ipl-2025-de-kock-wins-potm-vs-rr

IPL 2025: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ৭ উইকেটে হেরে আইপিএল (IPL) অভিযান শুরু করেছিলো কলকাতা নাইট রাইডার্স (KKR)। মরসুমের দ্বিতীয় ম্যাচে দারুণ ভাবে ঘুরে দাঁড়ালো তারা। গুয়াহাটিতে অ্যাওয়ে ম্যাচে রাজস্থান রয়্যালসের বিপক্ষে জয় ছিনিয়ে নিলো ৮ উইকেটের বিশাল ব্যবধানে। টসে জিতে প্রথম প্রতিপক্ষকে ব্যাটিং-এর আমন্ত্রণ জানায় কলকাতা। বরুণ, মঈন, হর্ষিতদের নিয়ন্ত্রিত বোলিং-এ রাজস্থান আটকে গিয়েছিলো মাত্র ১৫১ রানে। ইনিংসের শুরুটা ভালো হয় নি কলকাতার। ৫ করে সাজঘরে ফেরেন ওপেনার মঈন আলি। অধিনায়ক অজিঙ্কা রাহানেও ১৮ করেই আউট হন আজ। জোড়া ধাক্কা সামলে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের অষ্টাদশতম মরসুমের প্রথম জয় এনে দুলেন ক্যুইন্টন ডি কক (Quinton de Kock)। ৬১ বলে অপরাজিত ৯৭ করেন তিনি। মারেন ৮টি বাউন্ডারি ও ৬টি ছক্কা। ধুন্ধুমার ইনিংসের জন্য ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন তিনিই।

Read More: IPL 2025 RR vs KKR match Highlights: কুইন্টন ডি ককের বিধ্বংসী ব্যাটিংয়ে রাজস্থানের বিপক্ষে মরসুমের প্রথম জয় পেল কলকাতা !!

তাঁর উপর আস্থা রাখার জন্য কলকাতা নাইট রাইডার্সকে ধন্যবাদ জানিয়েছেন ডি কক (Quinton de Kock)। তিনি সাক্ষাৎকারের শুরুতেই জানান, “সুযোগটা পেয়ে ভালো লাগছে। সুযোগের সদ্ব্যবহার করতেই চেয়েছিলাম।” দেশের জার্সি তুলে রাখার পরে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ফিরতে বড় কোনো চ্যালেঞ্জের মুখে পড়তে হয় নি তাঁকে, জানিয়েছেন প্রোটিয়া তারকা। বলেন, “তিন মাসের বিরতি পেয়েছি যেটা ভালো ব্যাপার। মরসুমের আগে ১০ দিনের প্রস্তুতি ছিলো।” পরিবেশ-পরিস্থিতির সাথে এখনও মানিয়ে নিচ্ছেন তিনি, অকপটে জানিয়েছেন রাজস্থান বধের নায়ক। “সবে দ্বিতীয় ম্যাচ, সৌভাগ্য যে আমরা পরে ব্যাট করেছি। উইকেটটা দেখে নেওয়ার সুযোগ ছিলো। পরিস্থিতি অনুযায়ী খেলেছি। আইপিএল বলতেই সবাই বড় বড় ছক্কা আর বড় স্কোর বোঝে। আমি তার পিছনে ছুটি নি। বরং যেভাবে আমি পারি, সেভাবেই জেতাতে চেয়েছি।”

এবারই প্রথম গায়ে চাপিয়েছেন কলকাতার (KKR) জার্সি। নতুন ফ্র্যাঞ্চাইজিতে খুশি তিনি। বলেন, “আমার নতুন মানুষজনের সাথে পরিচিত হতে ভালো লাগে। নতুন পরিবেশে থাকতে ভালোবাসি। পায়ের তলায় জমি খুঁজে পাওয়াটাই আসল। কখনও কখনও দলে গ্রহণযোগ্যতা তৈরি হতে সময় লাগে। কিন্তু কেকেআর আমায় সাদরে গ্রহণ করেছে। তাই বেশ ভালো লাগছে।” ১৫ বল বাকি থাকতেই দলকে জয় এনে দিয়েছেন তিনি। নেট রান রেট বাড়ানোর নির্দেশ ছিলো ডাগ-আউট থেকে? প্রশ্নের জবাবে ক্যুইন্টন ডি কক বলেছেন, “এই উইকেটে তেমন ভাবে খেলাই যাবে না। বল ঘুরছিলো, থেমে আসছিলো। প্রচুর পরিশ্রম করতে হয়েছে। যদি এর চেয়ে ভালো কোনো পিচে খেলার সুযোগ পাই তাহলে নিশ্চয়ই এই নিয়ে (নেট রান রেট) আলোচনা হবে না। কিন্তু আজ কেবল লড়াই করে জয় ছিনিয়ে নেওয়া নিয়েই কথা হয়েছে।”

দেখে নিন ডি ককের ধুন্ধুমার ব্যাটিং-

Also Read: IPL 2025: ডি ককের ব্যাটে রাজস্থান বধ নাইটদের, মরসুমের প্রথম সাফল্যের স্বাদ পেলো কলকাতা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *