IPL 2025: আগামী ২১ মার্চ থেকে শুরু হতে চলেছে আইপিএলের (IPL) অষ্টাদশতম মরসুম। মেগা নিলাম থেকে দল গুছিয়ে নিয়েছে সবক’টি ফ্র্যাঞ্চাইজি। এখন অপেক্ষা শুধু বাইশ গজে ব্যাট-বলের লড়াই শুরুর। কারা হতে পারে চ্যাম্পিয়ন, কোন তারকা করবেন বাজিমাত তা নিয়ে জল্পনা শুরু করে দিয়েছেন ক্রিকেটজনতা। এই আবহেই চমকপ্রদ খবর সামনে এসেছে গুজরাত টাইটান্স (GT) ফ্র্যাঞ্চাইজির অন্দরমহল থেকে। জানা গিয়েছে যে ২০২২-এর চ্যাম্পিয়ন ও ২০২৩-এর রানার্স আপ’দের মালিকানায় আসতে চলেছে বড়সড় রদবদল। এতদিন গুজরাত টাইটান্স (GT) ছিলো সিভিসি ক্যাপিটাল পার্টনারস সংস্থার অধীনে। কিন্তু ফ্র্যাঞ্চাইজির ৬৭% শেয়ার নাকি কিনে নিতে চলেছে টরেন্ট নামে একটি ভারতীয় সংস্থা। মালিকানার এই হাতবদল গুজরাত টাইটান্সকে কোন দিশায় এগিয়ে নিয়ে যায় সেদিকেই এখন তাকিয়ে ক্রিকেটজনতা।
Read More: ইংল্যান্ডের বিরুদ্ধে পরিষ্কার হলো ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির একাদশ, X ফ্যাক্টরকে বসিয়ে খেলবে ম্যাচ !!
মালিকানা বদল গুজরাত ফ্র্যাঞ্চাইজির-

২০২২ থেকে আইপিএলে (IPL) দুটি নতুন ফ্র্যাঞ্চাইজি যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছিলো বিসিসিআই। ভারতীয় ক্রিকেট নিয়ামক সংস্থা কর্তৃক আয়োজিত ওয়াক-ইন অকশনে ছয়টি শহর-কটক, আহমেদাবাদ, লক্ষ্ণৌ, ইন্দোর, গুয়াহাটি ও ধর্মশালার জন্য ‘বিড’ করতে পারত বিভিন্ন সংস্থা। শেষমেশ বাজিমাত করে আহমেদাবাদ ও লক্ষ্ণৌ। সঞ্জীব গোয়েঙ্কার আরপিএসজি গ্রুপ ৯২০ মিলিয়ন মার্কিন ডলার বিনিময়ে পায় লক্ষ্ণৌ ফ্র্যাঞ্চাইজির দায়িত্ব। আর সিভিসি ক্যাপিটাল পার্টনারস ৭৫০ মিলিয়ন মার্কিন ডলার (৫৬২৫ কোটি টাকা) খরচ করে আহমেদাবাদ ফ্র্যাঞ্চাইজির মালিকানা ছিনিয়ে নেয়। গুজরাত টাইটান্স নামে আইপিএলে (IPL) আত্মপ্রকাশের বছরেই সাড়া ফেলে দিয়েছিলো তারা। মুম্বই ইন্ডিয়ান্স থেকে হার্দিক পান্ডিয়া (Hardik Pandya), সানরাইজার্স হায়দ্রাবাদ থেকে রশিদ খান (Rashid Khan) ও কলকাতা নাইট রাইডার্স থেকে শুভমান গিলকে (Shubman Gill) ছিনিয়ে নিয়ে দলের ‘কোর’ তৈরি করেছিলেন সিভিসি ক্যাপিটালের কর্তারা। প্রথম বছরের ট্রফি জেতে নতুন ফ্র্যাঞ্চাইজি।
সংবাদসংস্থা ইএসপিএন ক্রিকইনফো সূত্রে টরেন্ট সংস্থার ৬৭ শতাংশ শেয়ার অধিগ্রহণের খবর সামনে এলেও ঠিক কত টাকা তাদের খরচ করতে হচ্ছে সে সম্পর্কে কোনো তথ্য এখনও জানা যায় নি। আহমেদাবাদে স্থিত ‘টরেন্ট’ সংস্থা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের দুনিয়ায় বিনিয়োগের চেষ্টা চালাচ্ছে দীর্ঘ দিন ধরেই। ২০২১-এর ওয়াক-ইন অকশনে আহমেদাবাদ ও লক্ষ্ণৌ’র জন্য যথাক্রমে ৪৬৫৩ কোটি টাকা ও ৪৩৫৬ কোটি টাকা দর দিয়েছিলো তারা। কিন্তু বাজি হারতে হয় সিভিসি ক্যাপিটাল ও আরপিএসজি গ্রুপের কাছে। এমনকি তারও আগে যখন ২০১৮-এ দিল্লী ক্যাপিটালস (DC) মালিকানার অর্ধেক বিক্রি করছিলো জিএমআর গ্রুপ, তখনও তা কেনার চেষ্টায় ছিলো টরেন্ট। কিন্তু জিন্দলদের জেএসডব্লু গ্রুপ বাজিমাত করে সেবার। ২০২৩-এ তিনটি উইমেন্স প্রিমিয়াম লীগ (WPL) ফ্র্যাঞ্চাইজির জন্য দর হাঁকলেও মেলে নি সাফল্য। অবশেষে শিকে ছিঁড়ছে ২০২৫-এ এসে।
ট্রফি জয়ের লড়াইতে ফিরতে চায় গুজরাত-

প্রথম দুই বছর আইপিএলে (IPL) নজর কেড়েছিলো গুজরাত টাইটান্স (GT)। জুটেছিলো চ্যাম্পিয়ন ও রানার্স-আপের তকমা। কিন্তু তৃতীয় মরসুমে মুখ থুবড়ে পড়েছে তারা। হার্দিক পান্ডিয়া দল ছাড়ার পর শুভমান গিলের হাতে অধিনায়কত্ব সঁপে দিয়েছিলেন কর্তারা। সাফল্যে এনে দিতে পারেন নি তরুণ তুর্কি। মরসুমের শুরুটা জয় দিয়ে করলেও শেষ করেছে পয়েন্ট তালিকায় আট নম্বরে। ২০২৫-এ ফের ট্রফি জয়ের দাবীদার হয়ে ওঠাই চ্যালেঞ্জ টাইটান্স শিবিরের সামনে। সেই কথা মাথায় রেখেই দল সাজিয়েছে তারা। রশিদ খান (Rahid Khan), শুভমান গিল, সাই সুদর্শন, শাহরুখ খান, রাহুল তেওয়াটিয়াদের রিটেন করেছিলো গুজরাত। এছাড়া নিলাম থেকে স্কোয়াডে সামিল করেছে মহম্মদ সিরাজ, কাগিসো রাবাডা, জেরাল্ড ক্যুৎসিয়ের মত তারকাকে। রয়েছেন জস বাটলার, গ্লেন ফিলিপস, ওয়াশিংটন সুন্দররাও। খাতায়-কলমে তাদের আইপিএলের অন্যতম শক্তিশালী দল বলে মনে করছে বিশেষজ্ঞমহল।