ipl-2025-csk-retention-and-release

২৯ সেপ্টেম্বর আইপিএলের (IPL) রিলিজ ও রিটেনশন সংক্রান্ত নানাবিধ তথ্য প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। পাঁচটি রিটেনশনের ছাড়পত্র দেওয়া হয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলিকে। রিটেনশন স্লটের অর্থমূল্য’ও ঘোষণা করে দেওয়া হয়েছে তাদের পক্ষ থেকে। প্রথম তিনটি স্লটের জন্য খরচ করতে হবে যথাক্রমে ১৮, ১৪ ও ১১ কোটি টাকা। চতুর্থ ও পঞ্চম স্লটের জন্য লাগবে আরও ১৮ ও ১৪ কোটি। পাঁচ বারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস (CSK) অবশ্যই ধরে রাখবে তাদের অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়’কে (Ruturaj Gaikwad)। সাথে ‘থালাপতি’ রবীন্দ্র জাদেজা’ও (Ravindra Jadeja) থাকছেন রিটেনশন লিস্টে। তৃতীয় নামটি হতে পারে অলরাউন্ডার শিবম দুবের (Shivam Dube)। একমাত্র বিদেশী হিসেবে রিটেনশন তালিকায় জায়গা পাওয়ার সম্ভাবনা মাথিশা পথিরাণা’র। এছাড়াও মহেন্দ্র সিং ধোনিকেও ‘রিটেন’ করতে চলেছে তারা।

Read More: IND vs BAN 1st T20i: অভিষেক হচ্ছে তরুণ পেসারের, বাংলাদেশ বধে সূর্যকুমারের ‘ব্রহ্মাস্ত্র’ হবেন এই ক্রিকেটার !!

আনক্যাপড হিসেবে ‘রিটেন’ হবেন ধোনি-

MS Dhoni | IPL | Image: Getty Images
MS Dhoni | Image: Getty Images

আগামী আইপিএলের (IPL) সময় মহেন্দ্র সিং ধোনি’র (MS Dhoni) বয়স দাঁড়াবে ৪৪-এর কাছাকাছি। তাঁকে বিশাল অর্থ খরচ করে রিটেন করা নিয়ে দ্বিধায় ছিলো চেন্নাই সুপার কিংস (CSK) ফ্র্যাঞ্চাইজি। পাঁচ বারের চ্যাম্পিয়নদের জন্য কাজটা সহজ করে দিয়েছে খোদ বিসিসিআই। তারা ফিরিয়ে এনেছে ২০২১ সালের আগের নিয়ম। এই নিয়মানুযায়ী পাঁচ বছর আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে থাকা বা বিসিসিআই-এর কেন্দ্রীয় চুক্তিতে না থাকা কোনো ক্রিকেটার’কে আনক্যাপড হিসেবে ধরা যাবে। ধোনি (MS Dhoni) ২০১৯ সালে শেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলেছিলেন, তারপর পাঁচ বছরের বেশী সময় কেটে গিয়েছে। ফলে তাঁকে আনক্যাপড ধরতে বাধা নেই। আনক্যাপড তারকাদের জন্য বিশাল অর্থ খরচ করতে হবে না ফ্র্যাঞ্চাইজিদের। তাদের জন্য ৪ কোটি টাকা অর্থমূল্য বেঁধে দিয়েছে বোর্ড। ফলে ‘থালা’কে ‘রিটেন’ করতে বিশেষ কাঠখড় পোড়াতে হবে না চেন্নাইকে।

রিলিজ তালিকায় থাকছেন ২০ ক্রিকেটার-

Ruturaj Gaikwad and Devon Conway | Image: Getty Images
Ruturaj Gaikwad and Devon Conway | Image: Getty Images

৩১ জুলাই ফ্র্যাঞ্চাইজিদের সাথে বৈঠক করেছিলো বিসিসিআই। সেখানে ৭ থেকে ৮টি রিটেনশনের দাবী জানিয়েছিলো আইপিএল (IPL) দলগুলি। কিন্তু তা মানে নি বোর্ড। পক্ষান্তরে ৫টি রিটেনশন ও ১টি আরটিএম-এর সিদ্ধান্তের সিলমোহর দেওয়া হয়েছে। চাইলেও তাই পুরনো স্কোয়াডের ছয় জনের বেশী ক্রিকেটারকে ধরে রাখতে পারবে না চেন্নাই সুপার কিংস (CSK)। তারা ১৪ কোটি টাকা দিয়ে গত বার কিনেছিলো নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল’কে (Daryl Mitchell)। ছেড়ে দিতে হবে তাঁকে। বাদের খাতায় নাম লেখাবেন ৮.৪ কোটির সমীর রিজভি’ও। হলুদ জার্সিতে বেশ কয়েক মরসুম দাপিয়ে খেলেছেন ডেভন কনওয়ে, অজিঙ্কা রাহানে, দীপক চাহার, মহেশ তীক্ষণা’রা। আপাতত ‘রিলিজ’ তালিকায় ঠাঁই হচ্ছে তাঁদের মত অনেকের।

রিলিজ হতে পারেন যাঁরা-

ডেভন কনওয়ে ✈, সমীর রিজভি, রচিন রবীন্দ্র ✈, অজিঙ্কা রাহানে, সাইক রশিদ, আরাভাল্লি অবিনাশ, ড্যারিল মিচেল ✈, মঈন আলি ✈, নিশান্ত সিন্ধু, অজয় মণ্ডল, দীপক চাহার, শার্দুল ঠাকুর, সিমরনজিৎ সিং, তুষার দেশপাণ্ডে, মুকেশ চৌধুরী, রাজবর্ধন হাঙ্গারগেকর, মুস্তাফিজুর রহমান ✈, মহেশ তীক্ষণা ✈, মিচেল স্যান্টনার ✈, প্রশান্ত সোলাঙ্কি, রিচার্ড গ্লিসন ✈।

*✈-বিদেশী ক্রিকেটার।

RTM ব্যবহৃত হতে পারে কিউই তারকার জন্য-

Rachin Ravindra | IPL | Image: Getty Images
Rachin Ravindra | IPL | Image: Getty Images

২০২৫-এর আইপিএল (IPL) মেগা অকশনে আরটিএম বা রাইট টু ম্যাচের বিকল্প’ও থাকছে ফ্র্যাঞ্চাইজিদের কাছে। এই পদ্ধতিতে যে কোনো একজনকে ধরে রাখতে পারে দল। ‘রিলিজ’ করা কোনো তারকা নিলামে নাম লিখিয়ে সর্বোচ্চ যে অর্থ পাবেন তার সমমূল্য প্রদান করে তাঁকে ফেরাতে পারে দল। ২০২২-এর মেগা নিলামে ছিলো না আরটিএম। তবে এবার ফেরানো হয়েছে তা। বিশেষজ্ঞদের ধারণা চেন্নাই সুপার কিংস (CSK) এই আরটিএম বিকল্প ব্যবহার করতে পারে নিউজিল্যান্ডের তরুণ অলরাউন্ডার রচিন রবীন্দ্রের (Rachin Ravindra) জন্য। প্রতিভাবান তারকা গত মরসুমে বেশ কিছু ম্যাচে ওপেন করতে নেমে ভালো খেলেছিলেন। তাঁকে ২০২৩-এর ডিসেম্বরে মিনি নিলামে মাত্র ১.৫ কোটিতে কিনেছিলো চেন্নাই (CSK)। আগামী মেগা অকশনে তাঁর দাম বাড়ার’ই সম্ভাবনা। ৫ কোটি বা তার বেশীও খরচ করতে হতে পারে চেন্নাই সুপার কিংস-কে।

Also Read: IPL 2025: “হাতছাড়া করা যাবে না কোনোমূল্যেই…” এই তারকাকে নিয়ে বড়সড় ভবিষ্যদ্বাণী আকাশ চোপড়া’র !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *