IPL 2025: ২০২৪ সালে আইপিএলে (IPL) বাজিমাত করেছিলো কলকাতা নাইট রাইডার্স। এক দশকের অপেক্ষার পর তৃতীয় বারের জন্য ট্রফি জিতেছিলো তারা। সাফল্যের পর অবশ্য বিস্তর রদবদল দেখা গিয়েছে বেগুনি-সোনালী শিবিরের অন্দরে। আইপিএলে মেন্টরের পদ ছেড়ে ভারতীয় দলের কোচের আসনে বসেছেন গৌতম গম্ভীর। ট্রফিজয়ী অধিনায়ক শ্রেয়স আইয়ারের সাথে বিচ্ছেদ হয়েছে ফ্র্যাঞ্চাইজির। এবার নতুন উদ্যমে খেতাব রক্ষার লড়াইতে নামছে ‘সিটি অফ জয়’-এর দল। অধিনায়কের সিংহাসনে বসেছেন অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, রমনদীপ সিং, আন্দ্রে রাসেল, সুনীল নারাইনদের মত চেনা মুখদের পাশাপাশি থাকছেন অনরিখ নর্খিয়া, ক্যুইন্টন ডি ককদের মত নতুন তারকারা। নিলামের বাইরেও নাইটদের স্ট্র্যাটেজি নির্মাণ নজর কেড়েছে। তারা নেট বোলার হিসেবে এনেছে চেতন সাকারিয়ার (Chetan Sakariya) মত ঘরোয়া ক্রিকেটের পরিচত নাম’কে।
Read More: IPL 2025: উদ্বোধনী অনুষ্ঠানের জন্য সেজে উঠছে এই শহর, উপস্থিত থাকবেন একাধিক বলিউড তারকা !!
নেট বোলার হিসেবে থাকছেন সাকারিয়া-

ডান হাতি পেসার চেতন সাকারিয়া আইপিএলের (IPL) আসরে প্রথম নজর কেড়েছিলেন ২০২১ সালে। রাজস্থান রয়্যালসের (RR) জার্সিতে ১৪ ম্যাচে তুলে নিয়েছিলেন ১৪ উইকেট। ভাইরাল হয়েছিলো তাঁর ‘ওয়াকান্ডা ফরএভার’ উইকেট সেলিব্রেশন। ২০২২ ও ২০২৩-এর আইপিএলে সাকারিয়াকে (Chetan Sakariya) দেখা গিয়েছে দিল্লী ক্যাপিটালসের (DC) জার্সিতে। তৎকালীন দিল্লী কোচ রিকি পন্টিং অবশ্য বিশেষ সুযোগ দেন নি তাঁকে। ২০২৪-এর মিনি নিলামে নাম লেখান তিনি। সাকারিয়া’কে দলে সামিল করে কলকাতা নাইট রাইডার্স (KKR)। ট্রফি জয়ী শিবিরে থাকলেও হর্ষিত রাণা, বৈভব আরোরা, মিচেল স্টার্কদের সরিয়ে প্রথম এগারোয় জায়গা করে নিতে পারেন নি তিনি। গত বছর মাঠে নামার সুযোগ না পেলেও নাইটদের সাথে সম্পর্কে অবশ্য ছেদ পড়ে নি তাঁর। মেগা নিলামে দল না পেলেও নেট বোলার হিসেবে ফিরেছেন আবার বেগুনি-সোনালী শিবিরেই।
ভেঙ্কটেশ, অজিঙ্কাদের প্রস্তুতিতে সাহায্য করবেন ২৭ বর্ষীয় চেতন সাকারিয়া (Chetan Sakariya)। মাত্র ২ লক্ষ টাকা বেতন পাবেন তিনি। এই দামে আইপিএল ও আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতাসম্পন্ন নেট বোলারকে পেয়ে নাইট রাইডার্স যে লাভবানই হবে তা মানতে দ্বিধা নেই ক্রিকেট বিশেষজ্ঞদের। সূত্র মারফত জানা গিয়েছে যে আইপিএল (IPL) চলাকালীন নাইটদের প্রধান স্কোয়াডের কোনো বোলার যদি আহত হন, সেক্ষেত্রে তাঁর বদলি হিসেবে সাকারিয়াকে খেলোয়াড় হিসেবে নথিভুক্ত’ও করানো হতে পারে। চোট সারিয়ে অনরিখ নর্খিয়া শিবিরে যোগ দিলেও চিন্তা রয়েছে জম্মু এক্সপ্রেস উমরান মালিককে (Umran Malik) নিয়ে। সম্পূর্ণ ফিট নন তিনি। যদি চোটের কারণে তিনি সম্পূর্ণ মরসুমে মাঠে না নামতে পারেন সেক্ষেত্রে শিকে ছিঁড়তে পারে সাকারিয়ার ভাগ্যে। এখনই অবশ্য মূল টুর্নামেন্টে খেলার কথা ভাবতে রাজী নন তরুণ পেসার। নেট বোলার হিসেবেই দায়িত্ব সামলাচ্ছেন তিনি।
চেতন সাকারিয়ার কেরিয়ার পরিসংখ্যান-

সৌরাষ্ট্রের চেতন সাকারিয়া (Chetan Sakariya) ঘরোয়া ক্রিকেটে পথচলা শুরু করেন ২০১৮ সালে। এখনও অবধি ২৯টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন তিনি। তুলে নিয়েছেন ৯০ টি উইকেট। ৫ বার ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার নজির গড়েছেন চেতন। লিস্ট-এ ফর্ম্যাটে ২৩টি ম্যাচ খেলেছেন। ২৭.৫৬ গড়ে তুলে নিয়েছেন ৩৭টি উইকেট। ৪৬টি টি-২০ ম্যাচে তাঁর উইকেটের সংখ্যা ৬৫। বোলিং গড় ২০.১১। পাওয়ার-প্লে ও ডেথ ওভারে বোলিং করেন তিনি। তার পরেও তাঁর ইকোনমি রেট ৭.৬৯। যা বেশ চমকপ্রদ বলে মত ক্রিকেটবোদ্ধাদের। আইপিএলে (IPL) এখনও অবধি ১৯ ম্যাচ খেলে ২০টি উইকেট নিয়েছেন তিনি। সুযোগ পেয়েছেন জাতীয় দলে খেলারও। ২০২১ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ১টি ওয়ান ডে খেলেন। ৮ ওভারে ৩৪ রান খরচ করে ২ উইকেট নিয়েছিলেন। ২টি আন্তর্জাতিক টি-২০ও খেলেছেন। ঝুলিতে ১টি উইকেট।