ipl-2025-axar-named-new-dc-captain

IPL 2025: ২০২২ থেকে দিল্লী ক্যাপিটালসের (DC) অধিনায়ক ছিলেন ঋষভ পন্থ (Rishabh Pant)। ২০২৩-এ চোটের কারণে মাঠে নামতে পারেন নি তিনি। তারপরও ২০২৪-এ ফের তাঁর হাতে তুলে দেওয়া হয়েছিলো নেতৃত্বের ব্যাটন। দীর্ঘমেয়াদী অধিনায়ক হিসেবে ঋষভই ছিলেন ফ্র্যাঞ্চাইজির প্রথম পছন্দ। কিন্তু ২০২৫-এর আইপিএলের (IPL) আগে আচমকাই বাম হাতি উইকেটরক্ষক-ব্যাটার দল ছাড়ায় পরিকল্পনা বদলাতে বাধ্য হন তাঁরা। জেড্ডার মেগা নিলাম থেকে কর্ণাটকের তারকা কে এল রাহুলকে (KL Rahul) ১২ কোটি টাকায় দলে সামিল করেছিলো দিল্লী (DC)। প্রথমে শোনা গিয়েছিলো যে তাঁকেই বসানো হবে পন্থের ছেড়ে যাওয়া আসনে। কিন্তু দিল্লীর প্রস্তাবে সাড়া দেন নি রাহুল। সাধারণ ক্রিকেটার হিসেবে খোলা মনে খেলতে চান, জানিয়েছেন তিনি। ফলে মরসুম শুরুর আগে নতুন মুখে আস্থা রাখার সিদ্ধান্ত নিয়েছে ফ্র্যাঞ্চাইজি। অধিনায়ক বেছে নেওয়া হয়েছে অক্ষর প্যাটেলকে (Axar Patel)।

Read More: IPL 2025: হার্দিক বাদ পড়তেই কপাল খুললো এই ক্রিকেটারের, সরাসরি জায়গা পেলেন মুম্বই একাদশে !!

দিল্লীর নেতৃত্বে অক্ষর প্যাটেল-

Axar Patel | IPL | Image: Getty Images
Axar Patel | Image: Getty Images

২০১৯ সাল থেকে দিল্লী ক্যাপিটালসে (DC) রয়েছেন অক্ষর প্যাটেল (Axar Patel)। গত দুই-তিন মরসুমে দলের অন্যতম গুরুত্বপূর্ণ ক্রিকেটার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি। ব্যাট হাতে লোয়ার অর্ডারে যেমন একের পর এক কার্যকরী ইনিংস খেলেছেন, তেমনই বল হাতেও থেকেছেন নিখুঁত। পাওয়ার প্লে ও ডেথ ওভারে সাধারণত বোলিং করেন অক্ষর। তারপরেও ৮ পেরোয় নি তাঁর ইকোনমি। নিয়মিত উইকেটও তুলেছেন স্লো লেফট আর্ম অর্থোডক্সের জাদুতে। ধারাবাহিক ভালো পারফর্ম্যান্সের পুরষ্কার পেলেন তিনি। গত দুই মরসুমে ছিলেন সহ-অধিনায়ক। ২০২৪-এর আইপিএলে (IPL) ঋষভ একটি ম্যাচে নির্বাসিত হওয়ায় কার্যনির্বাহী নেতা হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন তিনি। এবার পূর্ণ সময়ের অধিনায়ক হিসেবে মাঠে নামতে চলেছেন অক্ষর। দিল্লী দলের দুই কর্ণধার জিএমআর গোষ্ঠীর কিরণ কুমার গ্রান্ধী ও  জেএসডব্লু স্পোর্টসের পার্থ জিন্দল শুভেচ্ছা জানিয়েছেন নতুন অধিনায়ক।

নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত অক্ষর প্যাটেল (Axar Patel)। এক সাক্ষাৎকারে জানিয়েছেন, “দিল্লী ক্যাপিটালসের অধিনায়ক হতে পেরে আমি সম্মানিত। আমাদের কর্ণধার ও সাপোর্ট স্টাফদের প্রতি আমি কৃতজ্ঞ। এখানে খেলার সময়েই আমি একজন ক্রিকেটার ও মানুষ হিসেবে অনেক পরিণত হয়ে উঠেছি। আমার মনে হয় যে আমি প্রস্তুত। নেতৃত্ব দিতে পারবো, আত্মবিশ্বাস রয়েছে আমার। আমাদের কোচ ও স্কাউটেরা মেগা অকশনে দুর্দান্ত কাজ করেছেন। যে দল তাঁরা তৈরি করে দিয়েছেন তাতে যথেষ্ট ভারসাম্য রয়েছে। সাফল্যের যথেষ্ট সম্ভাবনাও রয়েছে।” “আমাদের দলে অনেকজন নেতা রয়েছেন। যেটা আমার জন্য খুবই সুবিধাজনক। দলের সাথে যোগ দেওয়ার জন্য মুখিয়ে রয়েছি। আশা রাখছি আমরা একটা সফল মরসুম কাটাবো, সমর্থকদের থেকে প্রচুর ভালোবাসা পাবো,” সংযোজন তাঁর।

অক্ষরকে স্বাগত জানিয়েছে DC-

সহ-অধিনায়ক নির্বাচিত হলেন দু প্লেসি-

Faf du Plessis | IPL | Image: Getty Images
Faf du Plessis | Image: Getty Images

অক্ষর প্যাটেলের (Axar Patel) ডেপুটি হিসেবে অভিজ্ঞ ফাফ দু প্লেসি’কে (Faf du Plessis) বেছে নিয়েছে দিল্লী ক্যাপিটালস। চেন্নাই সুপার কিংসের হয়ে দীর্ঘদিন খেলেছেন প্রোটিয়া তারকা। ছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতেও। এবারের মেগা নিলামে তাঁকে ২ কোটি টাকায় দলে সামিল করেছে দিল্লী। ওপেনার হিসেবে কোচ হেমাঙ্গ বাদানির ভাবনায় যে রয়েছেন দু প্লেসি তা স্পষ্ট তাঁর সহ-অধিনায়ক নির্বাচিত হওয়া থেকেই। দীর্ঘ কেরিয়ারে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দিয়েছেন তিনি। এছাড়াও SA20 বা মেজর লীগ ক্রিকেটের মত ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টেও অধিনায়কের দায়িত্ব সামলেছেন। ২০২৪-এই তাঁর অধীনে ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগ জিতেছে সেন্ট লুসিয়া কিংস। আইপিএলেও (IPL) অধিনায়কত্বের অভিজ্ঞতা রয়েছে দু প্লেসি’র। ২০২২ থেকে ২০২৪ অবধি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দায়িত্বে ছিলেন তিনি। এবার অক্ষরের সহকারী হিসেবে কেমন ভূমিকা নেন সেদিকে নজর থাকবে সকলের।

Also Read: IPL 2025: পন্থের নেতৃত্বে প্রথম ট্রফির স্বপ্ন দেখছে লক্ষ্ণৌ, কোচ ল্যাঙ্গারের একাদশে থাকছেন একঝাঁক তারকা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *