁধে নিয়ে সরে দাঁড়াতে হতে পারে তাঁদের। বিকল্প হিসেবে আপাতত ভেঙ্কি মাইশোরদের রেডারে নাকি রয়েছেন ইওন মর্গ্যান (Eoin Morgan)। আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের প্রাক্তনী দুই দফায় নাইট রাইডার্সের হয়ে খেলেছেন। ২০২১ সালে তাঁর নেতৃত্বে ফাইনালও খেলেছে বেগুনি-সোনালী শিবির। আগামী মরসুমে নাইটদের প্রশিক্ষক হিসেবে তিনি ডাগ-আউটে বসত পারেন বলেই খবর সংবাদমাধ্যম সূত্রে।