IPL 2025 DC vs GT: দেশে ফিরেছেন একঝাঁক বিদেশী, গুজরাতের বিপক্ষে মরণবাঁচন ম্যাচে দিল্লীর ভরসা এই ক্রিকেটার !! 1

IPL 2025: ভারত-পাক সীমান্ত সংঘর্ষের কারণে এক সপ্তাহ স্থগিত হয়ে গিয়েছিলো আইপিএল (IPL)। ফের গতকাল থেকে শুরু হয়েছে ফ্র্যাঞ্চাইজি টি-২০ টুর্নামেন্ট। রবিবার দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি দিল্লী ক্যাপিটালস ও গুজরাত টাইটান্স। পয়েন্ট তালিকায় আপাতত পাঁচ নম্বরে থাকা দিল্লীর (DC) সংগ্রহ ১১ ম্যাচে ১৩ পয়েন্ট। প্লে-অফে জায়গা করে নিতে গেলে গুজরাতকে (GT) হারাতেই হবে তাদের। কিন্তু মাঠে নামার আগে কোচ হেমাঙ্গ বাদানির চিন্তা বাড়িয়েছেন একঝাঁক বিদেশী তারকার অনুপস্থিতি। নিরাপত্তাজনিত কারণে আইপিএলের দ্বিতীয় পর্বে খেলতে রাজী হন নি ফাফ দু প্লেসি, জেক ফ্রেজার ম্যাকগার্ক, ডোনাভান ফেরেইরা, মিচেল স্টার্করা। বদলি হিসেবে মুস্তাফিজুর রহমানকে স্কোয়াডে সামিল করা হয়েছে ঠিকই। কিন্তু রবিবার তাঁর খেলার কোনো সম্ভাবনা নেই।

আপাতত যা পরিস্থিতি তাতে মাত্র তিনজন বিদেশীকে নিয়েই একাদশ গড়তে হবে দিল্লীকে (DC)। ওপেনিং-এ অভিষেক পোড়েলের (Abishek Porel) সাথে দেখা যেতে পারে করুণ নায়ারকে (Karun Nair)। তিন নম্বরে থাকছেন কে এল রাহুল (KL Rahul)। দস্তানার দায়িত্ব’ও সম্ভবত সামলাবেন তিনিই। গুজরাতের বিপক্ষে চার নম্বরে খেলতে পারেন দক্ষিণ আফ্রিকার ট্রিস্টান স্টাবস (Tristan Stubbs)। তাঁর উপরে থাকবে রানের গতি বাড়ানোর দায়িত্ব। হ্যারি ব্রুকের বদলি হিসেবে দলে যোগ দেওয়া সিদ্দিকুল্লাহ অটল’কে নামানো হতে পারে পাঁচ নম্বরে। এরপর থাকছেন যথাক্রমে বিপ্রজ নিগম ও আশুতোষ শর্মা। অধিনায়ক অক্ষরের সাথে স্পিন বিভাগ সামলাতে পারেন কুলদীপ যাদব (Kuldeep Yadav)। পেস ব্যাটারির ধার বাড়াতে মাঠে নামতে পারেন মুকেশ কুমার ও দুষ্মন্ত চামিরা। সাথে জুড়ে দেওয়া হতে পারে বাম হাতি টি নটরাজনকে।

Read More: IPL 2025 RCB vs KKR Match Preview: প্লে-অফের দরজায় কড়া নাড়ছে বেঙ্গালুরু, স্বপ্ন বাঁচিয়ে রাখার চেষ্টায় কলকাতা !!

IPL 2025 ম্যাচের সময়সূচি-

দিল্লী ক্যাপিটালস (DC) বনাম গুজরাত টাইটান্স (GT)

ম্যাচ নং- ৬০

তারিখ- ১৮/০৫/২০২৫

ভেন্যু- অরুণ জেটলি স্টেডিয়াম, দিল্লী

সময়- সন্ধ্যে ৭টা ৩০ মিনিট (ভারতীয় সময়)

Arun Jaitley Stadium Pitch Report (পিচ রিপোর্ট)-

Arun Jaitley Stadium, Delhi | Image: Getty Images
Arun Jaitley Stadium, Delhi | Image: Getty Images

রবিবার অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি দিল্লী ক্যাপিটালস ও গুজরাত টাইটান্স। সাধারণত এই মাঠে ব্যাটিং সহায়ক পিচই দেখা যায়। ছোটো বাউন্ডারি ও দ্রুত আউটফিল্ডকে কাজে লাগিয়ে নিয়মিত বড় শট হাঁকাতে পারেন ব্যাটাররা। দিল্লীতে প্রথম ইনিংসের গড় স্কোর ঘোরাফেরা করে ১৬৮’র আশেপাশে। এখানে এখনও পর্যন্ত ৯৩টি আইপিএল ম্যাচ আয়োজিত হয়েছে। তার মধ্যে প্রথম ব্যাটিং করে জয়ের সংখ্যা ৪৫। রান তাড়া করে জয় এসেছে ৪৭টি ম্যাচে। অমীমাংসিত থেকেছে কেবলমাত্র একটি ম্যাচ। রবিবার যেহেতু সন্ধ্যেবেলা ম্যাচ রয়েছে সেহেতু শিশিরের সমস্যা এড়াতে টসজয়ী অধিনায়ক প্রথমে বোলিং করে নিতে চাইবেন।

DC vs GT হেড টু হেড পরিসংখ্যান-

DC vs GT | IPL | Image: Getty Images
DC vs GT | IPL | Image: Getty Images
  • মোট ম্যাচ- ০৬
  • দিল্লীর জয়- ০৩
  • গুজরাতের জয়- ০৩
  • শেষ সাক্ষাতে ফলাফল- গুজরাত ৭ উইকেটে জয়ী

Key Players (সম্ভাব্য সেরা তারকারা)-

কে এল রাহুল-

রবিবার প্লে-অফের দৌড়ে থাকা দিল্লী’র জন্য ‘তুরুপের তাস’ হয়ে উঠতে পারেন কে এল রাহুল। ফাফ দু প্লেসি, জেক ফ্রেজার ম্যাকগার্ক, ডোনোভান ফেরেইরাদের মত একঝাঁক তারকা ব্যাটার সরে দাঁড়িয়েছেন টুর্নামেন্ট থেকে। মিডল অর্ডারে ইনিংসকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রাহুলের উপরেই নির্ভর করতে হবে ক্যাপিটালস শিবিরকে। চলতি মরসুমে এখনও পর্যন্ত ১০ ম্যাচে ৪৭.৬৩ গড়ে ৩৮১ রান করেছেন রাহুল। গুজরাতের বিপক্ষেও তাঁর থেকে একটি চমকপ্রদ ইনিংসের প্রয়োজন দিল্লীর।

অক্ষর প্যাটেল-

ছন্দে থাকা গুজরাত টাইটান্সকে রুখতে দিল্লী ক্যাপিটালস তাকিয়ে থাকবে তাদের অধিনায়ক অক্ষর প্যাটেলের দিকে। ব্যাটিং ও বোলিং-দুই বিভাগেই গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারেন তিনি। প্রতিপক্ষের টপ-অর্ডারকে ভাঙতে পাওয়ার প্লে’তেই বল হাতে তুলে নিতে পারেন তিনি। আর দলের প্রয়োজন পাঁচ বা ছয় নম্বরে নেমে অক্ষরের লক্ষ্য থাকতে পারে রানের গতি বাড়ানোর। এই মরসুমে এখনও পর্যন্ত ২৩৮ রান করেছেন অক্ষর, এছাড়া নিয়েছেন ৫ উইকেট।

ট্রিস্টান স্টাবস-

দিল্লী দলের তারকা বিদেশীদের মধ্যে অধিকাংশই আইপিএলের দ্বিতীয় পর্ব খেলতে রাজী হন নি। ব্যতিক্রম ট্রিস্টাস স্টাবস। তিনি ফিরে এসেছেন ভারতে। রবিবার গুজরাত টাইটান্সের বিরুদ্ধেও স্টাবসের দিকে নজর থাকবে ক্রিকেটজনতার। পরিবর্তিত পরিস্থিতিতে ব্যাটিং অর্ডারের চার নম্বরে নামতে হতে পারে তাঁকে। তবে অরুণ জেটলি স্টেডিয়ামের ব্যাটিং সহায়ক বাইশ গজে নিজের খেলার ধরণ সম্ভবত পাল্টাবেন না তিনি। শুরু থেকেই লক্ষ্য থাকবে ঝড়ের গতিতে রান তোলার।

সম্ভাব্য একাদশ-

Delhi Capitals | IPL | Image: Getty Images
Delhi Capitals | IPL | Image: Getty Images

ওপেনার- অভিষেক পোড়েল, করুণ নায়ার

মিডল অর্ডার- কে এল রাহুল, ট্রিস্টান স্টাবস, সিদ্দিকুল্লাহ্‌ অটল

ফিনিশার- বিপ্রজ নিগম, আশুতোষ শর্মা*

বোলার- কুলদীপ যাদব, মুকেশ কুমার, দুষ্মন্ত চামিরা, টি নটরাজন*

উইকেটরক্ষক- কে এল রাহুল

* ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলতে পারেন।

DC-র সম্ভাব্য একাদশ-

Delhi Capitals | IPL | Image: Getty Images
Delhi Capitals | IPL | Image: Getty Images

প্রথম ব্যাটিং-এর ক্ষেত্রে-

অভিষেক পোড়েল, করুণ নায়ার, কে এল রাহুল (উইকেটরক্ষক), ট্রিস্টান স্টাবস, সিদ্দিকুল্লাহ্‌ অটল, বিপ্রজ নিগম, আশুতোষ শর্মা, অক্ষর প্যাটেল (অধিনায়ক), কুলদীপ যাদব, মুকেশ কুমার, দুষ্মন্ত চামিরা।

প্রথম বোলিং-এর ক্ষেত্রে-

অভিষেক পোড়েল, করুণ নায়ার, কে এল রাহুল (উইকেটরক্ষক), ট্রিস্টান স্টাবস, সিদ্দিকুল্লাহ্‌ অটল, বিপ্রজ নিগম , অক্ষর প্যাটেল (অধিনায়ক), কুলদীপ যাদব, মুকেশ কুমার, দুষ্মন্ত চামিরা, টি নটরাজন।

ইমপ্যাক্ট প্লেয়ার- সমীর রিজভি, ত্রিপুরাণা বিজয়, দর্শন নলকাণ্ডে, টি নটরাজন/আশুতোষ শর্মা, মনবন্ত কুমার।

Also Read: IPL 2025: নেই জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক-ডুপ্লেসিস, এই বিদেশি তারকাদের নিয়ে প্লে অফের লড়াইয়ে দিল্লি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *