IPL 2025: মুম্বইকে প্রথম ম্যাচে হারানোর পর টানা দুটি খেলায় হেরেছে চেন্নাই সুপার কিংস। এই মুহূর্তে আইপিএল পয়েন্ট অষ্টম স্থানে রয়েছে পাঁচ বারের চ্যাম্পিয়নরা। আজ ঘরের মাঠ দুই পয়েন্টই পাখির চোখ তাদের। প্রতিপক্ষ দিল্লী ক্যাপিটালস। রাজস্থানের বিপক্ষে গত ম্যাচে ব্যাটিং-এর সময় হাতে চোট পেয়েছিলেন ঋতুরাজ গায়কোয়াড়। তা সামলে আজ ফের মাঠে নামছেন তিনি। হলুদ জার্সিতে আজ ট্রাম্প কার্ড হতে পারেন নূর আহমেদ, রবীন্দ্র জাদেজারা। ব্যাটিং বিভাগের মুখ হতে পারেন রচিন রবীন্দ্র বা শিবম দুবে। অন্যদিকে দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে দিল্লী। অপরাজিত তকমা ধরে রাখতে পারলে তারা পৌঁছে যাবে পয়েন্ট তালিকার শীর্ষে। দু প্লেসি, মিচেল স্টার্ক, আশুতোষ শর্মাদের ফর্ম ভরসা যোগাচ্ছে দিল্লীকে। চেপকের উইকেটে কার্যকর হতে পারে অক্ষর-কুলদীপ জুটিও।
Read More: PBKS vs RR: বাদ যশস্বী, ওপেনার হিসেবে রাজস্থানকে বাড়তি ভরসা দিতে আসছেন এই তারকা ব্যাটসম্যান !!
IPL 2025 ম্যাচের সময়সূচি-
চেন্নাই সুপার কিংস (CSK) বনাম দিল্লী ক্যাপিটালস (DC)
ম্যাচ নং- ১৭
তারিখ- ০৫/০৪/২০২৫
ভেন্যু- এম এ চিদাম্বরম স্টেডিয়াম, চেন্নাই
সময়- দুপুর ৩টে ৩০ মিনিট (ভারতীয় সময়)
MA Chidambaram Stadium Pitch Report (পিচ রিপোর্ট)-

চেপকের পিচ বরাবরই খানিক মন্থর হয়। বাইশ গজে বল পড়ার পর খানিক থমকে ব্যাটে আসে তা। ফলে বড় শট খেলতে গিয়ে চ্যালেঞ্জের মুখে পড়েন ব্যাটাররা। শনিবারের চেন্নাই সুপার কিংস বনাম দিল্লী ক্যাপিটালস ম্যাচেও তেমন উইকেটই দেখতে পাওয়ার সম্ভাবনা। কার্যকরী ভূমিকা নিতে পারেন দুই দলের স্পিনাররা। এখনও পর্যন্ত চেন্নাইয়ের মাঠে আইপিএলের (IPL) ৮৭টি ম্যাচ আয়োজিত হয়েছে। এর মধ্যে প্রথম ব্যাটিং করতে নামা দল জিতেছে ৫০টি ম্যাচে। আর রান তাড়া করতে নামা দল জয় পেয়েছে বাকি ৩৭টি ম্যাচে। যেহেতু দুপুর বেলা খেলা সেহেতু আজকের ম্যাচে শিশির নির্ণায়ক ভূমিকা নেবে না।
Chennai Weather Forecast (আবহাওয়ার পূর্বাভাস)-

শনিবার দুপুরে মুখোমুখি চেন্নাই সুপার কিংস ও দিল্লী ক্যাপিটালস। ম্যাচের দিন চেন্নাইয়ের আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকলেও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। ফলে প্রকৃতির বাধার সামনে পড়তে হবে না ক্রিকেটকে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রী ও সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ২৮ ডিগ্রী সেলসিয়াসের আশেপাশে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকতে পারে ৭৩ শতাংশ। যা নিঃসন্দেহে অস্বস্তি বাড়াতে চলেছে ক্রিকেটারদের। খেলা চলাকালীন ১৬ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে হাওয়া বইতে পারে।
CSK vs DC হেড টু হেড পরিসংখ্যান-

- মোট ম্যাচ- ৩০
- চেন্নাইয়ের জয়- ১৯
- দিল্লীর জয়- ১১
- শেষ সাক্ষাতে ফলাফল- দিল্লী ২০ রানে জয়ী
টসের পর দুই অধিনায়কের মন্তব্য-

ঋতুরাজ গায়কোয়াড়-
আমরাও প্রথমে ব্যাটিং-ই করতাম। পিচ দেখে শুকনো মনে হচ্ছে। আকাশে মেঘ রয়েছে, ফলে পরে খুব একটা বদল দেখা যাবে না (পিচের চরিত্রে)। টি-২০ ক্রিকেটে আপনি সবসময়ই ছন্দে থাকতে চাইবেন। আমাদের মধ্যে ইতিবাচক আলোচনাই হয়েছে। ফিল্ডিং এমন একটি বিভাগ, যেখানে প্রতিদিন উন্নতির অবকাশ রয়েছে। আমইরা মাঠে উদ্যমী হতে চাই। আমার কনুই ঠিকই আছে। (জেইমি) ওভারটনের জায়গায় (ডেভন) কনওয়ে খেলছে। আর (রাহুল) ত্রিপাঠীর বদলে মুকেশ (চৌধুরী) খেলবে।
অক্ষর প্যাটেল-
আমরা প্রথম ব্যাটিং করবো। মনে হচ্ছে পরের দিকে বোলারদের জন্য পিচে বাড়তি সুবিধা থাকবে। যত খেলা গড়াবে ততই পিচ মন্থর হয়ে পড়বে বলে মনে হচ্ছে। আমাদের দলে এমন বেশ কয়েকজন ক্রিকেটার রয়েছেন, যাঁরা বিভিন্ন সময়ে নানান ফ্র্যাঞ্চাইজির নেতৃত্ব দিয়েছেন। সেটা আমায় যথেষ্ট সাহায্য করে। আমরা একই কম্বিনেশন নিয়ে মাঠে নামছি। তবে দুর্দাগ্যজনক ভাবে ফাফ (দু প্লেসি) আজকের ম্যাচ খেলতে পারছে না। ওর বদলে সমীর রিজভি খেলছে।
দুই দলের প্রথম একাদশ-

চেন্নাই সুপার কিংস (CSK)-
রচিন রবীন্দ্র, ডেভন কনওয়ে, ঋতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), বিজয় শঙ্কর, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), রবিচন্দ্রণ অশ্বিন, মাথিশা পথিরাণা, নূর আহমেদ, খলিল আহমেদ, মুকেশ চৌধুরী।
ইমপ্যাক্ট প্লেয়ার- শিবম দুবে, জেইমি ওভারটন, সাইক রশিদ, কমলেশ নাগারকোটি, নাথান এলিস।
দিল্লী ক্যাপিটালস (DC)-
জেক ফ্রেজার-ম্যাকগার্ক, অভিষেক পোড়েল, কে এল রাহুল (উইকেটরক্ষক), ট্রিস্টান স্টাবস, সমীর রিজভি, আশুতোষ শর্মা, বিপ্রজ নিগম, অক্ষর প্যাটেল, মিচেল স্টার্ক, কুলদীপ যাদব, মোহিত শর্মা।
ইমপ্যাক্ট প্লেয়ার- মুকেশ কুমার, ত্রিপুরানা বিজয়, দর্শন নলকাণ্ডে, করুণ নায়ার, ডোনোভান ফেরেইরা।
CSK vs DC টস রিপোর্ট-
টসে জিতে প্রথম ব্যাটিং-এর সিদ্ধান্ত নিয়েছে দিল্লী ক্যাপিটালস।