IPL 2025: গভীর রাতে পহলগাঁও হত্যাকাণ্ডের বদলা নিলো ভারতীয় সেনাবাহিনী। পাক অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানের মূল ভূখণ্ডের মোট ৯টি জায়গায় চালানো হয় মিসাইল হামলা। ধ্বংস হয়েছে একঝাঁক জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্র। এই অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন সিন্দুর।’ সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে ভারতের এই অভিযান অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞমহল। এই অতর্কিত আক্রমণ কাঁপিয়ে দিয়েছে পাকিস্তানকে। প্রত্যাঘাতের হুমকি দিয়েছেন পাক রাজনীতিবিদেরা। দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে সংঘাত কোন দিকে গড়ায় সেদিকেই এখন তাকিয়ে সকলে। ভারত-পাক উত্তেজনার আবহে আতসকাঁচের নীচে আইপিএল’ও (IPL)। ভারতের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের ভবিষ্যতও আপাতত প্রশ্নের মুখে।
Read More: নতুন টেস্ট অধিনায়ক ঘোষণা করলো বিসিসিআই, এই তরুণ তারকা পাচ্ছেন গুরুত্বপূর্ণ দায়িত্ব !!
ইডেনের পর নিশানায় জয়পুর?

গতকাল ইডেন গার্ডেন্সে নাইট রাইডার্স বনাম চেন্নাই সুপার কিংস (KKR vs CSK) ম্যাচ শুরুর হওয়ার ঘন্টাকয়েক আগে একটি বেনামি ই-মেল পেয়েছিলো ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (CAB)। সেখানে বোমা মেরে ইডেন উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিলো। বিন্দুমাত্র দেরী না করেই পুলিশকে খবর দেয় সিএবি। ঘটনাস্থলে পৌঁছে অনুসন্ধানও শুরু করে কলকাতা পুলিশ। বাড়িয়ে দেওয়া হয় ইডেনের নিরাপত্তা বেষ্টনী। শেষমেশ অবশ্য কিছু মেলে নি। ক্রিকেটের নন্দনকাননে পূর্ব নির্ধারিত সূচি মেনেই আয়োজিত হয় আইপিএল (IPL) ম্যাচ। অপারেশন সিন্দুরের জন্য সেনাবাহিনীকে কুর্নিশ জানানো হয় খেলা শুরুর আগে। মাঠে উপস্থিত ক্রিকেটারদের পাশাপাশি শ্রদ্ধাজ্ঞাপনে সামিল হয়েছিলেন ইডেন গ্যালারির দর্শকেরাও।
ইডেনের পর এবার বোমাতঙ্ক সোয়াই মানসিংহ্ স্টেডিয়ামে। আজ সকাল ৯টা ১৩ মিনিটে আসা হুমকি ই-মেলে লেখা ছিলো, “অপারেশন সিন্দুরের সাফল্য উদ্যাপনে আপনাদের স্টেডিয়াম বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে। পারলে সবাইকে বাঁচান।” সঙ্গে সঙ্গে কর্তৃপক্ষের তরফে যোগাযোগ করা হয় পুলিশ প্রশাসনের সাথে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। ছিলেন বম্ব স্কোয়াড, অ্যান্টি টেররিজম স্কোয়াডের সদস্যরাও। দ্রুত খালি করানো হয় স্টেডিয়াম। পুলিশ কুকুর নিয়ে শুরু হয় তল্লাশি। এখনও পর্যন্ত কোনো রকম বিস্ফোরক উদ্ধার হয় নি বলেই খবর সংবাদমাধ্যম সূত্রে। আগামী ১৬ তারিখ জয়পুরে রয়েছে রাজস্থান রয়্যালস বনাম পাঞ্জাব কিংস (RR vs PBKS) ম্যাচ। তার আগে দুর্ভেদ্য নিরাপত্তাবলয় নির্মানের চেষ্টায় স্থানীয় প্রশাসন।
ধর্মশালায় IPL ম্যাচ ঘিরে অনিশ্চয়তা-

‘অপারেশন সিন্দুর’-এর পর উত্তর ভারতের ১২টি বিমানবন্দরে যাত্রীবাহী বিমান ওঠানামা বন্ধ রেখেছে কেন্দ্রীয় সরকার। জয়পুর, অমৃতসর, জম্মু, শ্রীনগরের পাশাপাশি এই তালিকায় রয়েছে হিমাচল প্রদেশের ধর্মশালা বিমানবন্দরের নামও। যার ফলে অনিশ্চয়তা দেখা গিয়েছে আইপিএল (IPL) আয়োজনের ক্ষেত্রে। আজ পাঞ্জাব কিংস বনাম দিল্লী ক্যাপিটালস ম্যাচ রয়েছে পাহাড়ঘেরা স্টেডিয়ামে। দুই দলই ইতিমধ্যে ধর্মশালাতে পৌঁছে যাওয়ায় পূর্বনির্ধারিত সূচি মেনেই আয়োজিত হবে ঐ খেলাটি। কিন্তু ১১ তারিখের পাঞ্জাব বনাম মুম্বই (PBKS vs MI) ম্যাচটি সম্ভবত স্থগিত রাখা হবে। হতে পারে ভেন্যু বদলও। ভারতীয় সেনাবাহিনীর অভিযানের পাল্টা হিসেবে কাশ্মীরের পুঞ্চ অঞ্চলে শেলিং চালিয়েছে পাকিস্তান। যদি পরিস্থিতি আরও উত্তপ্ত হয় সেক্ষেত্রে সম্পূর্ণ আইপিএলই বন্ধ হয়ে যেতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।