ipl-2025-buttler-set-to-miss-play-offs
Jos Buttler and Shubman Gill | Image: Getty Images

IPL 2025: ভারত-পাক সীমান্ত সংঘর্ষের কারণে গত বৃহস্পতিবার মাঝপথে বন্ধ করতে হয়েছিলো পাঞ্জাব কিংস বনাম দিল্লী ক্যাপিটালস (PBKS vs DC) ম্যাচ। এরপর এক সপ্তাহের জন্য স্থগিত হয়ে যায় সম্পূর্ণ আইপিএল’ই (IPL)। অনিশ্চয়তা দেখা গিয়েছিলো টুর্নামেন্টের ভবিষ্যৎ নিয়ে। শেষমেশ ১০ তারিখ সংঘর্ষবিরতির ঘোষণা করে দুই দেশ। এরপর পরিস্থিতি ফের স্বাভাবিকের পথে। আগামী ১৭ তারিখ থেকে আইপিএল’ও (IPL) পুনরায় শুরু করার ঘোষণা করেছে বিসিসিআই। টুর্নামেন্টের সূচিতে বেশ কিছু রদবদল চোখে পড়েছে। বদলেছে বেশ কয়েকটি ম্যাচের ভেন্যু’ও। ২৫ মে’র পরিবর্তে ফাইনাল হবে ৩ জুন। আইপিএলের দিনক্ষণ বদলে যাওয়ায় বেশ চাপে একাধিক ফ্র্যাঞ্চাইজি। বিদেশী তারকাদের পাওয়া নিয়ে দেখা গিয়েছে বড়সড় সমস্যা।

Read More: IPL 2025: মেলেনি ছাড়পত্র, মুস্তাফিজুরকে নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে সংঘাত শুরু দিল্লির !!

বাটলারের বদলে খেলবেন মেন্ডিস-

Kusal Mendis | IPL | Image: Getty Images
Kusal Mendis | Image: Getty Images

 

এবারের মেগা নিলামে বিপুল অর্থ খরচ করে ইংল্যান্ডের জস বাটলারকে (Jos Buttler) দলে সামিল করেছিলো গুজরাত টাইটান্স। এখনও পর্যন্ত সবক’টি ম্যাচেই ব্যাটিং অর্ডারের তিন নম্বরে দেখা গিয়েছে তাঁকে। দস্তানা হাতে নিয়মিত দাঁড়িয়েছেন উইকেটের পিছনেও। দলের সাফল্যে তাঁর অবদান অনস্বীকার্য। ১১ ম্যাচে ৫০০ রান করেছেন তিনি। কিন্তু সূচি পরিবর্তনের ফলে ছন্দে থাকা বাটলারকে প্লে-অফ পর্বে পাবে না টাইটান্স (GT) শিবির। নয়া সূচি অনুযায়ী ২৯ মে রয়েছে প্রথম কোয়ালিফায়ার ম্যাচ। এলিমিনেটর ও দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ দুটি রয়েছে যথাক্রমে ৩০ মে ও ১ জুন। এরপর খেতাবী দ্বৈরথ আয়োজিত হওয়ার কথা ৩ জুন। কিন্তু ২৯ মে থেকেই ইংল্যান্ডের ওয়ান ডে সিরিজ রয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে (ENG vs WI)। জাতীয় দলের ডাকে দেশে ফিরতেই হবে বাটলারকে (Jos Buttler)।

সূত্রের খবর ইংল্যান্ডের ক্রিকেটাররা যাতে আইপিএলের (IPL) বাকি অংশে উপলব্ধ থাকেন তা নিশ্চিত করতে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের সাথে আলোচনা চালাচ্ছে বিসিসিআই। কিন্তু তাতে চিঁড়ে ভিজবে কিনা তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। গত বছরও জাতীয় দলের খেলা থাকায় প্লে-অফে খেলতে পারেন নি বাটলার, ফিল সল্ট’রা। এবারও সম্ভবত দেখা যাবে তারই পুনরাবৃত্তি। যদি বাটলার (Jos Buttler) না খেলতে পারেন সেক্ষেত্রে তাঁর বদলি হিসেবে গুজরাত টাইটান্স শিবিরের পছন্দ শ্রীলঙ্কার উইকেটরক্ষক-ব্যাটার কুশল মেন্ডিস (Kusal Mendis)। বাটলারের মতই তিনিও টপ-অর্ডারে খেলেন। আইপিএল খেলার পূর্ব অভিজ্ঞতা না থাকলেও কেরিয়ারে ১৭২ টি-২০ ম্যাচে প্রায় ১৩৮ স্ট্রাইক রেটে ৪৭১৮ রান করেছেন কুশল। রয়েছে ২টি শতরান ও ৩২টি অর্ধশতক’ও। তাঁর গড় ৩১-এর কাছাকাছি।

ছয় ভেন্যুতে হবে IPL-

IPL Trophy | Image: Getty Images
IPL Trophy | Image: Getty Images

এক সপ্তাহ স্থগিত থাকার পর আগামী শনিবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম কলকাতা নাইট রাইডার্স ম্যাচ দিয়ে ফের শুরু হচ্ছে আইপিএল (IPL)। নিরাপত্তাজনিত কারণে বেশ কয়েকটি ম্যাচের ভেন্যু বদলে ফেলা হয়েছে। লীগ পর্বের বাকি খেলাগুলি হবে আহমেদাবাদ, দিল্লী, জয়পুর, বেঙ্গালুরু, মুম্বই ও লক্ষ্ণৌতে। পূর্বের সূচি অনুযায়ী নক-আউট পর্বের খেলাগুলি হওয়ার কথা ছিলো হায়দ্রাবাদ ও কলকাতাতে। কিন্তু সূত্রের খবর স্থানান্তরিত হতে পারে সেগুলি। ফাইনাল আয়োজনের দৌড়ে এগিয়ে রয়েছে আহমেদাবাদ। শুধুমাত্র ইংল্যান্ডের খেলোয়াড়রা নয়, আইপিএলের (IPL) দ্বিতীয় পর্বে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের পাওয়া নিয়েও সংশয় রয়েছে। নিরাপত্তাজনিত কারণে ভারতে আসতে রাজী নন অনেকে। এছাড়াও আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালকে মাথায় রেখেও সরে দাঁড়াতে চান কেউ কেউ।

Also Read: ভারতীয় ড্রেসিং রুমের ‘বিগ বস’ গম্ভীরই, নতুন অধিনায়ক হতে পারেন তাঁর ‘হাতের পুতুল’ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *