টি-২০ থেকে অবসর নিতেই CSK থেকে বাদ পড়ছেন রবীন্দ্র জাদেজা, নিলামে পাবেন না কোনো দল !! 1

IPL: গত ২৯ জুন বার্বাডোজের কেনসিংটন ওভালে ইতিহাস রচনা করেছে ভারতীয় দল। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টি-২০ বিশ্বকাপ জিতেছে তারা। ২০০৭-এর সাফল্যের ঠিক সতেরো বছর পর দ্বিতীয়বারের জন্য কুড়ি-বিশের খেলায় বিশ্বসেরার শিরোপা আদায় করতে পেরেছে টিম ইন্ডিয়া। সাফল্যের এই শৃঙ্গ জয়ের পরে এক অধ্যায় শেষ হয়েছে ভারতীয় ক্রিকেটের। মাঠে দাঁড়িয়েই টি-২০ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করেন বিরাট কোহলি (Virat Kohli)। পরে সাংবাদিক সম্মেলনে ক্ষুদ্রতম ফর্ম্যাটকে বিদায় জানান রোহিত শর্মা’ও (Rohit Sharma)। খেতাব জয়ের পর এক আবেঘঘন ইন্সটাগ্রাম পোস্টে অবসরের ঘোষণা করেন রবীন্দ্র জাদেজাও (Ravindra Jadeja)। তিন সিনিয়রই জানিয়েছেন যে আন্তর্জাতিক টি-২০ থেকে বিদায় নিলেও তাঁরা খেলতে চান আইপিএল (IPL)। বিরাট-রোহিতের খেলা নিয়ে সংশয় নেই। কিন্তু জাদেজা ২০২৫-এর টুর্নামেন্টে আদৌ খেলতে পারবেন কিনা নিয়ে সন্দিহান বিশেষজ্ঞরা।

Read More: আর জি কর কাণ্ডের প্রতিবাদে পথে নামলেন সৌরভ, কন্যা সানা’কে নিয়ে হাঁটলেন মিছিলে !!

IPL-এ দেখা যাবে না জাদেজাকে-

Ravindra Jadeja | IPL | Image: Getty Images
Ravindra Jadeja | Image: Getty Images

২০০৮ সালে রাজস্থান রয়্যালসের জার্সিতে আইপিএল (IPL) অভিযান শুরু করেছিলেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। পরে কোচি টাস্কার্স হয়ে যোগ দেন চেন্নাই সুপার কিংসে। তারপর থেকে হলুদ জার্সি গায়েই মাঠে নেমেছেন তিনি। মাঝে দুই মরসুমের জন্য চেন্নাই নির্বাসিত হওয়ায় কেবল গিয়েছিলেন গুজরাত লায়ন্সে। কিন্তু সিএসকে’র প্রত্যাবর্তনের সাথে সাথে তাঁরও প্রত্যাবর্তন হয় হলুদ জার্সিতে। ২০১৮, ২০২১ ও ২০২৩-এ আইপিএল’ও জিতেছেন। কিন্তু বিশেষজ্ঞদের ধারণা যে ২০২৫-এর মেগা অকশনের আগে তাঁকে ছেঁটে ফেলার কথা ভাবতে পারে ফ্র্যাঞ্চাইজি। নেপথ্যে অবশ্যই তাঁর অফ ফর্ম। গত তিনটি আইপিএলে (IPL) ব্যাট হাতে তিনি করেছেন যথাক্রমে ১১৬, ১৯০ ও ২৬৭ রান। উইকেট সংখ্যা ৫, ২০ ও ৮। সদ্যসমাপ্ত টি-২০ বিশ্বকাপেও (T20 World Cup) তিনি করেছেন মাত্র ৩৫ রান করেছেন, নিয়েছেন ১টি মাত্র উইকেট। যা যথেষ্ট নয় বলেই মত ফ্র্যাঞ্চাইজির।

রিটেনশন নিয়ে এখনও কোনো স্পষ্ট সিদ্ধান্ত জানায় নি বিসিসিআই। তবে সংবাদসংস্থা মারফত খবর যে ছয়জন’কে রিটেন করার সুযোগ দেওয়া হবে ফ্র্যাঞ্চাইজিগুলোকে। একইসাথে আনক্যাপড ক্রিকেটারদের ধরে রাখার দু’টি আলাদা স্লট থাকবে। গত দুই-তিন মরসুমে চেন্নাইয়ের (CSK) সেরা পারফর্মারদের তালিকায় ছিলেন না জাদেজা (Ravindra Jadeja)। বর্তমানে তাঁর সাথে চুক্তির অঙ্ক ১৬ কোটি। এই বিপুল অর্থ খরচ করে তাঁকে ধরে রাখা যুক্তিগ্রাহ্য না মনে হওয়ার সম্ভাবনাই বেশী। ফলে ‘রিলিজ’ই হয়ত হতে হবে জাদেজাকে (Ravindra Jadeja)। সেক্ষেত্রে তারকা অলরাউন্ডার নাম লেখাতে পারেন আইপিএলের মেগা নিলামে। সেখানেও দল পাওয়া কঠিন হতে পারে তাঁর জন্য। নেপথ্যে সেই অফ ফর্ম’ই। বর্তমানে প্রায় ৩৬ বছর বয়স জাদেজার। যা যেতে পারে তাঁর বিপক্ষে। ‘বুড়ো ঘোড়া’য় বাজি নাও লাগাতে পারে ফ্র্যাঞ্চাইজিরা।

জাদেজার সম্পূর্ণ কেরিয়ার পরিসংখ্যান-

Ravindra Jadeja | Image: Getty Images
Ravindra Jadeja | Image: Getty Images

২০০৮ সালে ভারতের অনুর্দ্ধ-১৯ দলের হয়ে বিশ্বকাপ জিতেছিলেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। সিনিয়র দলের হয়ে আন্তর্জাতিক অভিষেক হয় ২০০৯ সালে। এখনও পর্যন্ত তিনি ভারতের হয়ে খেলেছেন ৭২টি টেস্ট ম্যাচ। রান সংখ্যা ৩০৩৬, উইকেট নিয়েছেন ২৯৪টি। টিম ইন্ডিয়ার সর্বকালের সেরা অলরাউন্ডারের তালিকায় নিঃসন্দেহে থাকবেন তিনি। দেশের জার্সিতে জাদেজা (Ravindra Jadeja) খেলেছেন ১৯৭টি ওডিআই ম্যাচ। রান সংখ্যা ২৭৫৬, উইকেট ২২০টি। টি-২০তে দেশের প্রতিনিধিত্ব করেছেন ৭৪ ম্যাচে। সংগ্রহে রয়েছে ৫১৫ রান ও ৫৪ উইকেট। ঘরোয়া ক্রিকেটে সৌরাষ্ট্রের প্রতিনিধিত্ব করেন তিনি। রঞ্জি ট্রফিতে তিনটি ত্রিশতক করার বিরল কৃতিত্ব আছে তাঁর। আইপিএলে (IPL) তিনি খেলেছেন ২৪০টি ম্যাচ। ২৯৫৯ রান করেছেন, উইকেট সংখ্যা ১৬০।

Also Read: “পা ভেঙে দিন…” ধর্ষকদের চরম শাস্তি চেয়ে সোশ্যাল মিডিয়ায় সরব যুজবেন্দ্র চাহাল !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *