Ipl 2025
CSK vs KKR | Image: Getty Images

IPL 2025: সমাপ্ত হয়েছে চেন্নাই সুপার কিংস বনাম কলকাতা নাইট রাইডার্সের (CSK vs KKR) লড়াই। রুদ্ধশ্বাস লড়াইয়ে চেন্নাই সুপার কিংসকে আট উইকেটে পরাস্ত করে এই মৌসুমের তৃতীয় জয় ছিনিয়ে নিলো কলকাতা নাইট রাইডার্স। আজকের লড়াইয়ে টস জেতেন নাইট রাইডার্স দলের অধিনায়ক অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। টস হেরে প্রথমে ব্যাটিং করতে এসে ডেভন কনওয়ে (Devon Conway) ১২ এবং রাচিন রবীন্দ্র (Rachin Ravindra) ৯ বলে ৪ রান বানিয়ে প্যাভিলিয়নে ফিরে যান। ঋতুরাজ গাইকোয়ার্ড’এর বদলে তিনে ব্যাটিং করতে এসে, রাহুল ত্রিপাঠি (Rahul Tripathi) ২২ বলে ১৬ রান বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন। মিডল অর্ডারে ব্যাটিং করতে এসে বিজয় শংকরের সংগ্রহ মাত্র ২৯ রান। তাছাড়া দলের হয়ে সর্বাধিক ৩১ রানের ইনিংস খেলেন শিবম দুবে (Shivam Dube)। নির্ধারিত ২০ ওভারে ১০৩ রান বানাতেই সক্ষম হয়। কলকাতা নাইট রাইডার্স দলের হয়ে সর্বাধিক ৩টি উইকেট পান সুনীল নারিন (Sunil Narine)। ২টি করে উইকেট পান হার্ষিত রানা ও বরুণ চক্রবর্তী।

৮ উইকেটে জয় ছিনিয়ে নিলো KKR

Ipl 2025
CSK vs KKR | Image: Getty Images

জবাবে ব্যাটিং করতে এসে, নাইট রাইডার্স দলের দুই ওপেনার দুরন্ত সূচনা দেন। কুইন্টন ডি কক (Quinton De Kock) ১৬ বলে ৩ টি ছক্কায় ২৩ রানের ইনিংস খেলেন। সুনীল নারিন বল হাতে তিনটি উইকেট নেওয়ার পর ব্যাট হাতে চেপকে তান্ডব শুরু করেন। ব্যাট হাতে, তিনি ১৮ বলে ২টি চার এবং ৫টি ছক্কায় ৪৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন।

Read More: IPL 2025: “সবচেয়ে নির্লজ্জ এবং কাপুরুষ ক্রিকেটার‌..” কলকাতার বিপক্ষে ১ রানে আউট হয়ে সমালোচনার মুখে পড়েছেন‌ ধোনি !!

পাশাপশি, ক্যাপ্টেন রাহানে ১৭ বলে একটি চার ও একটি ছক্কায় ২০ রানের ঝকঝকে ইনিংস খেলেন। আজ প্রমোশন হয় রিংকু সিংয়ের (Rinku Singh), চারে ব্যাটিং করতে এসে রিংকু ১২ বলে একটি চারও একটি ছক্কায় ১৫ রানের ইনিংস খেলে ৫৯ বল বাকি থাকতেই কলকাতার হয়ে জয় সুনিশ্চিত করেন। আজকের এই জয়ের সাথে সাথে পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে উঠে আসলো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স (KKR)।

Read Also: IPL 2025, CSK vs KKR STATS REVIEW: চেপকে ভাঙলো CSK’এর গর্ব, নাইটদের কাছে ৮ উইকেটে পরাস্ত হতেই তৈরি হলো ৮ টি নয়া রেকর্ড !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *