IPL 2025: অপ্রতিরোধ্য দিল্লী ক্যাপিটালস। বিশাখাপত্তনমের ‘হোম গ্রাউন্ডে’ এর আগে লক্ষ্ণৌ সুপারজায়ান্টস ও সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে জয় পেয়েছিলেন অক্ষর প্যাটেলরা। আজ চেন্নাইয়ের বিপক্ষে মরসুমের প্রথম অ্যাওয়ে ম্যাচেও ২ পয়েন্ট ছিনিয়ে নিলেন তাঁরা। ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে পৌঁছে গেলেন পয়েন্ট তালিকার শীর্ষস্থানে। টসে জিতে প্রথম ব্যাটিং-এর সিদ্ধান্ত নিয়েছিলো দিল্লী। শূন্যতে ফ্রেজার-ম্যাকগার্ক ফিরলেও অভিষেক পোড়েল ও কে এল রাহুলের জুটি ম্যাচে ফেরায় তাদের। নতুন ফ্র্যাঞ্চাইজির হয়ে আজ প্রথম অর্ধশতক রাহুলের। নির্ধারিত ২০ ওভারে দিল্লী ক্যাপিটালস স্কোরবোর্ডে তোলে ১৮৩ রান। নড়বড়ে চেন্নাই-এর পক্ষে আর সম্ভব হয় নি ১৮৪ রান তাড়া করে জয় ছিনিয়ে নেওয়া। বিজয় শঙ্করের মরিয়া অর্ধশতক ও মহেন্দ্র সিং ধোনি’র ক্যামিও সাফল্য এনে দিতে পারে নি পাঁচ বারের চ্যাম্পিয়নদের। ২৫ রানের ব্যবধানে হারলো তারা।
Read More: IPL 2025, PBKS VS RR TOSS REPORT IN BENGALI: টস জিতলো পাঞ্জাব, গুরুত্বপূর্ণ ম্যাচে রাজস্থান দলে এন্ট্রি নিলেন ‘কাশ্মীরি এক্সপ্রেস’ !!
অনবদ্য ইনিংস রাহুলের-

জেক ফ্রেজার-ম্যাকগার্কের অফ ফর্ম অব্যাহত। আজ প্রথম ওভারেই খলিল আহমেদকে লং-অনের উপর দিয়ে মারতে গিয়ে ক্যাচ তুলে দেন অশ্বিনের হাতে। দিল্লী যখন প্রথম উইকেট হারায় তখন স্কোরবোর্ডে শূন্য রান। এরপর পালটা আক্রমণের শুরুটা করেন অভিষেক পোড়েল। সানরাইজার্সের বিরুদ্ধে অপরাজিত ৩৮ করেছিলেন হুগলীর তরুণ। আজও ৩৩ রানের কার্যকরী ইনিংস এলো তাঁর ব্যাট থেকে। অক্ষর প্যাটেল (২১), সমীর রিজভি (২০) রাও অবদান রেখেছেন ব্যাট হাতে। তবে দিল্লী ব্যাটিং-এর প্রধান মুখ আজ কে এল রাহুল। ফাফ দু প্লেসি না খেলায় ওপেন করতে নেমেছিলেন তিনি। ২০তম ওভারে আউট হওয়ার আগে করেন ৭৭ রান। ৬টি বাউন্ডারি ও ৩টি ছক্কা হাঁকান তিনি। তাঁর মন্থর ব্যাটিং নিয়ে একটা সময় প্রচুর সমালোচনা হয়েছিলো। আজ ১৫০’র বেশী স্ট্রাইক রেটে খেলে নিন্দুকদের মুখ বন্ধ করালেন তিনি।
শুরুতেই ধাক্কা খায় চেন্নাই ব্যাটিং-

চেপকের মন্থর পিচে ১৮৪ রান তাড়া করা খুব একটা সহজ কাজ নয়। পাওয়ার প্লে’তে কার্যকরী ভূমিকা নিতে হত টপ-অর্ডারকে। কিন্তু আজ হতাশই করলেন রচিন, ঋতুরাজ’রা। নিউজিল্যান্ডের তরুণ অলরাউন্ডার সাজঘরে ফেরেন ম্যাচের দ্বিতীয় ওভারেই। করেন ৬ রান। অধিনায়ক ঋতুরাজও তিন নম্বরে নেমে আউট হন ৩ করে। আজ রাহুল ত্রিপাঠীর বদলে ডেভন কনওয়েকে ওপেনিং-এ নামিয়েছিলেন কোচ স্টিফেন ফ্লেমিং। হতাশ করলেন তিনিও। ১৩ রান করার পর বিপ্রজ নিগমের বলে অক্ষর প্যাটেলের হাতে ক্যাচ তুলে বসেন তিনি। ব্যাট হাতে আজ দক্ষতার প্রমাণ দেওয়ার সুযোগ পান নি বিপ্রজ। কিন্তু বল হাতে সারপ্রাইজ প্যাকেজ হয়ে উঠলেন তিনি। ১৮ রানের মাথায় ফেরান শিবম দুবেকেও। রানের মুখ দেখে নি রবীন্দ্র জাদেজা। ২ করে কুলদীপের শিকার হন তিনি।
কাজে এলো না শঙ্করের অর্ধশতক-

হলুদ জার্সিতে আজ একমাত্র উজ্জ্বল মুখ বিজয় শঙ্কর। পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে তিনি অপরাজিত রইলেন ৫৪ বলে ৬৯ রান করে। কিন্তু দলকে জয় এনে দিতে পারলেন না তিনি। অপর প্রান্তে অপরাজিত রইলেন মহেন্দ্র সিং ধোনি’ও। ২৬ বলে ৩০ করেন তিনি। নির্ধারিত ২০ ওভারে চেন্নাই থামে ১৫৮ রানে। দিল্লীর জার্সিতে ২৭ রান খরচ করে ২ উইকেট নিয়ে নায়ক বিপ্রজ নিগম। ১টি করে সাফল্য স্টার্ক, মুকেশ ও কুলদীপের।ক্যাপিটালস শিবিরে যখন আলোর রোশনাই, তখন অন্ধকারে ঢেকেছে চেন্নাই ডাগ-আউট। চলতি আইপিএলে চার ম্যাচ খেলে এই নিয়ে তৃতীয় হারের সম্মুখীন তারা। ২ পয়েন্ট ও -০.৭৭১ নেট রান-রেট নিয়ে এই মুহূর্তে তারা নেমে গিয়েছে পয়েন্ট তালিকার নয় নম্বরে। ষষ্ঠ ট্রফির আশা জাগিয়ে রাখতে গেলে দ্রুত যে ছন্দে ফিরতে হবে সে বিষয়ে সন্দেহ নেই।