ipl-2025-csk-probable-strongest-xi

IPL 2025: আগামী ২৩ এপ্রিল মাঠে নামছে পাঁচ বারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস (CSK)। গত মরসুমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচটি হেরে ছিটকে যেতে হয়েছিলো প্লে-অফের দৌড় থেকে। সেই ব্যর্থতার স্মৃতি মুছে মাঠে নামতে মরিয়া তারা। এবারই সম্ভবত আইপিএলে (IPL) শেষবার দেখা যাবে মহেন্দ্র সিং ধোনি’কে। কিংবদন্তি তারকাকে কেরিয়ারের ষষ্ঠ ট্রফি জিতিয়েই বিদায় জানাতে চাইবেন ঋতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad), রবীন্দ্র জাদেজারা (Ravindra Jadeja)। স্কোয়াডে একঝাঁক রদবদলের পথে হেঁটেছে ফ্র্যাঞ্চাইজি। মেগা নিলাম থেকে দলে সামিল করা হয়েছে বেশ কয়েকজন তারকাকে। এবার দলকে সাফল্যে এনে দেওয়ার দায়িত্ব থাকবে তাঁদের কাঁধে। জোরকদমে চলছে অনুশীলন। শেষমেশ কারা জায়গা পান প্রথম একাদশে তা জানতেই মুখিয়ে রয়েছেন সমর্থকেরা।

Read More: IPL 2025: ৩ টি শক্তিশালী দিক যার জন্য পাঞ্জাব কিংসের হাতে উঠবে আইপিএল ট্রফি !!

ছয়ে ধোনি, ওপেনিং জুটি ইউএসপি চেন্নাইয়ের-

Shivam Dube | IPL | Image: Getty Images
Shivam Dube | Image: Getty Images

চেন্নাই সুপার কিংসের হয়ে আসন্ন আইপিএলে (IPL) ওপেনিং করবেন অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়। তাঁর সঙ্গী হতে চলেছেন নিউজিল্যান্ডের রচিন রবীন্দ্র (Rachin Ravindra)। দুর্দান্ত ফর্মে রয়েছেন তরুণ অলরাউন্ডার। সম্প্রতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে জোড়া শতরান করেছেন তিনি। পেয়েছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরষ্কার’ও। ফ্র্যাঞ্চাইজি টি-২০’র আসরেও সেই ধারাবাহিকতা বজায় রাখাই লক্ষ্য হবে তাঁর। ডেভন কনওয়ে রয়েছেন চেন্নাই স্কোয়াডে। কিন্তু বর্তমান ফর্মের নিরিখে ওপেনার হিসেবে অগ্রাধিকার পেতে পারেন রচিনই। তিন নম্বরে দেখা যেতে পারে রাহুল ত্রিপাঠীকে (Rahul Tripathi)। গত মেগা নিলামে সানরাইজার্স হায়দ্রাবাদ থেকে চেন্নাইতে (CSK) যোগ দিয়েছেন তিনি। পাওয়ার প্লে’তে তাঁর আগ্রাসী ক্রিকেট সাফল্য এনে দিতে পারে দলকে। চারে আরও একবার দেখা যাবে শিবম দুবে’কে। প্রতিপক্ষের স্পিন আক্রমণকে নিশানা করতে পারেন মুম্বইয়ের অলরাউন্ডার।

হলুদ জার্সিতে পাঁচ নম্বরে ব্যাটিং করতে পারেন ইংল্যান্ড অলরাউন্ডার স্যাম কারান (Sam Curran)। ২০২০ ও ২০২১ মরসুমে চেন্নাই সুপার কিংসে ছিলেন তিনি। বছর চারেক পর প্রত্যাবর্তন হতে চলেছে তাঁর। মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) কোন পজিশনে ব্যাটিং করবেন তা নিয়ে আগ্রহ রয়েছে ক্রিকেটজনতার। বিশেষজ্ঞদের মতে ২০২৫-এর আইপিএলে (IPL) সিএসকে’র ‘থালা’কে দেখা যেতে পারে ছয় নম্বরে। কেরিয়ারের অধিকাংশ সময়েই ‘ফিনিশার’-এর ভূমিকায় দেখা গিয়েছে কিংবদন্তি ক্রিকেটারকে। সম্ভাব্য শেষ মরসুমেও পছন্দের পজিশনেই ব্যাটিং করতে পারেন তিনি। সাত নম্বরে ব্যাট হাতে দেখা যেতে পারে রবীন্দ্র জাদেজাকে (Ravindra Jadeja)। সদ্য চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছেন তারকা অলরাউন্ডার। আইপিএলেও (IPL) ট্রফি জয়ের ধারা বজায় রাখতে চাইবেন তিনি। প্রয়োজনে ধোনি’র সাথে ব্যাটিং অর্ডার অদলবদলও হতে পারে তাঁর।

দুই পেসার ও দুই স্পিনারে আস্থা সুপার কিংসের-

MS Dhoni and Matheesha Pathirana | Image: Getty Images
MS Dhoni and Matheesha Pathirana | Image: Getty Images

চেপকের মন্থর পিচে কার্যকরী ভূমিকা নেবেন স্পিনাররা। বিষয়টি মাথায় রেখেই একাদশ সাজাতে পারেন কোচ স্টিফেন ফ্লেমিং। দুই বিশেষজ্ঞ স্পিনার রবিচন্দ্রণ অশ্বিন (Ravindra Jadeja) ও নূর আহমেদকে (Noor Ahmed) মাঠে নামাতে পারেন তিনি। সাথে বাড়তি স্পিন বিকল্প হিসেবে চেন্নাই সুপার কিংস একাদশে থাকছেন রবীন্দ্র জাদেজা ও রচিন রবীন্দ্র। হোম ম্যাচে দু’জন বিশেষজ্ঞ পেসারকে মাঠে নামানো হতে পারে। শ্রীলঙ্কার মাথিশা পথিরাণা’র (Matheesha Pathirana) খেলা নিশ্চিত। তাঁর সঙ্গী হতে পারেন অংশুল কম্বোজ (Anshul Kamboj)। ঘরোয়া ক্রিকেটে এবার যথেষ্ট ভালো পারফর্ম করেছেন তিনি। আইপিএলে নিজেকে মেলে ধরতে পারেন কিনা সেদিকে নজর থাকবে সকলের। অ্যাওয়ে ম্যাচে পরিস্থিতি বুঝে নূর আহমেদ’কে বাইরে রেখে জেইমি ওভারটন বা নাথান এলিসকেও চতুর্থ বিদেশী হিসেবে খেলানো হতে পারে। চেন্নাইয়ের ইমপ্যাক্ট প্লেয়ার হতে পারেন মুকেশ চৌধুরী, বিজয় শঙ্কররা।

চেন্নাইয়ের সম্ভাব্য সেরা একাদশ-

ঋতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), রচিন রবীন্দ্র ✈️, রাহুল ত্রিপাঠী, শিবম দুবে, স্যাম কারান ✈️, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রণ অশ্বিন, অংশুল কম্বোজ, মাথিশা পথিরাণা ✈️, নূর আহমেদ/নাথান এলিস/জেইমি ওভারটন ✈️।

Also Read: IPL 2025: ট্রফি জিততে নতুন কৌশল অবলম্বন করেছেন প্রীতি জিন্টার পাঞ্জাব, চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *