IPL 2025, CSK vs DC HIGHLIGHTS: ১৫ বছর পর চেন্নাইকে চেপকে পরাস্ত করলো দিল্লি, জয়ের হ্যাটট্রিক করে পৌঁছে গেল পয়েন্ট তালিকার শীর্ষে !! 1

IPL 2025: পরিসমাপ্তি ঘটলো চেন্নাই সুপার কিংস বনাম দিল্লি ক্যাপিটালসের লড়াই। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন দিল্লির ক্যাপ্টেন অক্ষর প্যাটেল (Axar Patel)। প্রথমে ব্যাটিং করতে এসে ৬ উইকেটে ১৫৮ রান বানায় দিল্লি ক্যাপিটালস। জবাবে চেন্নাই সুপার কিংস দল ৫ উইকেটে ১৫৮ রান বানাতে সক্ষম হয়েছে। ২৫ রানে আজকের ম্যাচটি জয় করে নিলো দিল্লি।

প্রথম ওভারেই উইকেট হারায় দিল্লি

Ipl 2025
Khaleel Ahmed | Image: Getty Images

ফাফ ডু প্লেসিসের অনুপস্থিতিতে ওপেনিং ব্যাটিং করতে এসেছিলেন কেএল রাহুল। এই মৌসুমে গত দুই ম্যাচে ওপেনিং করা জেক ফ্রেজার ম্যাগরুক এখনও তাঁর ছন্দ খুঁজে পাননি। চেন্নাইয়ের হয়ে প্রথম ওভারে বোলিং করতে আসেন খলিল আহমেদ। আবার একবার আজকের ম্যাচে প্রথম ওভারে জেক ফ্রেজারকে প্যাভিলিয়ন ফেরালেন। এই মৌসুমে তৃতীয় বার প্রথম ওভারে উইকেট সুনিশ্চিত করলেন খলিল।

অভিষেক-রাহুলের মধ্যে গড়ে ওঠে পার্টনারশিপ

দিল্লির হয়ে, তিনে ব্যাটিং করতে আসেন অভিষেক পোরেল। অভিষেক এবারের আইপিএলে বেশ কয়েকটি ক‍্যামিও খেলেছেন। আজকেও পাওয়ার প্লের ভিতর ব্যাটিং করতে এসে ২০ বলে ৩৩ রান বানিয়ে ফেলেছিলেন। তাকে বেশ সঙ্গ দিয়েছিলেন কেএল রাহুলও। পাওয়ার প্লের ভিতর ৫১ রান তুলেছিলেন দুজনেই।

জাদেজার বোলিংয়ে উইকেট হারান অভিষেক

পাওয়ার প্লে শেষ হলে বোলিং করতে আসেন রবীন্দ্র জাদেজা। বল হাতে প্রথম ওভারেই অভিষেক পোরেলকে প্যাভিলিয়ন ফেরান। চারে ব্যাটিং করতে আসেন ক্যাপ্টেন অক্ষর প্যাটেল। ১৪ বলে দুটি চার ও ১টি ছক্কায় ২১ রান বানান। অক্ষরের দুর্দান্ত ক্যামিও ইনিংসটি ভেঙে দেন নূর আহমেদ। নূরের গুগলি পড়তে ব্যার্থ হয়েছিলেন অক্ষর এবং হারিয়ে ফেলেন নিজের উইকেট।

অর্ধ-শতরানের ইনিংস খেলেন রাহুল

Ipl 2025
KL Rahul | Image: Getty Images

আজ ফাফ ডু প্লেসিসের অনুপস্থিতি বোধ করতে দেননি কেএল রাহুল। ব্যাট হাতে তিনি অর্ধশতরানের দুরন্ত ইনিংস খেলেন। ১৪তম ওভারের দ্বিতীয় বলেই নিজের আইপিএল ক্যারিয়ারের ৩৮তম অর্ধশতরান পূরণ করেন রাহুল।

চেন্নাইয়ের সামনে বড় রান করে দিল্লি

আজকের ম্যাচে দিল্লি দলের হয়ে সবাই কমবেশি ইনপুট রেখেছেন রাহুল ৫১ বলে ছয়টি চার এবং তিনটি ছক্কায় ১৫০.৯৮ স্ট্রাইক রেটে ৭৭ রানের একটি দুরন্ত ইনিংস খেলেছেন। শুধু তাই নয় মধ্য ওভারে ব্যাটিং করতে আসা সময় সমীর রিজভীর ব্যাট থেকে এসেছে ১৫ বলে ২০ রান। তিনিও একটি চার ও একটি ছক্কা হাঁকিয়েছিলেন। শেষের দিকে দক্ষিণ আফ্রিকান তারকা অলরাউন্ডার ট্রিস্টান স্টাবস ১২ বলে দুইটি চার ও একটি ছক্কায় ২৪ রানের দুরন্ত ইনিংস খেলে দিল্লিকে ১৮৩ রানে পৌঁছে দিয়েছিলেন।

আবার ব্যার্থ চেন্নাইয়ের টপ অর্ডার

প্রথম তিন ম্যাচে রীতিমতন ব্যর্থ ছিলেন রাহুল ত্রিপাঠি, তার পরিবর্তে আজ নিউজিল্যান্ডের তারকা ওপেনার ডেভন কনওয়েকে সুযোগ দিয়েছিল চেন্নাই। ওপেনিং করতে আসা রাচিন রবীন্দ্রকে দ্বিতীয় ওভারেই প্যাভিলিয়নে ফিরিয়ে দেন মুকেশ কুমার। ছয় বলে তিন রান বানিয়ে মুকেশের হাতে সহজ ক্যাচ তুলে প্যাভেলিয়ানে ফেরেন রাচিন রবীন্দ্র। তিনে ব্যাটিং করতে আসেন ক্যাপ্টেন ঋতুরাজ, স্টার্কের প্রথম বলে দুরন্ত একটি চার মেরে ইনিংসের সূচনা করেন তিনি। তবে চতুর্থ বলেই নিজের উইকেট হারিয়ে ফেলে ঋতুরাজ। চার বলে মাত্র পাঁচ লাইন বানিয়ে প্যাভিলিয়নে ফিরতে হয়েছে তাকে। পাওয়ার প্লের ভিতরেই তৃতীয় উইকেটের পতন ঘটে চেন্নাই সুপার কিংসের। ১৪ বলে মাত্র ১৩ রানের ইনিংস খেলে নিজের উইকেট হারিয়ে ফেলেন তিনি।

নাস্তাবাবুদ চেন্নাইয়ের মিডিল অর্ডার

Ipl 2025
Vijay Shankar | Image: Getty Images

এবারের আইপিএলে চেন্নাই সুপার কিংস দলে সবথেকে বড় ব্যর্থতা হল দলের মিডল অর্ডার। প্রথম কয়েকটি ম্যাচে দীপক হুদাকে সুযোগ দিয়েছিল চেন্নাই। তবে সেই সুযোগ কাজে লাগাতে পারেনি তিনি। তার পরিবর্তে গত ম্যাচ থেকে বিজয় শংকরকে দলে জায়গা দিয়েছে চেন্নাই। ব্রিগেড। আজকের ম্যাচ ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে ব্যাটিং করতে আসা শিবম দুবের ব্যাট শান্ত ছিল। এই মৌসুমে স্পিনারদের বলেই চূড়ান্তভাবে ব্যর্থ হচ্ছেন তিনি ১৫ বল খেলে ১৮ রান বানিয়ে প্যাভেলিয়ানে ফেরেন দুবে।

৭৪ রানে অর্ধেক চেন্নাই খেলোয়াড় উইকেট হারিয়ে ফেলেন

আজ লোয়ার মিডিল অর্ডারে ব্যাটিং করার সুযোগ এসেছিল রবীন্দ্র জাদেজা। প্রথম থেকেই তাকে বেশ ছন্দ ছাড়া মনে হচ্ছিল। কুলদীপ যাদবের গুগলি বুঝতে না পেরে এলবিডব্লিউ বোল্ড হন।  পাঁচ বলে মাত্র ২ রান বানিয়ে ফিরতে হয়েছে তাকে। ৭৪ রানের মাথায় পাঁচ উইকেট হারিয়ে ফেলে সুপার কিংস।

২৫ রানে ম্যাচ জিতলো দিল্লি

IPL 2025, CSK vs DC HIGHLIGHTS: ১৫ বছর পর চেন্নাইকে চেপকে পরাস্ত করলো দিল্লি, জয়ের হ্যাটট্রিক করে পৌঁছে গেল পয়েন্ট তালিকার শীর্ষে !! 2
DC | Image: Getty Images

৫ উইকেট হারানোর পর দলের ভরসা ছিলেন বিজয় শংকর (Vijay Shankar) এবং এমএস ধোনি (MS Dhoni)। চেন্নাইয়ের জার্সিতে প্রথম অর্ধ-শতরান হাঁকালেন বিজয় শংকর। ৫৪ বলে ৫টি চার এবং ১টি ছক্কায় ৬৯ রান বানান তিনি। পাশাপশি, এমএস ধোনি ২৬ বলে ৩০ রানের ইনিংস খেলে চেন্নাইকে ১৫৮ রানে পৌঁছে দেন। ২৫ রানে ম্যাচ জিতলো দিল্লি।

Read Also: IPL 2025: “গোয়েঙ্কা নিশ্চয়ই হাত কামড়াচ্ছেন…” দিল্লীর জার্সিতে দুরন্ত রাহুল, LSG’র মালিককে নিশানা নেটজনতার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *