IPL 2025: গত ৭ তারিখ ধর্মশালায় মাঝপথে বন্ধ হয়েছিলো পাঞ্জাব কিংস ও দিল্লী ক্যাপিটালস (PBKS vs DC) ম্যাচ। ভারত-পাক সীমান্ত সংঘর্ষের কারণে এরপর এক সপ্তাহ স্থগিত করে দেওয়া হয় সম্পূর্ণ আইপিএল (IPL)। দুই দেশ সংঘর্ষবিরতি ঘোষণার পর ছন্দে ফিরছে উপমহাদেশ। ফিরছে ক্রিকেট’ও। শনিবার অর্থাৎ ১৭ তারিখ থেকে ফ্র্যাঞ্চাইজি টি-২০ টুর্নামেন্ট পুনরায় শুরু করার কথা ঘোষণা করেছে বিসিসিআই। বদলে গিয়েছে টুর্নামেন্টের সূচি । আগে ফাইনাল হওয়ার কথা ছিলো ২৫ মে। তা পিছিয়ে হয়েছে ৩ জুন। এই দিনবদল চাপ বাড়িয়েছে দলগুলির উপর। নিরাপত্তাজনিত কারণে এমনিতেই আইপিএলের (IPL) দ্বিতীয় পর্ব খেলতে রাজী হচ্ছেন না একঝাঁক বিদেশী তারকা। পাশাপাশি জাতীয় দলের ম্যাচ থাকাতেও সরে দাঁড়াতে বাধ্য হচ্ছেন উইল জ্যাকস (Will Jacks), জস বাটলারদের মত ক্রিকেটার।
Read More: “ওকে বাদ দেওয়া হয়েছে…” বিরাট কোহলির অবসর নিয়ে বিস্ফোরক মন্তব্য মহম্মদ কাইফের !!
জ্যাকসের বদলে মুম্বইতে বেয়ারেস্টো-

গত মরসুমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) জার্সিতে নজর কেড়েছিলেন উইল জ্যাকস (Will Jacks)। বিরাট কোহলিরা তাঁকে রিটেন না করায় মেগা নিলাম থেকে ইংল্যান্ড তারকাকে দলে সামিল করে মুম্বই ইন্ডিয়ান্স (MI)। স্পিন বোলিং অলরাউন্ডারের জন্য ৫ কোটি ২৫ লক্ষ টাকা খরচ করেছিলেন আম্বানিরা। অষ্টাদশতম আইপিএলের (IPL) ভালোই পারফুর্ম করেছেন তিনি। ১১ ম্যাচে প্রায় ২৫ গড়ে করেছেন ১৯৫ রান। সাথে তুলে নিয়েছেন ৫টি উইকেট’ও। কোচ মাহেলা জয়বর্ধনের পরিকল্পনার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছিলেন জ্যাকস। কিন্তু আইপিএলের (IPL) সূচি বদলের কারণে প্লে-অফের আগেই সরে দাঁড়াতে হচ্ছে তাঁকে। ২৯ তারিখ থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একদিনের সিরিজ শুরু হচ্ছে ইংল্যান্ডের। জাতীয় দলের ডাকেই আইপিএল ছাড়তে হচ্ছে জ্যাকসকে।
উইল জ্যাকস (Will Jacks) ছিটকে যাওয়ায় ইংল্যান্ড থেকেই বিকল্প খুঁজে নিলো মুম্বই ইন্ডিয়ান্স। তারা সই করাচ্ছে উইকেটরক্ষক-ব্যাটার জনি বেয়ারেস্টোকে (Jonny Bairstow)। আইপিএলের আঙিনায় বেয়ারেস্টো মোটেই নতুন নন। এর আগে ২০১৯ থেকে ২০২৪ অবধি টানা ভারতের ফ্র্যাঞ্চাইজি টি-২০ লীগে খেলেছেন তিনি। গায়ে চাপিয়েছেন সানরাইজার্স হায়দ্রাবাদ ও পাঞ্জাব কিংসের জার্সি। ৫০টি আইপিএল (IPL) ম্যাচে ৩৪.৫৪ গড় ও প্রায় ১৪৫ স্ট্রাইক রেটে ১৫৮৯ রান’ও রয়েছে তাঁর। করেছেন ২টি শতরান ও ৯টি অর্ধশতক। ২০২৫-এর মেগা নিলামে নাম নথিভুক্ত করিয়েছিলেন বেয়ারেস্টো। কিন্তু জেড্ডায় তাঁকে দলে নিতে আগ্রহ দেখায় নি কোনো ফ্র্যাঞ্চাইজি। তবে টুর্নামেন্টের শেষলগ্নে বিকল্প ক্রিকেটার হিসেবে শিকে ছিঁড়লো তাঁর ভাগ্যে। ঘুচলো অবিক্রিত তকমা।
বাটলারকে হারাচ্ছে গুজরাত টাইটান্স’ও-

আইপিএলের (IPL) সূচি বদলে সমস্যায় প্লে-অফের দৌড়ে থাকা গুজরাত টাইটান্স’ও (GT)। তারা খোয়াতে চলেছে জস বাটলারকে (Jos Buttler)। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের স্কোয়াডে নাম রয়েছে তাঁর’ও। ফলে ভারত ছেড়ে দেশে ফিরতে হবে তারকা উইকেটরক্ষক-ব্যাটারকে। তাঁর বদলি হিসেবে শ্রীলঙ্কার কুশল মেন্ডিসকে (Kusal Mendis) সই করিয়েছেন শুভমান গিল’রা। এই প্রথম আইপিএল (IPL) খেলার সুযোগ পেয়েছেন লঙ্কান টপ-অর্ডার ব্যাটার। উইল জ্যাকস, জস বাটলারদের নিয়ে মুম্বই ইন্ডিয়ান্স বা গুজরাত টাইটান্স যখন চিন্তায় তখন স্বস্তির হাওয়া রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু শিবিরে। তাদের একাদশের অন্যতম তারকা ফিল সল্ট সুযোগ পান নি ওয়েস্ট ইন্ডিজ সিরিজে। ফলে গোটা টুর্নামেন্ট খেলতে পারবেন তিনি। তবে তরুণ ওপেনার জেকব বেথেল’কে খোয়াচ্ছেন কোহলিরা।