IPL 2025: ঘোর বিপর্যয়ের মুখে চেন্নাই সুপার কিংস (CSK)। মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে আইপিএল (IPL) অভিযান শুরু করেছিলো তারা। কিন্তু এরপর একের পর এক ব্যর্থতাই সঙ্গী হয়েছে তাদের। বেঙ্গালুরু, রাজস্থান, দিল্লী ও পাঞ্জাবের বিরুদ্ধে পরপর হেরে লীগ তালিকায় নবম স্থানে নেমে এসেছে পাঁচ বারের চ্যাম্পিয়নরা। শুক্রবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে মরসুমের ষষ্ঠ ম্যাচের আগে চিন্তা বাড়িয়েছে অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়ের চোট। রাজস্থান ম্যাচে তুষার দেশপাণ্ডের শর্ট বল খেলতে গিয়ে হাতে আঘাত পেয়েছিলেন তিনি। চিকিৎসকেরা তাঁকে পরীক্ষা করে জানিয়েছেন যে টুর্নামেন্টের বাকি অংশে আর খেলতে পারবেন না তিনি। অধিনায়ককে ছাড়া নতুন করে পরিকল্পনা সাজাতে হচ্ছে কোচ স্টিফেন ফ্লেমিং-কে। পাঁচ ট্রফি জেতানোর কারিগর মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) ফিরছেন নেতৃত্বে, যা বিপর্যয়ের মাঝেও খানিক স্বস্তি দিয়েছে সমর্থকদের।
নাইট রাইডার্সের (KKR) বিরুদ্ধে চেন্নাই জার্সিতে ওপেন করতে পারেন নিউজিল্যান্ডের রচিন রবীন্দ্র ও ডেভন কনওয়ে। তিনে নামানো হতে পারে রাহুল ত্রিপাঠীকে। পুরনো দলের বিপক্ষে ছন্দে ফিরুন তিনি, চাইবে থিঙ্কট্যাঙ্ক। এরপর চারে দেখা যেতে পারে শিবম দুবে’কে। কলকাতার স্পিন অস্ত্রকে ভোঁতা করার দায়িত্ব থাকবে তাঁর কাঁধে। পাঁচে নামতে পারেন বিজয় শঙ্কর। ছয়ে ‘ফিনিশার’-এর দায়িত্ব নিজের কাঁধে তুলে নিতে পারেন ধোনি (MS Dhoni)। সাতে থাকতে পারেন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। চেপকের পিচের কথা মাথায় রেখে স্পিন অস্ত্রে শান দিচ্ছে চেন্নাই সুপার কিংস। জাদেজার সাথে স্পিন ডিপার্টমেন্টের শক্তি বাড়াতে একাদশে জায়গা দেওয়া হতে পারে রবিচন্দ্রণ অশ্বিন ও নূর আহমেদকে। পেস বিভাগে থাকছেন ‘বেবি মালিঙ্গা’ মাথিশা পাথিরাণা ও মুকেশ চৌধুরী। বোলিং-এর সময় জুড়ে দেওয়া হতে পারে খলিল আহমেদকেও।
Read More: আইপিএলে চলবে না রিয়ান পরাগের দাদাগিরি, ১ ম্যাচের জন্য ব্যান করছে BCCI !!
IPL 2025 ম্যাচের সময়সূচি-
চেন্নাই সুপার কিংস (CSK) বনাম কলকাতা নাইট রাইডার্স (KKR)
ম্যাচ নং- ২৫
তারিখ- ১১/০৪/২০২৫
ভেন্যু- এম এ চিদাম্বরম স্টেডিয়াম, চেন্নাই
সময়- সন্ধ্যে ৭টা ৩০ মিনিট (ভারতীয় সময়)
MA Chidambaram Stadium Pitch Report (পিচ রিপোর্ট)-

শুক্রবার মুখোমুখি চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্স। আইপিএলের (IPL) আসরে সাধারণত ব্যাটিং সহায়ক উইকেট দেখা গেলেও চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়াম বা চেপকের বাইশ গজের চরিত্র খানিক আলাদা। চটচটে, কালো মাটির পিচে বল পড়ে খানিক থেমে ব্যাটে আসায় সহজ হয় না বড় শট খেলা। কার্যকরী হতে পারে পেস ভ্যারিয়েশন। এছাড়া চেপকের পিচে বড় ভূমিকা নিতে পারেন স্পিনাররাও। এখনও পর্যন্ত আইপিএলের (IPL) ৮৮টি ম্যাচ আয়োজিত হয়েছে এই ভেন্যুতে। তার মধ্যে ৫১টি ম্যাচে জয় পেয়েছে প্রথম ব্যাটিং করা দল। আর রান তাড়া করে জয় এসেছে ৩৭টি ম্যাচে। চলতি মরসুমে যে তিনটি ম্যাচ চেপকে হয়েছে, তার প্রত্যেকটিতে বাজিমাত করেছে প্রথম ব্যাটিং করা দল। বিষয়টি মাথায় রেখে টসজয়ী অধিনায়ক প্রথম ব্যাটিং বেছে নিতে পারেন।
CSK vs KKR, হেড টু হেড পরিসংখ্যান-

- মোট ম্যাচ- ৩০
- চেন্নাইয়ের জয়- ১৯
- কলকাতার জয়- ১০
- অমীমাংসিত- ০১
- শেষ সাক্ষাতে ফলাফল- চেন্নাই ৭ উইকেটে জয়ী
Key Players (সম্ভাব্য তারকা)-
মহেন্দ্র সিং ধোনি-
ঋতুরাজ গায়কোয়াড় ছিটকে যাওয়ায় আইপিএলের বাকি অংশে মহেন্দ্র সিং ধোনিকেই দেখা যাবে চেন্নাই সুপার কিংসের নেতৃত্বে। দায়িত্বে ফিরে আরও একবার নিজের মগজাস্ত্রের চমক তিনি দেখাতে পারেন কিনা সেদিকে নজর থাকবে সকলের। গত ম্যাচে দলকে জেতাতে না পারলেও ব্যাট হাতে মাত্র ১২ বলে ২৭ রানের ইনিংস খেলেছিলেন তিনি। কিংবদন্তি তারকার কাছে আরও একবার তেমনই এক ইনিংসের প্রত্যাশায় থাকবেন অনুরাগীরা।
নূর আহমেদ-
চেপকের ঘূর্ণি উইকেটে নাইট রাইডার্স বোলিং-কে বেঁধে রাখতেই স্পিনকেই অস্ত্র করতে চলেছেন চেন্নাই সুপার কিংস কোচ স্টিফেন ফ্লেমিং। তার পরিকল্পনার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হতে পারেন আফগানিস্তানের নূর আহমেদ। চায়নাম্যান বোলার চলতি আইপিএলে এখনও অবধি বেশ সফল। ঘরের মাঠে ফের একবার ‘ম্যাচ উইনার’ হয়ে উঠতে পারেন তিনি।
ডেভন কনওয়ে-
ঋতুরাজের অনুপস্থিতিতে টপ-অর্ডারে যে অভিজ্ঞতার প্রয়োজন হবে তা দলকে দিতে পারেন ডেভন কনওয়ে। মরসুমের প্রথম কিছু ম্যাচে একাদশে সুযোগ পান নি তিনি। কিন্তু পরে বাধ্য হয়েই কিউই ব্যাটারের শরণাপন্ন হতে হয়েছে চেন্নাই থিঙ্কট্যাঙ্ক’কে। গত ম্যাচে পাঞ্জাবের বিরুদ্ধে একটি অর্ধশতক’ও করেছেন কনওয়ে। হর্ষিত রাণা, বৈভব আরোরাদের আক্রমণ সামলে পাওয়ার-প্লে’তে দলকে শক্ত ভিতের উপর দাঁড় করাতে বড় ভূমিকা নিতে পারেন বাম হাতি ওপেনার।
সম্ভাব্য একাদশ-

ওপেনার- ডেভন কনওয়ে ✈️, রচিন রবীন্দ্র ✈️
মিডল অর্ডার- রাহুল ত্রিপাঠী*, শিবম দুবে, বিজয় শঙ্কর
ফিনিশার- মহেন্দ্র সিং ধোনি, রবীন্দ্র জাদেজা
বোলার- রবিচন্দ্রণ অশ্বিন, নূর আহমেদ ✈️, মাথিশা পাথিরাণা ✈️, মুকেশ চৌধুরী, খলিল আহমেদ*
উইকেটরক্ষক- মহেন্দ্র সিং ধোনি
*-ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলতে পারেন।
এক নজরে CSK-এর সম্ভাব্য একাদশ-
প্রথম ব্যাটিং-এর ক্ষেত্রে-
রচিন রবীন্দ্র ✈️, ডেভন কনওয়ে ✈️, রাহুল ত্রিপাঠী, শিবম দুবে, বিজয় শঙ্কর, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক/উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রণ অশ্বিন, নূর আহমেদ ✈️, মুকেশ চৌধুরী, মাথিশা পথিরাণা ✈️।
প্রথম বোলিং-এর ক্ষেত্রে-
রচিন রবীন্দ্র ✈️, ডেভন কনওয়ে ✈️, বিজয় শঙ্কর, শিবম দুবে, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক/উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রণ অশ্বিন, নূর আহমেদ ✈️, মুকেশ চৌধুরী, মাথিশা পথিরাণা ✈️, খলিল আহমেদ।
ইমপ্যাক্ট প্লেয়ার- রাহুল ত্রিপাঠী/খলিল আহমেদ, জেইমি ওভারটন ✈️, সাইক রশিদ, আন্দ্রে সিদ্ধার্থ, কমলেশ নাগারকোটি।