মার্চ মাসের ২২ তারিখ থেকে শুরু হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (IPL 2025), আর এই মেগা টুর্নামেন্টকে ইতিমধ্যেই তুঙ্গে উন্মাদনা। সতেরো বছরের চেষ্টাতেও ট্রফি আসে নি দিল্লি ক্যাপিটালসের ক্যাবিনেটে। এবার অধরা মাধুরীর স্বাদ তারা পায় কিনা সেদিকে নজর রয়েছে ক্রিকেটজনতার। খেতাবের জন্য মরিয়া দিল্লি শিবির এবার বদলে ফেলেছে নিজেদের। মালিকানা থেকে শুরু করে কোচিং স্টাফ, ম্যানেজমেন্ট, ক্যাপ্টেন-রদবদল হয়েছে সবেতেই।। আসলে, দিল্লি ক্যাপিটালস (DC) দলটির যৌথ মালিকানা রয়েছে জিএমআর ও জেএসডব্লিউ গোষ্ঠীর হাতে। গত মরসুমে এই দুই গোষ্ঠীর মধ্যে যে চুক্তি হয়েছিল তা অনুসারে ২০২৫ ও ২০২৬-এ দিল্লি ক্যাপিটালসের পুরুষদের দল পরিচালনা করবে জিএমআর গোষ্ঠী এবং জিএসডব্লিউ গোষ্ঠী চালাবে মহিলাদের আইপিএল (WPL) দল।
সেই হিসাবে প্রধান কোচ রিকি পন্টিংকে (Ricky Ponting) ছেড়ে দিয়েছে ফ্রাঞ্চাইজি। আসন্ন মরসুমে হেমাঙ্গ বাদানি দিল্লি দলকে (DC) কোচিং করাবেন। সৌরভ গাঙ্গুলিকে (Sourav Ganguly) সরিয়ে পুরুষদের জন্য ক্রিকেট প্রধান হয়েছেন ভেনু গোপাল রাও। দিল্লি ক্যাপিটালস (DC) তাদের দলের মেন্টর হিসাবে ইংল্যান্ডের কিংবদন্তি খেলোয়াড় কেভিন পিটারসেনকে (Kevin Pietersen) বেছে নিয়েছে। শূন্য ছিলো কেবল অধিনায়ক পদটি। ঋষভ পন্থের উত্তরসূরি কে হবেন তা নিয়ে ব্যাপক জল্পনা ছিলো সমর্থকদের মধ্যে। হাওয়ায় ভাসছিলো কে এল রাহুল, ফাফ দু প্লেসিদের মত একাধিক নাম। কিন্তু শেষমেশ অলরাউন্ডার অক্ষর প্যাটেলের উপরেই আস্থা রাখলো ফ্র্যাঞ্চাইজি।
Read More: IPL 2025: মুম্বাই ইন্ডিয়ান্সের নতুন কোচ জ্যাকি শ্রফ, সামলাবেন এই গুরুত্বপূর্ণ দায়িত্ব !!
ধারাবাহিকতার দাম পেলেন অক্ষর-

অধিনায়ক বাছাই নিয়ে গতকাল সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ একাধিক পোস্ট করেছিলো দিল্লি ক্যাপিটালস। জনপ্রিয় টেলিভিশন শো ‘সিআইডি’র অভিনেতা আদিত্য শ্রীবাস্তব ও দুই ক্রিকেট ইনফ্লুয়েন্সার’কে একটি বিশেষে ভিডিও’ও নেটদুনিয়ায় পোস্ট করেছিলো ফ্র্যাঞ্চাইজি। শেষমেশ আজ সকাল ৯টা ৩০ মিনিটে অক্ষরের নাম’ই আনুষ্ঠানিক ভাবে অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয়। সংবাদমাধ্যম সূত্রে খবর যে ক্যাপিটালস কর্মকর্তাদের প্রথম পছন্দ নাকি ছিলেন কে এল রাহুল। পাঞ্জাব ও লখনৌ’র হয়ে তাঁর নেতৃত্ব দানের অভিজ্ঞতাকে কাজে লাগাতে চেয়েছিলেন তাঁরা। কিন্তু সেই প্রস্তাব কর্ণাটকের তারকা প্রত্যাখ্যান করায় শেষমেশ অক্ষরেই আস্থা রেখেছে ফ্র্যাঞ্চাইজি। গত আইপিএলে(IPL) দিল্লি দলের সহ-অধিনায়ক ছিলেন অক্ষর, পন্থের ১ ম্যাচ নির্বাসিত হওয়ায় দিল্লি দলকে নেতৃত্ব’ও দিয়েছিলেন তিনি।
অক্ষর চলতি সময়ে ভারত দলের সাদা বলের অন্যতম সেরা খেলোয়ার হয়ে উঠেছেন। টি-টোয়েন্টি ও ওডিআই ফরম্যাটে তিনি ব্যাটিং ও বোলিং উভয় ক্ষেত্রেই দেখিয়েছেন অনবদ্য ধারাবাহিকতা। শুধু তাই নয়, ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় ২৩ গড় ও ১৩৯.৩৯ স্ট্রাইক রেটে ৯২ রান করেন এবং ৯ উইকেট তুলে নিয়েছিলেন। পাশাপাশি মেগা ফাইনালে ৩১ বলে ১টি চার ও ৪টি ছক্কায় ৪৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন এবং ৪৯ রান দিয়ে ১উইকেট তুলেছিলেন। নজর কেড়েছেন সদ্যসমাপ্ত চ্যাম্পিয়ন্স ট্রফিতেও। তাঁকে ব্যাটিং অর্ডারের পাঁচ নম্বরে তুলে এনেছিলেন কোচ গম্ভীর। প্রায় প্রত্যেকটি ম্যাচেই কার্যকরী অবদান রেখেছেন তিনি। নজর কেড়েছেন নিয়ন্ত্রিত বোলিং-এও। অক্ষরের এই পারফর্মেন্সের পর ভারতীয় দলে প্রচুর কদর বেড়েছে অক্ষরের। সম্প্রতি ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে অধিনায়ক সূর্যকুমার যাদবের ডেপুটিও ছিলেন তিনি।