IPL 2025, DC vs SRH HIGHLIGHTS: দিল্লির সামনে নাস্তানাবুদ সানরাইজার্স হায়দ্রাবাদ, ২৪ বল বাকি থাকতেই ছিনিয়ে নিলো জয় !! 1

IPL 2025: দিল্লি ক্যাপিটালস ও সানরাইজার্স হায়দ্রাবাদের মধ্যে রুদ্ধশ্বাস ম্যাচের পরিসমাপ্তি ঘটলো। প্রথমে ব্যাটিং করে ১০ উইকেট হারিয়ে ১৬৩ রান বানাতেই সক্ষম হয়েছিল সানরাইজার্স হায়দ্রাবাদ। জবাবে ব্যাটিং করতে এসে দিল্লি ৭ উইকেট হাতে রেখেই জয় সুনিশ্চিত করলো দিল্লি ক্যাপিটালস।

প্রথম ওভারেই আউট হন অভিষেক

প্রথম ওভারে স্টার্ক বনাম ট্রেভিস হেডের মধ্যে সবসময়ই বেশ ভালো লড়াই দেখা যায়। আজকের ম্যাচেও দেখা গেল দুজনের মধ্যে ব্যাট ও বলের লড়াই। প্রথম ওভারে স্টার্কের বিরুদ্ধে দুটি চার হাঁকিয়েছিলেন হেড। ওভারের পঞ্চম বলেই রান চুরি করতে গিয়ে প্যাভিলিয়নে ফিরতে হয়েছিল অভিষেককে। কেবলমাত্র ১ রান বানিয়েই প্যাভিলিয়নে ফেরেন তিনি।

Read More: IPL 2025: “ভুল জায়গায় পাঙ্গা নিয়ে নিয়েছে…” স্টার্কের ধাক্কায় বেসামাল হায়দ্রাবাদ, নেটদুনিয়ায় ট্রলের মুখে অরেঞ্জ আর্মি !!

স্টার্কের গতির সামনে ভেঙে যায় সানরাইজার্সের টপ অর্ডার

IPL 2025, DC vs SRH HIGHLIGHTS: দিল্লির সামনে নাস্তানাবুদ সানরাইজার্স হায়দ্রাবাদ, ২৪ বল বাকি থাকতেই ছিনিয়ে নিলো জয় !! 2
Mitchell Starc | Image: Getty Images

টস জিতে প্রথমে ব্যাটিং করতে এসে শুরুতেই উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে আসে সানরাইজার্স। স্টার্কের দ্বিতীয় ওভারে প্যাভিলিয়নে ফেরেন ঈশান কিষান এবং নীতিশ রেড্ডি দুজনেই। ঈশান মাত্র ২ রান বানিয়ে ডিপ পয়েন্ট অঞ্চলের উপর দিয়ে খেলতে গিয়ে নিজের উইকেট হারিয়ে ফেলেন। স্টার্কের করা স্লোয়ার বল পড়তে ব্যার্থ হন নীতিশ রেড্ডি এবং স্টার্কের দ্বিতীয় ওভারেই নিজের উইকেট হারিয়ে ফেলেন।

হেডকে নিজের জালে ফাঁসালেন স্টার্ক

ট্রেভিস হেড বাঁকি বোলারদের বিরুদ্ধে আগ্রাসী মেজাজ দেখালেও স্টার্কের সামনে ফিকে পরে যায় তাঁর ব্যাটিং। আবার একবার স্টার্কের স্লোয়ার বাউন্সারে উইকেট কিপার কেএল রাহুলের কাছে ক্যাচ দিয়ে বসেন হেড। ১২ বলে ২২ রানের ইনিংস খেলে প্যাভিলিয়নে ফেরেন তারকা খেলোয়াড়। ৩৭ রানের মাথায় ৪ উইকেট হারিয়ে ফেলে সানরাইজার্স।

ক্যাচ ফসকানোর মাশুল গুনতে হয়েছে দিল্লিকে

Ipl 2025
Abishek Porel | Image: Getty Images

পাওয়ার প্লের শেষ ওভারে বোলিং করতে আসেন ক্যাপ্টেন অক্ষর প্যাটেল। অক্ষরের বলে বড় শর্ট খেলতে গিয়ে ৩০ গজ বৃত্তের মধ্যে ক্যাচ দিয়ে বসেন অনিকেত ভার্মা। তবে, সেই ক্যাচ ফেলে দেন অভিষেক পোরেল, যার পরে মাশুল গুনতে সানরাইজার্স দলকে। পাওয়ার প্লের ভিতর সানরাইজার্সের স্কোর গিয়ে দাঁড়ায় চার উইকেটে ৫৮।

অনিকেত-ক্লাসেনের মধ্যে ৭৭ রানের পার্টনারশিপ গড়ে উঠেছিল

অনিকেত ভার্মা গত ম্যাচে লখনৌয়ের বিরুদ্ধে নিজের প্রতিভার প্রমান দিয়েছিলেন। আজকের ম্যাচেও আগ্রাসী ছন্দে তাকে ব্যাটিং করতে দেখা গেল। অন্যদিকে, হেনরিখ ক্লাসেন বড় শর্ট খেলতে পিছুপা ছিলেন না। ১৯ বলে ২টি চার ও ২টি ছক্কায় ৩২ রানের একটি ক্যামিও খেলেন ক্লাসেন। মোহিত শর্মার নাকেল বল খেলতে ব্যার্থ হন ক্লাসেন এবং বিপরাজ নিগমের হাতে ধরা পড়েন তিনি।

৭৪ রানের অনবদ্য ইনিংস খেলেন অনিকেত

Ipl 2025
Aniket Varma | Image: Getty Images

বাঁকি ব্যাটসম্যানরা যেভাবে ব্যার্থ হয়েছেন তা দর্শকদের খুব হতাশ করেছে। তবে, অনিকেত ভার্মা ৪১ বলে ৫টি চার ও ৬টি ছক্কায় ৭৪ রানের ইনিংস খেলে দলকে লড়াই করার কিছু সুযোগ দিয়েছিলেন।

কুলদীপ ও স্টার্ক ছিলেন আজকের পোস্টার বয়

শুরুতেই টপ অর্ডার ভেঙে দেন মিচেল স্টার্ক। ঠিক তেমনই মধ্যে ওভারে কুলদীপের ফিরকির সামনে ব্যাকফুটে দেখা গিয়েছিল সানরাইজার্স দলকে। কুলদীপ যাদব ২২ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন এবং ৩৫ রান দিয়ে ৫ উইকেট তুলে নেন মিচেল স্টার্ক। নির্ধারিত ২০ ওভারে ১৬৩ রানে শেষ হয় সানরাইজার্সের ইনিংস।

ব্যাটিং পাওয়ার প্লে জিতে নেয় দিল্লি

IPL 2025, DC vs SRH HIGHLIGHTS: দিল্লির সামনে নাস্তানাবুদ সানরাইজার্স হায়দ্রাবাদ, ২৪ বল বাকি থাকতেই ছিনিয়ে নিলো জয় !! 3
Faf du Plessis | Image: Getty Images

১৬৪ রানের লক্ষমাত্রা তাড়া করতে এসে পাওয়ার প্লের ভিতর কোনো উইকেট না হারিয়েই ৫২ রান বানিয়ে ফেলে দিল্লি ক্যাপিটালস। শুরু থেকেই দুরন্ত ব্যাটিংয়ের পরিচয় দিয়েছিলেন ফাফ ডু প্লেসিস এবং জেক ফ্রেজার ম্যাগরুক।

৮১ রানের পার্টনারশিপ গড়ে ওঠে দুজনের মধ্যে

ওপেনিং করতে এসে ফাফ ডু প্লেসিস এই মৌসুমের প্রথম অর্ধ শতরানের ইনিংসটি খেলেন ফাফ ডু প্লেসিস। ২৭ বলে ৩টি চার ও ৩টি ছক্কায় ৫০ রানের ইনিংস খেলেন তিনি। পাশাপাশি, ফ্রেজার ৩২ বলে ৪টি চার এবং ২টি ছক্কায় ৩৮ রান বানান।

ড্রিম ডেবিউ করলেন জিসান আনসারী

IPL 2025, DC vs SRH HIGHLIGHTS: দিল্লির সামনে নাস্তানাবুদ সানরাইজার্স হায়দ্রাবাদ, ২৪ বল বাকি থাকতেই ছিনিয়ে নিলো জয় !! 4
Zeeshan Ansari | Image: Getty Images

দশম ওভারের শুরুতেই প্রথম উইকেট হারায় দিল্লি। ফাফ ডু প্লেসিস রানের গতি বাড়ানোর জন্য বড় শট খেলতে গিয়ে নিজের উইকেট হারান এবং ওভারের শেষ বলেই উইকেট হারিয়ে ফেলেন ফ্রেজার ম্যাগরুক। পরের ওভারে প্রথম বলেই কেএল রাহুলকে বোল্ড আউট করেন আনসারী। রাহুল ৫ বলে ১৫ রানের দুরন্ত একটি ক্যামিও খেলেন।

৭ উইকেটে ম্যাচ জিতলো দিল্লি

দিল্লি দলের হয়ে অভিষেক পোরেল ১৮ বলে ২টি চার ও ২টি ছক্কায় ৩৪ রান বানান অভিষেক পোরেল এবং ১৪ বলে ২১ রান বানিয়ে ২৪ বল বাঁকি থাকতেই জয় সুনিশ্চিত করলো দিল্লি ক্যাপিটালস।

Read Also: IPL 2025: “দুই দিনেই দৌড় শেষ…” ফের ব্যর্থ অভিষেক শর্মা, জুটলো নেটজনতার তীব্র কটাক্ষ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *