ipl-2025-csk-vs-rr-match-report

IPL 2025: চেপক নয়, বরং দিল্লীর অরুণ জেটলি স্টেডিয়ামে আজ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে হোম ম্যাচ খেললো চেন্নাই সুপার কিংস (RR vs CSK)। কিন্তু নয়া ভেন্যুতেও সাফল্য সেই অধরাই রয়ে গেলো মহেন্দ্র সিং ধোনিদের। আজ ৬ উইকেটের বিরাট ব্যবধানে সঞ্জু স্যামসনদের বিরুদ্ধে রীতিমত নাস্তানাবুদ হতে হলো তাঁদের। টসে জিতে প্রথম বোলিং-এর সিদ্ধান্ত নিয়েছিলো রাজস্থান। ডিওয়াল্ড ব্রেভিস, আয়ুষ মাথরেদের সৌজন্যে ২০ ওভারে ১৮৭ রান তোলে চেন্নাই। রান তাড়া করতে নেমে রীতিমত ঝড় তুললেন যশস্বী জয়সওয়াল, বৈভব সূর্যবংশী, ধ্রুব জুরেলরা। তাঁদের দাপটে খড়কুটোর মতই উড়ে গেলেন খলিল আহমেদ, রবিচন্দ্রণ অশ্বিনরা। ১৭ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে গেলো রাজস্থান (RR)। চেন্নাইয়ের মতই প্লে-অফের দৌড় থেকে আগেই ছিটকে গিয়েছিলো তারাও। অন্তত মরসুমের শেষটা জয় দিয়ে করতে পারলেন সঞ্জু স্যামসনরা।

Read More: IPL 2025: তিন ম্যাচের পারিশ্রমিক ৫.২৫ কোটি, এই তারকাকে নিতে কালঘাম ছুটলো মুকেশ আম্বানির !!

অর্ধশতক বৈভবের, সফল সঞ্জু’ও-

Vaibhav Suryavanshi | IPL | Image: Getty Images
Vaibhav Suryavanshi | IPL | Image: Getty Images

১৮৮ তাড়া করতে নেমে রাজস্থানকে (RR) শুরুতেই শক্ত ভিতের উপর দাঁড় করিয়েছিলেন দুই ওপেনার যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) ও বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। আক্রমণের শুরুটা করেছিলেন যশস্বী’ই। প্রথম বলেই লেগ সাইডে বাউন্ডারি হাঁকান তিনি। তৃতীয় ওভারে খলিল আহমেদকে পরপর তিনটি বাউন্ডারি ও একটি ছক্কাও মারেন তিনি। তবে চতুর্থ ওভারে অংশুল কম্বোজকে লেগ সাইডে ঠেলতে গিয়ে ভুল করে বসেন। তাঁর ব্যাটের ভেতরের দিক ছুঁয়ে বল আছড়ে পড়ে স্টাম্পে। ১৯ বলে ৩৬ করেই থামতে হয় যশস্বীকে (Yashasvi Jaiswal)। এরপর ইনিংসের হাল ধরেন বৈভব সূর্যবংশী। আজ দুই টিন-এজারের লড়াই ছিলো দিল্লীর মাঠে। চেন্নাইয়ের হয়ে ২০ বলে ৪৩ করে নজর কেড়েছিলেন ১৭ বর্ষীয় আয়ুষ মাথরে। তাঁকে ছাপিয়ে গেলেন বছর ১৪-এর বৈভব। আজ ৩৩ বলে ৫৭ করেন তিনি।

বৈভবকে ওপেনিং স্লট ছেড়ে দিয়েছেন সঞ্জু স্যামসন (Sanju Samson)। নিজে নামছেন তিন নম্বরে। আজ চেন্নাইয়ের (CSK)  বিরুদ্ধে রান পেলেন তিনিও। ৩১ বলে ৩টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৪১ রান করেন রাজস্থান অধিনায়ক। বৈভবের সাথে তাঁর জুটিতে ওঠে ৯৮ রান। ৩ রানের ব্যবধানে বৈভব ও সঞ্জু’কে সাজঘরে ফিরিয়ে সিএসকে শিবিরে আশা জাগিয়েছিলেন রবিচন্দ্রণ অশ্বিন (Ravichandran Ashwin)। কিন্তু শেষমেশ আর ঘুরে দাঁড়াতে পারে নি পাঁচ বারের চ্যাম্পিয়নরা। রিয়ান পরাগ ৪ বলে ৩ রান করে নূর আহমেদের বলে বোল্ড হলেও রাজস্থানকে লক্ষ্যে পৌঁছে দেন ধ্রুব জুরেল ও শিমরণ হেটমায়ার। দু’জনের ফিনিশিং দক্ষতা নিয়ে গোটা মরসুম জুড়ে তীব্র সমালোচনা হয়েছে। আজ ম্যাচ শেষ করেই মাঠ ছাড়লেন তাঁরা। জুরেল (Dhruv Jurel) ১২ বলে ৩১ ও হেটমায়ার ৫ বলে ১২ করে রইলেন অপরাজিত।

বিদায় নেবেন ধোনি?

MS Dhoni | IPL | Image: Getty Images
MS Dhoni | IPL | Image: Getty Images

চেন্নাইয়ের হয়ে ৪১ রান খরচ করে ২টি উইকেট নিয়েছেন রবিচন্দ্রণ অশ্বিন (Ravichandran Ashwin)। ১টি করে সাফল্য অংশুল কম্বোজ ও নূর আহমেদের। আজ বড় ব্যবধানে জিতেও লীগ তালিকায় অষ্টম স্থানেই আটকে রইলো রাজস্থান রয়্যালস। ১৪ ম্যাচে ৪টি জয়-সহ তাদের ঝুলিতে ৮ পয়েন্ট। দশম স্থানের গেরো কাটাতে পারলো না চেন্নাই সুপার কিংস-ও। ১৩ ম্যাচে তাদের ঝুলিতে মাত্র ৬ পয়েন্ট। চেন্নাই বনাম রাজস্থান ম্যাচের পরেই ক্রিকেটদুনিয়ায় তুমুল গুঞ্জন মহেন্দ্র সিং ধোনিকে (MS Dhoni) নিয়ে। আগামী ২৫ তারিখ দুপুরে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে এই মরসুমের শেষ ম্যাচটি খেলবে চেন্নাই সুপার কিংস। কিংবদন্তি তারকাও ঐদিন আইপিএল (IPL) কেরিয়ারের শেষ ম্যাচ খেলতে নামছেন কিনা তা নিয়ে চলছে জল্পনা। ধোনি নিজে এখনও অবসর নিয়ে মুখ খোলেন নি। রবিবার কোনো বোলা ফাটান কিনা সেদিকেই এখন তাকিয়ে সকলে।

Also Read: IPL 2025 MI vs DC: প্লে-অফ নিশ্চিত করার সোনার সুযোগ মুম্বইয়ের সামনে, দিল্লীর বিরুদ্ধে তুরুপের তাস এই তারকা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *