IPL 2025: মাসখানেক আগে থেকেই দলের খোলনলচে বদলের কাজ শুরু করেছে দিল্লী ক্যাপিটালস (DC)। প্রথমে বাতিল হয়েছিলেন কোচ রিকি পন্টিং (Ricky Ponting)। দিল্লী ফ্র্যাঞ্চাইজি রয়েছে জিএমআর ও জেএসডব্লু স্পোর্টসের যৌথ মালিকানায়। এই বছর আইপিএলে (IPL) দল সামলানোর ভার জিএমআর-এর। তারা ডায়রেক্টর অফ ক্রিকেট অপারেশন থেকে দুই বছরর জন্য সরিয়ে দিয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়কেও (Sourav Ganguly)। বদলে পদে আসীন হয়েছেন বেণুগোপাল রাও। নতুন কোচ হিসেবে যোগ দিয়েছেন হেমাঙ্গ বাদানী (Hemang Badani)। কোচিং স্টাফ ও কর্মকর্তাদের পর একাধিক তারকাকেও ছেঁটে ফেলার পথে হেঁটেছে তারা। রিটেনশন তালিকায় জায়গা হয় নি ঋষভ পন্থের (Rishabh Pant) মত সুপারস্টারেরও। তাঁর বিদায়ের পর আসন্ন মরসুমের জন্য নতুন অধিনায়কের সন্ধানে দিল্লী ক্যাপিটালস।
Read More: IND vs AUS 1st Test Preview: ধুন্ধুমার টেস্টের জন্য প্রস্তুত পারথ্, ‘ফেভারিট’ অজিদের বিপক্ষে মরণপণ লড়তে মুখিয়ে টিম ইন্ডিয়া !!
শ্রেয়স আইয়ারকে চাইছে দিল্লী ক্যাপিটালস-
আগামী ২৪ ও ২৫ নভেম্বর সৌদি আরবের জেড্ডা শহরে বসতে চলেছে আইপিএলের (IPL) মেগা নিলামের আসর। অক্ষর প্যাটেল (Axar Patel), কুলদীপ যাদব, ট্রিস্টান স্টাবস (Tristan Stubbs) ও অভিষেক পোড়েল’কে রিটেন করার পর দিল্লী ক্যাপিটালসের (DC) অকশন পার্সে রয়েছে ৭৬.২৫ কোটি টাকা। এই অর্থের সাহায্যে শক্তিশালী স্কোয়াড বানানোর বিষয়ে আশাবাদী কর্মকর্তারা। পেসার, মিডল অর্ডার, ওপেনার প্রয়োজন তাদের। একাধিক সুপারস্টার দিল্লী’র জার্সি গায়ে আগামী আইপিএল খেলতে পারেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কাগিসো রাবাডা, মহম্মদ শামি, গ্লেন ম্যাক্সওয়েল’দের মত ক্রিকেটারদের নিশানা করতে পারেন পার্থ জিন্দল, কিরণ কুমার গ্রান্ধীরা। অধিনায়ক হিসেবে তাঁরা শ্রেয়স আইয়ারকে (Shreyas Iyer) দলে ফেরানোর চেষ্টা করবেন বলেও খবর মিলেছে সংবাদমাধ্যম ‘খেল নাও’ সূত্রে।
মুম্বইয়ের শ্রেয়স আইয়ার নিজের আইপিএল (IPL) কেরিয়ার শুরু করেছিলেন দিল্লী ফ্র্যাঞ্চাইজির জার্সিতেই। ২০১৮ মরসুমের মাঝপথে গৌতম গম্ভীর (Gautam Gambhir) সরে দাঁড়ানোয় তাঁর কাঁধে অধিনায়কত্বের দায়িত্ব’ও তুলে দেওয়া হয়েছিলো। ২০২২তে দল ছাড়ার আগে পর্যন্ত দিল্লী’র অধিনায়ক ছিলেন শ্রেয়সই (Shreyas Iyer)। এমনকি তাঁর হাত ধরেই ২০২০ সালে আইপিএলের ফাইনাল খেলেছিলো ক্যাপিটালস শিবির। যা এখনও পর্যন্ত ফ্র্যাঞ্চাইজির সেরা পারফর্ম্যান্স। মাঝে তিন মরসুম কলকাতা নাইট রাইডার্সে (KKR) নাম লিখিয়েছিলেন তিনি। চলতি বছরেই অধিনায়ক হিসেবে জিতেছেন ট্রফি’ও। নাইটদের সাথে আর্থিক বিষয়ে সমাধানসূত্র না মেলায় এবারের মেগা অকশনে নাম লিখিয়েছেন শ্রেয়স (Shreyas Iyer)। ‘ঘরের ছেলে’কে ফেরাতে তাই উদ্যোগী হচ্ছে দিল্লী।
ঋষভকে দিল্লীতেই চাইছেন গাওস্কর-
২০১৬ থেকে ২০২৪-টানা নয় মরসুম দিল্লী ক্যাপিটালসের সাথে জড়িয়ে ছিলেন ঋষভ পন্থ। ২০২২ সালে শ্রেয়স দল ছাড়ার পর অধিনায়কত্ব’ও সামলেছিলেন। ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার কারণে ২০২৩-এ আইপিএল (IPL) খেলতেই পারেন নি তিনি। তার পরে দিল্লী জার্সিতেই মাঠে ফেরেন তিনি। দীর্ঘ সম্পর্কে ফাটল ধরেছে ২০২৫ মরসুমের আগে। রিটেনশন তালিকায় ঠাঁই পান নি ঋষভ (Rishabh Pant)। স্টার স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে কিংবদন্তি সুনীল গাওস্কর জানিয়েছিলেন যে দিল্লী ও পন্থের যৌথ পথচলা হয়ত শেষ হয় নি এখনও। “টাকার অঙ্ক নিয়ে হয়ত কিছু জটিলতা হয়েছে। তবে দিল্লী নিশ্চয়ই নিলামে পন্থের জন্য ঝাঁপাবে,” বলেছিলেন সানি। কিন্তু সমস্যার শিকড় যে গভীরে তার ইঙ্গিত দিয়ে ঋষভ নিজেই ট্যুইটারে লিখেছেন, “আমার রিটেনশনের সাথে টাকার কোনো সম্পর্কই ছিলো না।” শেষমেশ তিনি কোন দলে যান সেদিকেই তাকিয়ে সকলে।
দেখুন ঋষভের ট্যুইট’টি-
My retention wasn’t about the money for sure that I can say 🤍
— Rishabh Pant (@RishabhPant17) November 19, 2024