IPL 2025: দিনকয়েক আগে ইডেনে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচ ভেস্তে গিয়েছিলো কলকাতা নাইট রাইডার্সের। পয়েন্ট ভাগাভাগি হওয়ায় চাপ বেড়েছে অজিঙ্কা রাহানেদের উপর। প্লে-অফের ছাড়পত্র আদায়ের ক্ষীণতম সম্ভাবনা জাগিয়ে রাখতে গেলেও আজ দিল্লীর বিরুদ্ধে জিততেই হবে ‘ডিফেন্ডিং চ্যাম্পিয়ন’দের। গোটা মরসুম জুড়ে নাইটদের ভুগিয়ে এসেছে তাদের ব্যাটিং। আজ রাহানে, ভেঙ্কটেশ, রিঙ্কুদের ব্যাটিং অর্ডার ঠিক কি হয়ে সেদিকেই তাকিয়ে রয়েছে ক্রিকেটদুনিয়া। অন্যদিকে প্লে-অফের দৌড়ে থাকা দিল্লী গত ম্যাচে বেঙ্গালুরুর বিরুদ্ধে হেরে খানিক কোণঠাসা। পয়েন্ট তালিকার শীর্ষস্থান থেকে তাদের নেমে যেতে হয়েছে চার নম্বরে। আজ ‘ব্যাকফুটে’ থাকা কলকাতাকে হারিয়েই ফের উপরের দিকে উঠে আসার চেষ্টায় তারা। ঘরের মাঠে তাদের ‘ট্রাম্প কার্ড’ হতে পারেন কে এল রাহুল, কুলদীপ যাদব’রা।
Read More: IPL 2025: শতকের পরদিনই বয়স বিতর্কে বৈভব, কারচুপির অভিযোগ খতিয়ে দেখবে বিসিসিআই !!
IPL 2025 ম্যাচের সময়সূচি-
দিল্লী ক্যাপিটালস (DC) বনাম কলকাতা নাইট রাইডার্স (KKR)
ম্যাচ নং- ৪৮
তারিখ- ২৯/০৪/২০২৫
ভেন্যু- অরুণ জেটলি স্টেডিয়াম, দিল্লী
সময়- সন্ধ্যে ৭টা ৩০ মিনিট (ভারতীয় সময়)
Arun Jaitley Stadium Pitch Report (পিচ রিপোর্ট)-

অরুণ জেটলি স্টেডিয়ামে আজ সম্মুমসমরে দিল্লী ক্যাপিটালস ও কলকাতা নাইট রাইডার্স। সাধারণত এখানে ব্যাটিং বান্ধব বাইশ গজ দেখা যায়। ছোটো বাউন্ডারি ও দ্রুত আউটফিল্ডকে কাজে লাগিয়ে সহজে বড় শট খেলতে পারেন ব্যাটাররা। প্রথম ইনিংসের গড় স্কোর থাকে ১৬৯’র কাছাকাছি। কিন্তু দিনকয়েক আগে দিল্লী বনাম বেঙ্গালুরু দ্বৈরথে মন্থর পিচ চোখে পড়েছে। রান তুলতে কাঠখড় পোড়াতে হয়েছিলো দুই শিবিরকেই। আজ উইকেটের চরিত্র ঠিক কি হয়ে তা নিয়ে তাই রয়েই গিয়েছে ধন্দ। পরিসংখ্যান বলছে যে এই মাঠে আজ অবধি আয়োজিত হয়েছে ৯২টি আইপিএল (IPL) ম্যাচ। এর মধ্যে প্রথম ব্যাটিং করে জয় এসেছে ৪৪টি ম্যাচে। রান তাড়া করতে নামা দল জিতেছে ৪৭টি ম্যাচ। ১টি ম্যাচ থেকেছে অমীমাংসিত।
Delhi Weather Forecast (আবহাওয়ার পূর্বাভাস)-

আজ দিল্লীর আকাশ মেঘমুক্ত থাকবে বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। বৃষ্টির কোনো রকম সম্ভাবনা নেই। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৬ ডিগ্রী সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ২৭ ডিগ্রীর আশেপাশে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা থাকতে পারে ৪০ শতাংশ। এছাড়া খেলা চলাকালীন হাওয়ার গতিবেগ হতে পারে ৬ কিলোমিটার প্রতি ঘন্টা।
DC vs KKR হেড টু হেড পরিসংখ্যান-

- মোট ম্যাচ সংখ্যা- ৩৪
- দিল্লীর জয়- ১৫
- কলকাতার জয়- ১৮
- অমীমাংসিত- ০১
- শেষ সাক্ষাতে ফলাফল- কলকাতা ৭ উইকেটে জয়ী
দুই অধিনায়কের মন্তব্য-

অক্ষর প্যাটেল-
আমরা প্রথমে বোলিং করবো। শিশিরের কারণে পরে ব্যাটিং অনেক সহজ হয়ে যায়। আমাদের একাদশ অপরিবর্তি থাকছে। আমার মনে হয় হয় পিচ খানিক মন্থর হবে। দেখে তো শুকনো মনে হচ্ছে না। হয়ত ১৯০ বা ২০০ উঠতে পারে। আমরা দ্রুত পরিস্থিতি বুঝে নিয়ে প্রতিপক্ষকে কম রানের মধ্যে আটকে রাখার চেষ্টা করবো। বর্তমানে ফোকাস করতে হবে। ফলাফল নিয়ে না ভেবে পদ্ধতির উপর জোর দিচ্ছি। পরিকল্পনাগুলোর সঠিক বাস্তবায়ন প্রয়োজন।
অজিঙ্কা রাহানে-
আমাদের দলে একটা বদল রয়েছে। অনুকূল রয় খেলছে। পিচ কেমন তা বোঝা মুশকিল। তবে মনে হয় এখানে বাম হাতি স্পিনার কার্যকরী বিকল্প হতে পারে। সহজ হিসেবে। আমাদের পাঁচটা ম্যাচের মধ্যে পাঁচটাই জিততে হবে। একটা একটা করে ম্যাচ ধরে এগোতে চাইছি। পরিস্থিতি বুঝে পরবর্তী পরিকল্পনা করবো। এই পিচটা বোঝা কঠিন। দ্রুত পরিস্থিতির সাথে মানিয়ে নিতে হবে।
দুই দলের প্রথম একাদশ-

দিল্লী ক্যাপিটালস (DC)-
অভিষেক পোড়েল, ফাফ দু প্লেসি, করুণ নায়ার, কে এল রাহুল (উইকেটরক্ষক), ট্রিস্টান স্টাবস, অক্ষর প্যাটেল (অধিনায়ক), বিপ্রজ নিগম, কুলদীপ যাদব, দুষ্মন্ত চামিরা, মিচেল স্টার্ক, মুকেশ কুমার।
ইমপ্যাক্ট প্লেয়ার- সমীর রিজভি, জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক, ডোনোভান ফেরেইরা, ত্রিপুরানা বিজয়, আশুতোষ শর্মা।
কলকাতা নাইট রাইডার্স (KKR)-
রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), সুনীল নারাইন, অজিঙ্কা রাহানে (অধিনায়ক), অঙ্গকৃষ রঘুবংশী, ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রোভম্যান পাওয়েল, হর্ষিত রাণা, অনুকূর রয়, বরুণ চক্রবর্তী।
ইমপ্যাক্ট প্লেয়ার- লভনীত সিসোদিয়া, বৈভব আরোরা, মনীশ পাণ্ডে, রমনদীপ সিং, মায়াঙ্ক মারকণ্ডে।
DC vs KKR টস রিপোর্ট-
টসে জিতে প্রথমে বোলিং-এর সিদ্ধান্ত নিলো দিল্লী ক্যাপিটালস।