IPL 2025: আইপিএল ইতিহাসের অন্যতম দুই জনপ্রিয় শক্তিশালী দল মুখোমুখি হতে চলেছে। চলতি আইপিএলে পাঁচবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স টেবিলের নিচের দিকে শাড়িতেই রয়েছে চেন্নাই সুপার কিংস কেবলমাত্র তাদের প্রথম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে জয় সুনিশ্চিত করেছিল। তাছাড়া বাকি চারটি ম্যাচে তাদেরকে পরস্পর পরাজিত হতে হয়েছে। যে কারণে পয়েন্ট তালিকার নবম স্থানে হয়েছে চেন্নাই সুপার কিংসের। চার পয়েন্ট নিয়ে টেবিলে ষষ্ঠ স্থানে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। অজিঙ্কা রাহানের (Ajinkya Rahane) নেতৃত্বাধীন দলটি তাদের শেষ খেলায় লখনৌয়ের কাছে একটি ছোট পরাজয়ের মুখোমুখি হয়েছিল এবং সংগ্রামরত সিএসকে-র বিরুদ্ধে জয়ের পথে ফিরে আসার লক্ষ্য রাখবে। অন্যদিকে চেন্নাই শিবিরে চোটের কারণে পুরো টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন ঋতুরাজ গাইকোয়ার্ড (Ruturaj Gaikwad)। যে কারণে চেন্নাই দলকে আবার একবার নেতৃত্ব থেকে চলেছেন ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)।
IPL 2025, CSK vs KKR, PITCH & WEATHER REPORT

আগামীকালের ম্যাচটি চেন্নাইয়ের বিখ্যাত এমএ চিদাম্বরম স্টেডিয়াম অর্থাৎ চিপকে অনুষ্ঠিত হতে চলেছে। চেপকের এই মাঠ স্পিন বোলারদের জন্য বেশ কার্যকর। এবারের আইপিএলে (IPL 2025) স্পিনাররা বেশিরভাগ উইকেট এই মাঠেই নিয়েছেন। ব্যাটসম্যানদের নজর থাকবে পাওয়ার প্লেতে যে দল বেশি রান সংগ্রহ করতে পারবে সেই দলের কাছে জেতার সম্ভাবনা বেশি থাকবে। বিগত কয়েক ম্যাচে চেন্নাইতে ব্যাটসম্যানদের ব্যাট থেকে রান দেখতে পাওয়া গিয়েছে। স্পিন বোলারদের কঠিন চ্যালেঞ্জ উর্তীর্ণ করতে পারলেই পেস আক্রমণের বিরুদ্ধে রান বানাতে পারেন ব্যাটসম্যানরা।
Read More: ট্রফি জিততে মোক্ষম চাল চেন্নাই সুপার কিংসের, অধিনায়ক হিসেবে ফিরলেন MS ধোনি !!
চেন্নাইয়ের আবহাওয়ার কথা বলতে গেলে, আগামীকাল চেন্নাইতে সর্বাধিক ৩৪ ও সর্বনিম্ন ২৯ ডিগ্রি তাপমাত্রা লক্ষ করা যাবে। বাতাসে ৬৯% আপেক্ষিক আদ্রতা লক্ষ করা যাবে এবং এখানে ঘন্টায় ১৮ কিলোমিটার বেগে বাতাস বইবে। যদিও বৃষ্টিপাতের কোনো আশঙ্কার কথা জানায়নি আবহাওয়ার দপ্তর।
IPL 2025, CSK vs KKR, HEAD to HEAD

আইপিএলে চেন্নাই সুপার কিংস এবং কলকাতা নাইট রাইডার্স ৩০টি ম্যাচে মুখোমুখি হয়েছে। এই ৩০টি ম্যাচের মধ্যে চেন্নাই ১৯টিতে জিতেছে এবং কলকাতা ১০টিতে জয়লাভ করেছে। ১টি ম্যাচ ফলাফল ছাড়াই শেষ হয়েছে।
IPL 2025, CSK vs KKR, দুই দলের সম্ভাব্যরূপ একাদশ
চেন্নাই সুপার কিংস – ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, রাহুল ত্রিপাঠি, শিবম দুবে, বিজয় শংকর, রবীন্দ্র জাদেজা, এমএস ধোনি (C/WK), রবিচন্দ্রন অশ্বিন, নূর আহমেদ, খলিল আহমেদ, মুকেশ চৌধুরী। ইমপ্যাক্ট সাব- মতিশা পথিরানা।
কলকাতা নাইট রাইডার্স- কুইন্টন ডি কক (WK), সুনীল নারিন, অজিঙ্কা রাহানে (C), মঈন আলী, ভেঙ্কটেশ আইয়ার, রমনদীপ সিংহ, রিঙ্কু সিংহ, আন্দ্রে রাসেল, হর্ষিত রানা, বরুন চক্রবর্তী, বৈভব অরোরা। ইম্প্যাক্ট সাব- অঙ্গক্রিষ রঘুবংশী।
CSK vs KKR, DREAM 11 TEAM
উইকেট কিপার – ডেভন কনওয়ে
ব্যাটসম্যান – অজিঙ্কা রাহানে, ভেঙ্কটেশ আইয়ার, শিবম দুবে
অলরাউন্ডার – রচিন রবীন্দ্র, অন্দ্রে রাসেল, সুনীল নারিন
বোলার – খলিল আহমেদ, নূর আহমেদ, বরুণ চক্রবর্তী, মতিশা পথিরানা
ক্যাপ্টেন – সুনীল নারিন
ভাইস ক্যাপ্টেন – নূর আহমেদ