IPL 2025: দুরন্ত একটি ম্যাচের পরিসমাপ্তি ঘটলো দিল্লি ক্যাপিটালস ও রাজস্থান রয়্যালসের। সুপার ওভারে রুদ্ধশ্বাস লড়াইয়ে জয় ছিনিয়ে নিলো দিল্লি ক্যাপিটালস। আজকের ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন সঞ্জু স্যামসন (Sanju Samson)। টসের পর ব্যাটিং করতে এসে শুরুতেই দুই উইকেট হারিয়ে ফেলে দিল্লি। আবার একবার ব্যাট হাতে ব্যার্থ হয়েছেন জেক ফ্রেজার ম্যাগরুক। ৬ বলে ৯ রান বানিয়ে ফ্রেজার নিজের উইকেট হারিয়ে ফেলেন। পাশাপশি করুণ নায়ার (Karun Nair) ৩ বলে রান আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন। দলের হয়ে ওপেনিং করতে আসা অভিষেক পোরেল ৩৭ বলে ৫টি চার ও ১টি ছক্কায় ৪৯ রান বানান। পাশাপশি, কেএল রাহুল ৩২ বলে ৩৮, ট্রিস্টান স্টাবস ১৮ বলে ৩৪ রান বানান। ক্যাপ্টেন অক্ষর প্যাটেলের ব্যাট হাতে ১৪ বলে ৩৪ রানের দুরন্ত একটি ক্যামিও খেলেন। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৮৮ রান বানাতে সক্ষম হয়েছিল দিল্লি ক্যাপিটালস। রাজস্থানের হয়ে দুই উইকেট পান জোফরা আর্চার এবং ১টি করে উইকেট নেন তিকশনা এবং ওয়ানিন্দু হাসারাঙ্গা।
দারুন সূচনা দিয়েছিল রাজস্থান রয়্যালস

জবাবে ব্যাটিং করতে এসে, দারুন সূচনা দেন রাজস্থান রয়্যালস দলের দুই ওপেনার যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) এবং সঞ্জু স্যামসন (Sanju Samson)। প্রথম উইকেটে সঞ্জু ও জয়সওয়াল ৩৪ বলে ৬১ রান বানিয়ে ফেলে। এরপর হাতে চোট লাগার ফলে স্যামসন ১৯ বলে ২টি চার এবং ৩টি ছক্কায় ৩১ রান বানিয়ে রিটায়ার হার্ট হয়ে প্যাভিলিয়নে ফেরেন। তারপরেই ব্যাটিং করতে আসেন রিয়ান পরাগ (Riyan Parag)। ১১ বলে ১টি চারে ৮ রান বানিয়ে রিয়ান প্যাভিলিয়নে ফেরেন। অক্ষর প্যাটেলের দুরন্ত বলে উইকেট হারিয়ে ফেলেন রিয়ান। চারে ব্যাটিং করতে আসেন নীতিশ রানা (Nitish Rana)। ব্যাট হাতে, রানা এই মৌসুমে আজ তাঁর দ্বিতীয় অর্ধশতরান হাঁকালেন। ২৮ বলে ৬টি চার ও ২টি ছক্কায় ৫১ রান বানান রানা।
Read More: ভুল বোঝাবুঝির কারণে রান আউট হলেন করুণ নায়ার, ড্রেসিং রুমে ফিরেই হারালেন মেজাজ !!
ব্যাট হাতে জয়সওয়াল ৩৭ বলে ৩টি চার ও ৪টি ছক্কায় ৫১ রান বানিয়ে কুলদীপ যাদবের (Kuldeep Yadav) শিকার হন। শেষের দিকে ধ্রুব জুড়েল (Dhruv Jurel) ১৭ বলে ২টি ছক্কায় ২৬ রান বানান এবং শিমরন হেটমায়ার ৯ বলে ১টি চারে ১৫ রানের ইনিংস খেলে দলকে ১৮৮ রানে পৌঁছে দেন। শেষ ওভারে স্টার্কের দুর্দান্ত বোলিংয়ের সামনে ৯ রান বানাতে দেননি। দিল্লির হয়ে, ১টি করে উইকেট পান স্টার্ক, অক্ষর ও কুলদীপ। ম্যাচ সুপার ওভারে রূপান্তরিত হয়। সুপার ওভারে বোলিং করতে আসেন স্টার্ক, অন্যদিকে রিয়ান পরাগ ও শিমরন হেটমায়ারকে ব্যাটিংয়ে পাঠায় রাজস্থান।
সুপার ওভারে জয় সুনিশ্চিত করলো দিল্লি

প্রথম বলে ডট দেন স্টার্ক, দ্বিতীয় বলে মিড অনের উপর দিয়ে প্রথম বাউন্ডারি হাঁকান হেট মায়ার। সিঙ্গেল নিয়ে রিয়ান পরাগকে স্টার্ক দেন তিনি এবং প্রথম বলেই চার হাঁকান পরাগ। প্রথমে ব্যাটিং করে ৫ বলে ১১ রান বানিয়ে দুই উইকেট হারায় রাজস্থান। দিল্লির হয়ে রান তাড়া করতে আসেন কেএল রাহুল (KL Rahul) এবং ট্রিস্টান স্টাবস (Tristan Stubbs)। রাজস্থানের হয়ে বোলিং করতে আসেন সন্দীপ শর্মা। প্রথম বলেই দুই রান চুরি করে নেন রাহুল, এরপর দ্বিতীয় বলেই পয়েন্টের উপর দিয়ে চার মারেন তিনি। তৃতীয় বলে দুরন্ত একটি ইয়র্কার মারেন সন্দীপ যেখানে এক রান চুরি করেন রাহুল। শেষ তিন বলে দিল্লির জেতার জন্য প্রয়জন ছিল ৫ রানের আর ট্রিস্টান স্টাবস ছক্কা হাঁকিয়ে ম্যাচ সুনিশ্চিত করলো দিল্লি ক্যাপিটালস।