ipl-2025-bomb-threat-at-eden-gardens

IPL 2025: দুই সপ্তাহ আগে পহলগাঁও’র বৈসরণ উপত্যকায় নিরীহ পর্যটকদের উপর নির্বিচারে গুলি চালিয়েছিলো পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদীরা। মৃত্যু হয় ২৬ জনের। গতকাল গভীর রাতে ঐ নৃশংস হত্যাকাণ্ডের বদলা নিয়েছে ভারত। ৯টি ভিন্ন জায়গায় ২৫ মিনিট ধরে মিসাইল হামলা চালায় সেনাবাহিনী। খতম করা হয় একের পর এক জঙ্গিঘাঁটি। এই অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন সিন্দুর। অতর্কিত হামলা রোখার কোনো সুযোগই পায় নি পাকিস্তান। ভারতের প্রত্যাঘাতের পরেই অবশ্য উত্তপ্ত হয়ে উঠেছে সীমান্তের পরিস্থিতি। ১৯৯৯-এর পর ফের একবার উপমহাদেশের দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে দেখা দিয়েছে যুদ্ধের সম্ভাবনা। সেই উত্তাপের আঁচ লাগলো আইপিএলের (IPL) গায়েও। কলকাতা বনাম চেন্নাই ম্যাচের মাঝেই বেনামি ই-মেলে এলো ইডেন উড়িয়ে দেওয়ার হুমকি।

Read More: “চা কেমন লাগলো?..”, পাকিস্তানে ভারতীয় সেনার মিসাইল হামলার পর শহীদ আফ্রিদিকে বার্তা শিখর ধাওয়ানের !!

হুমকি ই-মেল পেলো CAB-

Eden Gardens , Kolkata | Image: Getty Images
Eden Gardens , Kolkata | Image: Getty Images

বুধবার দুপুরে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (CAB) কর্তাদের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিলো একটি বেনামি ই-মেল। সেখানে হুমকি দেওয়া হয়েছিলো বোমা মেরে ইডেন উড়িয়ে দেওয়ার। ভারত-পাক উত্তেজনার আবহে কোনো রকম ঝুঁকি নিতে চায় নি রাজ্য ক্রিকেট নিয়ামক সংস্থা। সঙ্গে সঙ্গেই তারা গোটা ঘটনাটি জানান কলকাতা পুলিশকে (KP)। তৎপরতার সাথে ব্যবস্থা নেয় পুলিশ প্রশাসন। বাড়িয়ে দেওয়া হয় ইডেনের নিরাপত্তাবেষ্টনী। নির্ধারিত সময় অর্থাৎ সন্ধ্যে সাড়ে সাতটাতেই কেকেআর বনাম সিএসকে (KKR vs CSK) ম্যাচ শুরু করতে কোনো অসুবিধা হয় নি। ব্যাট-বলের দ্বৈরথ শুরুর আগে দুই দলের ক্রিকেটাররাই শ্রদ্ধা জানান ভারতীয় সেনাবাহিনীকে। শ্রদ্ধাজ্ঞাপনে সামিল হন গ্যালারির দর্শকেরাও।

সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায় (Snehasish Ganguly) সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, “আমরা কোনো ঝুঁকি নিতে চাই নি। পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। যা ব্যবস্থা নেওয়ার তা পুলিশই গ্রহণ করেছে।” কোথা থেকে কে বা কারা এই হুমকি ই-মেল পাঠিয়েছে তা খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রসঙ্গত উল্লেখ্য যে পহলগাঁও হত্যাকাণ্ডের দুই দিন পর হুমকি ই-মেল পেয়েছিলেন ভারতীয় ক্রিকেট দলের কোচ গৌতম গম্ভীর’ও (Gautam Gambhir)। জঙ্গি সংগঠন আইসিস (ইসলামিক স্টেট) কাশ্মীরের নাম ছিলো প্রেরকের জায়গায়। সেই ই-মেলে কেবল লেখা ছিলো “আই কিল ইউ।” দিল্লীর রাজেন্দ্রনগর থানায় অভিযোগ দায়ের করেছিলেন গম্ভীর (Gautam Gambhir)। তদন্তে নেমে পুলিশ গ্রেফতার করে গুজরাতের ২১ বর্ষীয় এক কলেজপড়ুয়াকে।

চলছে KKR বনাম CSK ম্যাচ-

KKR vs CSK | IPL | Image: Getty Images
KKR vs CSK | IPL | Image: Getty Images

বোমাতঙ্ক কাটিয়ে আইপিএলে (IPL) মজেছে ইডেন। চলছে নাইট রাইডার্স বনাম চেন্নাই সুপার কিংস (KKR vs CSK) ম্যাচ। আজ টসে জিতে প্রথম ব্যাটিং-এর সিদ্ধান্ত নিয়েছে কলকাতা। ইনিংসের শুরুটা ভালো না হলেও তারা ঘুরে দাঁড়ায় অধিনায়ক রাহানের ব্যাটে। ৩৩ বলে ৪৮ রান করেন তিনি। ডেথ ওভারে ঝোড়ো ৩৮ রানের ইনিংস খেলেন আন্দ্রে রাসেল’ও। মনীশ পাণ্ডের ব্যাট থেকে এসেছে ৩৬* রান। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে কলকাতা তুলেছে ১৭৯ রান। জবাবে ব্যাট করতে নেমে চাপে পড়েছিলো চেন্নাই সুপার কিংস’ও। শূন্য করে সাজঘরে ফেরেন ওপেনার আয়ুষ মাথরে। রান পান নি ডেভন কনওয়ে, রবিচন্দ্রণ অশ্বিনরাও। উর্ভিল প্যাটেল ১১ বলে ৩১ করে আউট হন। তবে চেন্নাইকে লড়াইতে ফিরিয়েছেন ডিওয়াল্ড ব্রেভিস। ইতিমধ্যে অর্ধশতক পেরিয়েছেন তিনি। প্রতিবেদন লেখার সময় অবধি সিএসকে’র স্কোর ৫ উইকেটের বিনিময়ে ১২৬।

Also Read: IPL 2025: “ফাঁদে পড়ে গেলো…” চেন্নাইয়ের বিরুদ্ধে স্কোরবোর্ডে ১৭৯, ‘মাস্ট উইন’ ম্যাচে আশঙ্কায় নাইট সমর্থকেরা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *