জমে উঠেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিলামের (IPL 2035 Auction) আসর। আসন্ন আইপিএলের মঞ্চে বোলারদের নিয়ে বেশ দর চলেছে নিলামে বোলারদের মধ্যে সবথেকে বেশি ১২.৫০ কোটি করে পেয়েছেন তিন বোলার প্রথমেই অস্ট্রেলিয়া আর কিংবদন্তি পেশার যশ হ্যাজেলটকে ১২ কোটি ৫০ লক্ষ টাকা দিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু দল তাদের ফ্রাঞ্চাইজিতে সামিল করেছেন। এর আগেও যশ হ্যাজেলউডকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলে খেলতে দেখা গিয়েছিল। গত মৌসুমে আইপিএলে দল পানি তিনি ১২ কোটি ৫০ লক্ষ টাকায় মুম্বাই ইন্ডিয়ান্স তাদের দলে সামিল করেছে তারকা পেশার ট্রেন্ট বোল্টকে। মুম্বাই ইন্ডিয়ানসে সোনালী যোগে অর্থাৎ ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে দুর্দান্ত প্রদর্শনী দেখিয়েছিলেন বোল্ট তবে তাকে ২০২২ সালের আইপিএলের আগে ছেড়ে দিয়েছিল পাঁচবারের চ্যাম্পিয়ন দলটি কিন্তু আবার নিজেদের ভুল বুঝতে পেরে দলে পুনরায় বোল্টকে সামিল করল মুম্বাই ইন্ডিয়ান্স।
একেবারে শেষ মুহূর্তে এবারের আইপিএলে নাম লিখিয়েছিলেন জফারা আর্চার (Jofra Archer)। তাকে দলে শামিল করার জন্য রাজস্থান ও মুম্বইয়ের মধ্যে লড়াই দেখতে পাওয়া যায়। তবে মুম্বাই ইন্ডিয়ান্স শেষে ১২ কোটি ৫০ লক্ষ দিয়ে দলে শামিল করে রাজস্থান রয়্যালস। ভারতীয় পেসারদের মধ্যে এই রাউন্ডে সর্বাধিক ৯ কোটি ৭৫ লক্ষ টাকা পেয়েছেন আবেশ খান, তিনি লখনৌ সুপার জায়ান্টস দলের হয়ে আসন্ন মৌসুমে আবার খেলবেন। ৯ কোটি ৫০ লক্ষ টাকা দাম পেয়েছেন প্রসিদ্ধ কৃষ্ণ। তিনি আসন্ন মৌসুমে গুজরাত টাইটান্স দলের জার্সিতে খেলবেন। প্রোটিয়া দলের প্রমুখ পেসার একরিখ নোকিয়াকে দলে শামিল করলো কলকাতা নাইট রাইডার্স।
এরপর স্পিনারদের তালিকা সামনে আসতেই রাজস্থান ও হায়দ্রাবাদ দলের মুখে হাসি ফুটে ওঠে। স্পিনারদের মধ্যে ২ কোটি ৪০ লক্ষ টাকা পেয়েছেন এডাম জাম্পা (Adam Zampa), ৩ কোটি ২০ লক্ষ টাকা পেয়েছেন রাহুল চাহার। দুই তারকা খেলোয়াড়কে দলে শামিল করেছে সানরাইজার্স হায়দ্রাবাদ। শ্রীলঙ্কার দুই প্রমুখ স্পিনার মহেশ তিকশনা ও ওয়ানিন্দু হাসারাঙ্গাকে দলে শামিল করতে মুখিয়ে ছিল রাজস্থান ফ্রাঞ্চাইজি। ৪.৪০ কোটি টাকা দিয়ে তিকশনা ও ৫.২৫ কোটি টাকায় দ্রাবিড়ের কোচিংয়ে সামিল হলেন হাসারাঙ্গা। তবে স্পিনারদের তালিকায় সর্বোচ্চ ১০ কোটি টাকা পেয়েছেন নূর আহমেদকে (Noor Ahmed)। চেন্নাইয়ের চিপকে অশ্বিন, জাদেজার সঙ্গে জুটি বাঁধবেন তিনি।