IPL 2025: প্লে-অফের দৌড়ে টিকে থাকতে হলে জয় ছাড়া আজ রাস্তা ছিলো না কলকাতা নাইট রাইডার্সের। কঠিন হার্ডল শেষমেশ পার করতে সক্ষম হলো অজিঙ্কা রাহানের দল। আজ অরুণ জেটলি স্টেডিয়ামে টসে জিতেছিলো দিল্লী ক্যাপিটালস অধিনায়ক অক্ষর প্যাটেল। প্রথমে বোলিং-এর সিদ্ধান্ত নেন তিনি। ইনিংসের শুরু থেকেই আগ্রাসনে আস্থা রেখেছিলেন কলকাতার ব্যাটাররা। নারাইন, গুরবাজ, রাহানে-কেউই বিরাট বড় রান না করলেও খেলেছেন কার্যকরী কিছু ক্যামিও। ২০৪ রানে শেষমেশ থামে নাইটরা। রান তাড়া করতে নেমে শুরুতে অভিষেক পোড়েলকে খুইয়েছিলো দিল্লী। সাফল্য পান নি কে এল রাহুলও। অক্ষর প্যাটেল ও ফাফ দু প্লেসির ব্যাটে আশা বেঁচে ছিলো তাদের। কিন্তু দুই তারকা ফিরতেই পরিষ্কার হয়ে পড়ে ম্যাচের ভবিতব্য। শেষলগ্নে মরিয়া প্রয়াস চালালেন বটে বিপ্রজ নিগম, কিন্তু যথেষ্ট হয় নি তা। ১৯০ রানেই থামতে হয় দিল্লীকে।
Read More: IPL 2025: চোট পেয়ে মাঠ ছাড়লেন রাহানে, মাথাব্যথা বাড়লো নাইট রাইডার্স শিবিরের !!
অর্ধশতক ফাফের, লড়লেন অক্ষর’ও-

কলকাতার বিরুদ্ধে ব্যাট হাতে শুরুটা ভালো হয় নি দিল্লী ক্যাপিটালসের (DC)। দ্বিতীয় বলেই উইকেট হারান অভিষেক পোড়েল। ফেরেন ৪ রান করে। বেশীদূর এগোতে পারেন নি তিন নম্বরে নামা করুণ নায়ার’ও (Karun Nair)। ১৩ বলে ১৫ রান করে আউট হন তিনি। চলতি আইপিএলে (IPL) দিল্লীর সবচেয়ে ধারাবাহিক ব্যাটার নিঃসন্দেহে কে এল রাহুল (KL Rahul)। কিন্তু আজ দুর্ভাগ্যের শিকার হতে হলো তাঁকেও। দু প্লেসির সাথে বোঝাপড়ার ভুলে হলেন রান-আউট। কর্ণাটকের তারকা ৫ বলে ৭ রান করে সাকঘরে ফেরার পর বেশ চাপে পড়েছিলো ক্যাপিটালস শিবির। কিন্তু ফাফ দু প্লেসি (Faf du Plessis) ও অক্ষর প্যাটেলের (Axar Patel) ব্যাটে দিশা খুঁজে পায় তারা। দিল্লীর অধিনায়ক ও সহ-অধিনায়কের জুটি বেশ খানিকটা এগিয়ে দেয় তাদের স্কোরবোর্ডকে।
ফিল্ডিং-এর সময় চোট পেয়েছিলেন অক্ষর প্যাটেল (Axar Patel)। কিন্তু ব্যাটিং-এ তাঁর প্রভাব পড়তে দিলেন না তিনি। আগাগোড়া আগ্রাসী ক্রিকেট খেলতে দেখা গেলো তাঁকে। মাত্র ২৩ বলে করেন ৪৩ রান। নারাইনের বলে তিনি আউট হতেই ফের ম্যাচের রাশ হাতছাড়া হয় দিল্লী ক্যাপিটালসের (DC)। ‘ফিনিশার’ ট্রিস্টান স্টাবস আজ সাফল্যের মুখ দেখেন নি। ১ রান করে তিনিও শিকার হন নারাইনের (Sunil Narine)। অপর প্রান্তে যখন পরপর উইকেট পড়ছে তখন বেশীক্ষণ টিকে থাকা সম্ভব হয় নি দু প্লেসির পক্ষেও। ৪৫ বলে ৬২ রান করে রিঙ্কু সিং-এর (Rinku Singh) হাতে ধরা পড়েন তিনি। দক্ষিণ আফ্রিকান ওপেনারকেও আউট করেন সুনীল নারাইন। চলতি মরসুমের শুরুর দিকে বল হাতে খানিক বিবর্ণ দেখাচ্ছিলো ক্যারিবিয়ান রহস্য স্পিনারকে। কিন্তু সঠিক সময়ে ফের ফর্মে ফিরেছেন তিনি।
কাজে এলো না বিপ্রজের ক্যামিও-

লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের বিরুদ্ধে খাদের কিনারা থেকে দিল্লী ক্যাপিটালসকে উদ্ধার করেছিলেন আশুতোষ শর্মা (Ashutosh Sharma)। মধ্যপ্রদেশের তারকাকে আজও ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হিসেবে ব্যবহার করলেন কোচ হেমাঙ্গ বাদানি। কিন্তু ৬ বলে ৭-এর বেশী এগোতে পারেন নি তিনি। ১৬০ রানের মাথায় দিল্লী সপ্তম উইকেট হারাতেই নাইটদের জয়ের পথ পরিষ্কার হয়ে গিয়েছিলো প্রায়। কিন্তু তারপরেও মরিয়া লড়াই চালালেন বিপ্রজ নিগম (Vipraj Nigam)। করলেন ১৯ বলে ৩৮ রান। যদিও সঙ্গীর অভাবে দলকে জয় আর এনে দিতে পারেন নি তিনি। ২৯ রানের বিনিময়ে ৩ উইকেট নিয়েছেন সুনীল নারাইন, ২টি সাফল্য বরুণ চক্রবর্তীর। ১টি করে উইকেট পেয়েছেন রাসেল, বৈভব ও অনুকূল। দিনকয়েক আগে বেঙ্গালুরুর বিরুদ্ধে ঘরের মাঠে হেরেছিলো দিল্লী। আজ কলকাতার বিরুদ্ধেও হোম অ্যাডভান্টেজ কাজে লাগাতে পারলো না তারা। আটকে রইলো লীগ তালিকার চার নম্বরে।