IPL 2025: ২০২২-এর সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে প্রথমবার ইমপ্যাক্ট প্লেয়ার নিয়মটি আমদানি করেছিলো বিসিসিআই। কোচ ও ক্রিকেটারদের থেকে ইতিবাচক সাড়া মেলায় তা ব্যবহার শুরু হয় ২০২৩-এর আইপিএলে (IPL)। নয়া নিয়মে ফ্র্যাঞ্চাইজিগুলিকে স্বাধীনতা দেওয়া হয়েছিলো একজন বাড়তি খেলোয়াড় ব্যবহারের। প্রথম একাদশের সঙ্গেই চারজন অতিরিক্ত খেলোয়াড়ের নাম ঘোষণা করার নির্দেশ দেওয়া হয় দলগুলিকে। খেলা চলাকালীন এগারো জনের মধ্যে যে কোনো একজন ক্রিকেটারকে মাঠের বাইরে পাঠিয়ে অতিরিক্তের তালিকা থেকে কাউকে নামানো যাবে, ঘোষণা করে বিসিসিআই। অর্থাৎ ফুটবলে যেমন সাবস্টিটিউট ব্যবহারের সুযোগ থাকে, ক্রিকেটেও তেমনটাই চেয়েছিলো বোর্ড। আম্পায়ার হাত দিয়ে X চিহ্নটি দেখালে খেলোয়াড় বদল করা যাবে, জানিয়েছিলো তারা।
Read More: IPL 2025: হার্দিক বাদ পড়তেই কপাল খুললো এই ক্রিকেটারের, সরাসরি জায়গা পেলেন মুম্বই একাদশে !!
উঠে যাচ্ছে ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম ?

২০২৩ ও ২০২৪-এর আইপিএলে (IPL) ব্যবহৃত হয়েছে ইমপ্যাক্ট প্লেয়ার নিয়মটি। বিকল্প হিসেবে মাঠে নেমে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে দেখা গিয়েছে বহু খেলোয়াড়কে। মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে ক্রিকেটমহলে। সৌরভ গঙ্গোপাধ্যায়ের মত কেউ কেউ উচ্ছ্বসিত প্রশংসা করেছেন এই নয়া নিয়মের। আবার নেতিবাচক প্রতিক্রিয়া মিলেছে রোহিত শর্মা, বিরাট কোহলিদের থেকে। এক সাংবাদিক সম্মেলনে রোহিত (Rohit Sharma) স্পষ্টই বলেন, “আমি মোটেই এই নিয়মটার অনুরাগী নই। আপনারা নিছক বিনোদনের জন্য খেলার একটা গুরুত্বপূর্ণ অংশকেই গুরুত্ব দিচ্ছেন না। যদি ক্রিকেটীয় দৃষ্টিকোণ থেকে দেখেন তাহলে বুঝবেন যে এর ফলে শিবম দুবে, ওয়াশিংটন সুন্দরদের মত খেলোয়াড়রা বোলিং-এর সুযোগই পাচ্ছে না। যেটা টিম ইন্ডিয়ার জন্য ভালো খবর নয়।” ইমপ্যাক্ট প্লেয়ার নিয়মের ফলে অলরাউন্ডারদের বিকাশ হচ্ছে না, রোহিতের সাথে সহমত পোষণ করেছিলেন কোহলিও।
২০২৪-এর ৩১ জুলাই মুম্বইতে দশ ফ্র্যাঞ্চাইজির যে বৈঠক অনুষ্ঠিত হয়েছিলো, সেখানে ইমপ্যাক্ট প্লেয়ার নিয়মটি নিয়ে বিস্তর আলোচনা হয়। শেষমেশ ২০২৭ অবধি আইপিএলে (IPL) তা ব্যবহারের সিদ্ধান্তেই সিলমোহর দিয়েছিলেন রজার বিনি’রা। কিন্তু ২০২৫-এর মরসুম শুরুর ঠিক আগে ইউ-টার্ন নিতে পারে ক্রিকেট নিয়ামক সংস্থা, খবর মিলেছে সংবাদমাধ্যম সূত্রে। আজ দশ ফ্র্যাঞ্চাইজির অধিনায়কদের নিয়ে একটি বিশেষ বৈঠক রেখেছে বিসিসিআই। সেখানে চতুর্থ আম্পায়ারের ভূমিকা, ওভার পিছু দু’টি বাউন্সার দেওয়ার নিয়ম, সুপার ওভার, কনকাশন সাবস্টিটিউট, কোড অফ কন্ডাক্টের মত গুরুত্বপূর্ণ বিষয়ের পাশাপাশি অ্যাজেন্ডায় রয়েছে ইমপ্যাক্ট প্লেয়ার নিয়মটিও। ইমপ্যাক্ট প্লেয়ার খেলানো যাবে ধরে নিয়েই স্কোয়াড গুছিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলি, আচমকা তা তুলে দিলে তাদের পরিকল্পনা ধাক্কা খেতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
বৈঠকের অ্যাজেন্ডায় রয়েছে যে বিষয়গুলি-
Interestingly, there will be a discussion on the controversial Impact Player rule in the IPL, which am told, could be removed too..lets wait for the outcome of the IPL captains meeting, which is going on right now! #IPL2025 pic.twitter.com/EHvKH83mp8
— Gaurav Gupta (@toi_gauravG) March 20, 2025
লালা ব্যবহারে ছাড়পত্র দিচ্ছে বিসিসিআই-

কোভিড-১৯ অতিমারি’র পর আইসিসি’র তরফে জানানো হয়েছিলো যে বলের ‘শাইন’ অক্ষত রাখতে আর লালা ব্যবহার করা যাবে না। কেবল ঘাম দিয়েই কাজ চালাতে হবে ক্রিকেটারদের। আধুনিক ক্রিকেটে এমনিতেই বাড়তি সুবিধা পান ব্যাটাররা। তার উপর এহেন নির্দেশের ফলে বেশ ব্যাকফুটে চলে যেতে হয়েছিলো বোলারদের। প্রায় হারিয়ে যেতে বসেছিলো রিভার্স স্যুইং-এর শিল্প। চ্যাম্পিয়ন্স ট্রফি (CT 2025) চলাকালীন প্রকাশ্যেই আইসিসি’র সিদ্ধান্তের বিরোধিতা করেছিলেন টিম ইন্ডিয়ার (Team India) পেসার মহম্মদ শামি (Mohammed Shami)। বলে লালা লাগানোর ছাড়পত্র দেওয়া হোক,দাবী তোলেন তিনি। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা এখনও পর্যন্ত কোনো সিদ্ধান্ত না নিলেও শামি’র দাবীকে মান্যতা দিয়েছে বিসিসিআই। ২০২৫-এর আইপিএলে (IPL) বলের ‘শাইন’ ধরে রাখতে লালা ব্যবহার করতে পারবেন বোলাররা, মিলেছে সবুজ সংকেত। সিদ্ধান্তে সায় দিয়েছেন অধিকাংশ ফ্র্যাঞ্চাইজির অধিনায়কও।