IPL 2025: আগামী ২২ তারিখ থেকে আইপিএল (IPL) অভিযান শুরু করতে চলেছে ২০২৪-এর চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স (KKR)। গত এক বছরের মধ্যে বেশ কিছু উল্লেখযোগ্য রদবদল চোখে পড়েছে নাইটদের স্কোয়াডে। মেন্টর গৌতম গম্ভীর পদ ছেড়েছেন। বর্তমানে কোচ হিসেবে তিনি যোগ দিয়েছেন ভারতীয় দলে। ট্রফি জয়ী অধিনায়ক শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) সাথেও বিচ্ছেদ হয়েছে শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজির। আর্থিক বিষয়ে সমঝোতায় আসতে পারে নি দুই পক্ষ। ফলে দল ছেড়ে মেগা নিলামে নাম লিখিয়েছিলেন শ্রেয়স। শেষমেশ ২৬ কোটি ৭৫ লক্ষের বিনিময়ে যোগ দিয়েছেন পাঞ্জাব কিংসে। এছাড়াও নীতিশ রাণা, মিচেল স্টার্কের মত ম্যাচ উইনারকেও বিদায় জানাতে হয়েছে নাইট শিবিরকে। বদলে এবার অনরিখ নর্খিয়া, অঙ্গকৃষ রঘুবংশীদের নিয়ে স্বপ্ন দেখছেন সমর্থকেরা। খেতাব ধরে রাখার লড়াইতে ‘ট্রাম্প কার্ড’ মনে করা হচ্ছে ক্যুইন্টন ডি কক’কে।
Read More: WPL 2025: টানা তিন বার ফাইনালে হার দিল্লী ক্যাপিটালসের, ক্রিকেটজনতার নিশানায় ‘মেন্টর’ সৌরভ গাঙ্গুলী !!
সল্টের আদর্শ বিকল্প হতে পারেন ডি কক-

গত মরসুমে নাইট রাইডার্সের (KKR) সাফল্যের অন্যতম কারিগর ছিলেন ইংল্যান্ডের উইকেটরক্ষক-ব্যাটার ফিল সল্ট (Phil Salt)। সুনীল নারাইনের সাথে তাঁর জমজমাট ওপেনিং জুটি ত্রাসের সঞ্চার করেছিলো প্রতিপক্ষের মনে। ২০২৪-এর আইপিএলে (IPL) ১২ ম্যাচে প্রায় ৪০ গড় ও ১৮২ স্ট্রাইক রেটে তাঁর ব্যাট থেকে এসেছিলো ৪৩৫ রান। ২০২৫-এর আইপিএলের (IPL) আগে তাঁকে রিটেনশন তালিকায় জায়গা দিতে পারে নি নাইট রাইডার্স। নিলামে সল্টকে ফেরানোর চেষ্টা করেছিলেন ভেঙ্কি মাইশোররা। কিন্তু শেষমেশ পিছুই হটতে হয় বেগুনি-সোনালী শিবিরকে। দীর্ঘ দড়ি-টানাটানির পর ১১ কোটি টাকার বিনিময়ে ইংল্যান্ডের ক্রিকেটার যোগ দেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে। সল্ট হাতছাড়া হওয়ায় বিকল্পের সন্ধানে নামতে হয় নাইটদের। শেষমেশ জেড্ডার মেগা নিলাম থেকে দলে নেওয়া হয় ক্যুইন্টন ডি কক’কে (Quinton de Kock)।
আন্তর্জাতিক টি-২০ থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের দুনিয়ায় এখনও চেনা মুখ ক্যুইন্টন ডি কক। দক্ষিণ আফ্রিকার তারকার জন্য ৩.৬ কোটি টাকা খরচ করেছে নাইট কর্তৃপক্ষ। কার্যত জলের দামে বাম হাতি তারকাকে ছিনিয়ে নেওয়া আসন্ন আইপিএলের অন্যতম সেরা ‘ডিল’ হতে পারে, মত ক্রিকেট বোদ্ধাদের। দস্তানা হাতে সাবলীল ডি কক (Quinton de Kock), সাথে ওপেনার হিসেবেও তাঁর দক্ষতা প্রশ্নাতীত। দিল্লী, মুম্বই, লক্ষ্ণৌর মত দলের হয়ে আইপিএল (IPL) খেলার অভিজ্ঞতাও রয়েছে। তাই সল্টের (Phil Salt) বিকল্প হিসেবে তাঁকেই যোগ্যতম বলে মনে করা হচ্ছে। আস্থা রেখে কর্মকর্তারা যে ভুল কিছু করেন নি তার প্রমাণ ইতিমধ্যেই দিয়েছেন প্রোটিয়া তারকা। গতকাল টিম গোল্ড ও টিম পার্পল-এর মধ্যে একটি আন্তঃস্কোয়াড অনুশীলন ম্যাচ অনুষ্ঠিত হয়েছিলো ইডেনে। সেখানে টিম পার্পলের হয়ে মাত্র ২২ বলে ৫২ রান করেন ডি কক।
টিম গোল্ডকে হারালো টিম পার্পল-

গতকাল ইডেনে একটি আন্তঃস্কোয়াড প্রস্তুতি ম্যাচের আয়োজন করেছিলো কলকাতা নাইট রাইডার্স (KKR)। সেখানে টিম গোল্ডকে হারিয়ে দিলো টিম পার্পল। প্রথমে ব্যাটিং করে টিম গোল্ড’ই। লভনীত সিসোদিয়ার ২৩ বলে ঝোড়ো ৪৬, ভেঙ্কটেশ আইয়ারের (Venkatesh Iyer) ২৫ বলে ৬১ রানের সৌজন্যে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ২১৫ রান তোলে তারা। জবাবে ব্যাট করতে নেমে ক্রিকেটের নন্দনকাননে রীতিমত দক্ষযজ্ঞ চালায় টিম পার্পল। মাত্র ১৫.৪ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় তারা। যেহেতু প্রস্তুতি ম্যাচ সেহেতু সম্পূর্ণ ২০ ওভারই ব্যাটিং করে পার্পল দল। ৫ উইকেটের বিনিময়ে শেষমেশ তারা তোলে ২৭৭ রান। টিম পার্পলের হয়ে ডি কক ছাড়াও সাফল্য পেয়েছেন রিঙ্কু সিং (Rinku Singh), আন্দ্রে রাসেল’রা। ৭৯* রানের ইনিংস খেলেন ‘ফিনিশার’ রিঙ্কু। ক্যারিবিয়ান তারকা রাসেলের ব্যাট থেকে এসেছে ৬৪* রান।