IPL 2025: সতেরো বছর ধরে ট্রফিহীন দিল্লী ফ্র্যাঞ্চাইজি। দিল্লী ডেয়ারডেভিলস (DD) হিসেবে যাত্রা শুরু করেছিল তারা। এরপর নাম বদলেছে তাদের। ডেয়ারডেভিলসের বদলে তারা এখন পরিচিত দিল্লী ক্যাপিটালস (DC) নামে। বদলেছে জার্সির রঙ’ও। প্রথম মরসুমের লাল-কালো জার্সির বদলে বর্তমানে নীল-লাল রঙের জার্সিতে মাঠে নামেন ক্রিকেটাররা। বদল আসে নি শুধু ট্রফি ভাগ্যে। ২০২০ সালে ফাইনাল খেলা ছাড়া কোনো উল্লেখযোগ্য সাফল্য নেই দিল্লী ফ্র্যাঞ্চাইজির। ২০২৫-এ ব্যর্থতার ধারাবাহিক চিত্রে বদল আনাই লক্ষ্য কর্মকর্তাদের। সেই জন্যই ঢেলে সাজানো হচ্ছে দলের গঠনতন্ত্র। মাসখানেক আগেই বড় সিদ্ধান্ত নিয়েছিলো দল। কোচের পদ থেকে সরানো হয়েছিলো রিকি পন্টিং-কে (Ricky Ponting)। এবার অজি কিংবদন্তির উত্তরসূরিকে বেছে নিলো দিল্লী।
Read More: IPL 2025: ছাঁটাই হলেন সৌরভ গাঙ্গুলী, নয়া মরসুমের আগে আবারও কড়া সিদ্ধান্ত দিল্লী ক্যাপিটালসের !!
নয়া কোচ বেছে নিয়েছে দিল্লী ক্যাপিটালস-
২০১৮ সাল থেকে দিল্লী (DC) ফ্র্যাঞ্চাইজির কোচ হিসেবে ছিলেন রিকি পন্টিং (Ricky Ponting)। সাত বছর তাঁর অধীনে খেললেও কোনো আহামরি সাফল্য পায় নি দল। পাঁচ বার আইপিএল (IPL) প্লে-অফের যোগ্যতা অবধি অর্জন করতে পারে নি তারা। সেই ব্যর্থতার দায় নিয়েই সরে দাঁড়াতে হয় প্রাক্তন অস্ট্রেলীয় অধিনায়ককে। এরপর থেকেই নতুন কোচের সন্ধানে ছিলেন কর্মকর্তারা। দৌড়ে ছিলেন যুবরাজ সিং-এর মত তারকা। কিন্তু শেষমেশ টিম ইন্ডিয়ার (Team India) আরেক প্রাক্তনী হেমাঙ্গ বাদানীকে (Hemang Badani) কোচ হিসেবে বেছে নিলেন ক্যাপিটালস কর্মকর্তারা। এর আগে ২০২২ সালে ফিল্ডিং কোচ ও স্কাউট হিসেবে সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH) দলের সাথে যুক্ত ছিলেন বাদানী। এই প্রথম তাঁকে দেখা যাবে কোনো আইপিএল (IPL) ফ্র্যাঞ্চাইজির হেড কোচের দায়িত্বে।
আইপিএলের (IPL) বাইরেও কোচ হিসেবে তাঁর অভিজ্ঞতা প্রচুর। তামিলনাড়ু প্রিমিয়ার লীগে (TNPL) চেপক সুপার গিল্লিস দলের হেড কোচ হিসেবে তিনটি ট্রফি জিতেছেন তিনি। SA20 ও লঙ্কান প্রিমিয়ার লীগে (LPL) কাজ করেছেন সানরাইজার্স ইস্টার্ণ কেপ ও জাফনা কিংসের সাথে। এমনকি ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজির মালিকানাধীন দুবাই ক্যাপিটালসেরও (DC) হেড কোচের দায়িত্ব সামলাতে দেখা গিয়েছে বাদানীকে। দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা দুই দেশেই ফ্র্যাঞ্চাইজি লীগ জয়ের স্বাদ পেয়েছেন। দুবাইতে হয়েছেন রানার্স-আপ। এবার সেই সাফল্যের ধারা নিশ্চয়ই দিল্লীর হয়ে আইপিএলেও (IPL) বজায় রাখতে চাইবেন বাদানী। হেড কোচের পাশাপাশি অন্যান্য কোচিং স্টাফেও বদল আনছে দিল্লী। সহকারী কোচ ও ট্যালেন্ট স্কাউট প্রবীণ আমরেকে (Pravin Amre) ছেঁটে ফেলেছে তারা।
বাদানীকে স্বাগত জানালো DC-
🚨𝐀𝐍𝐍𝐎𝐔𝐍𝐂𝐄𝐌𝐄𝐍𝐓🚨
We’re delighted to welcome Venugopal Rao & Hemang Badani in their roles as Director of Cricket (IPL) & Head Coach (IPL) respectively 🫡
Here’s to a new beginning with a roaring vision for success 🙌
Click here to read the full story 👇🏻… pic.twitter.com/yorgd2dXop
— Delhi Capitals (@DelhiCapitals) October 17, 2024
সরানো হলো সৌরভ গঙ্গোপাধ্যায়কে-
পন্টিং সরে যাওয়ার পর প্রথমে কোচ হিসেবে নিজের নাম প্রস্তাব করেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। সেই দায়িত্ব দেওয়া হয় নি তাঁকে। উলটে সরিয়ে দেওয়া হলো ডায়রেক্টর অফ ক্রিকেট অপারেশনস পদ থেকেও। ২০২৩-এ প্রাক্তন ভারত অধিনায়ককে নিয়োগ করা হয়েছিলো ফ্র্যাঞ্চাইজির তরফে। ২০২৫ মরসুম শুরুর আগেই সরানো হলো তাঁকে। প্রাক্তন ক্রিকেটার বেণুগোপাল রাও (Venugopal Rao) নতুন ডায়রেক্টর হিসেবে বসছেন সৌরভের কুরসীতে। দিল্লী ক্যাপিটালসের (DC) মালিকানা রয়েছে জিএমআর স্পোর্টস ও জেএসডব্লু স্পোর্টসের হাতে। দুই বছরের ব্যবধানে দল পরিচালনার দায়িত্ব হাত বদল করে দুই সংস্থা। ২০২৫ ও ২০২৬-এ পুরুষদের আইপিএলে (IPL) দল পরিচালনার ভার রয়েছে জিএমআর স্পোর্টসের হাতে। তারা সৌরভকে সরানোর সিদ্ধান্ত নিয়েছে।
সৌরভের সাথে ক্যাপিটালস শিবিরের সম্পর্ক পুরোপুরি অবশ্য ছিন্ন হচ্ছে না। উইমেন্স প্রিমিয়ার লীগে (WPL) দিল্লী ক্যাপিটালস দল পরিচালনার দায়িত্ব আগামী দুই বছর থাকছে জেএসডব্লু স্পোর্টস সংস্থার হাতে। সাথে SA20 লীগের পার্ল ক্যাপিটালসের দায়িত্ব’ও সামলাবে তারা। এই দুই দলের ডায়রেক্টর হিসেবে কাজ চালিয়ে যাবে সৌরভ (Sourav Ganguly)। ২০২৭-এ ফের আইপিএলে (IPL) দিল্লী ক্যাপিটালস দল পরিচালনার ভার আসবে জেএসডব্লু স্পোর্টসের হাতে। তখন আরও একবার ডায়রেক্টর পদে দেখা যাবে টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ককেই। বৃহস্পতিবার প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে দিল্লী ক্যাপিটালসের তরফে জানানো হয়েছে যে, “দুই দলের (পুরুষ ও মহিলা) নিলাম, অধিনায়কত্ব, রিলিজ, রিটেনশনের মত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দুই সংস্থার নেতৃত্বে থাকা সিনিয়র কর্মকর্তাদের মধ্যে আলোচনার মাধ্যমেই নেওয়া হবে।”