ঠিক হলো দিনক্ষণ, এই দিনেই হতে চলেছে আইপিএল ২০২৫’এর মেগা নিলাম !! 1

চলতি ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচের মাঝেই সমাজ মাধ্যমে চর্চার বিষয়বস্তু হয়ে উঠেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ ২০২৫’ (IPL 2025) নিয়ে চর্চা। ঠিক হয়ে গেল আসন্ন আইপিএলের নিলামের দিনক্ষণ, কিছুদিন আগেই আইপিএল বোর্ড কতৃপক্ষ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ধরে রাখা ও ছেড়ে দেওয়া খেলোয়াড় সংক্রান্ত নিয়মাবলী পেশ করে। নতুন আইপিএলের নিয়ম অনুযায়ী, আসন্ন আইপিএলের নিলামের আগে ফ্রাঞ্চাইজি গুলিকে ৫ জন করে খেলোয়াড় ধরে রাখার অনুমতি দিয়েছে এবং একজন খেলোয়াড়কে নিলামের মঞ্চ থেকে বাছাই করার অনুমতি দিয়েছে খোদ বিসিসিআই (BCCI)।

ভারতে বসছে না নিলামের আসর

Csk auction table, ipl 2025
CSK Auction Table | Image: Twitter

তবে আসন্ন আইপিএলের মেগা নিলামের আসর বসবে কোথায়?‌ তা নিয়ে ছিল সমালোচনা। ভারতের বাইরেই নিলামের আসর বসার কথা নিশ্চিত ছিল। ২০২৪ সালের আইপিএলের আগে নিলাম অনুষ্ঠিত হয়েছিল দুবাইয়ে। সূত্রের খবর অনুযায়ী, এবারেও, সৌদি আরবে বসতে চলেছে ২০২৫ আইপিএলের নিলামের (IPL 2025) আসর। বিসিসিআইয়ের (BCCI) পক্ষ থেকে এখনও ১৮তম আইপিএল নিলামের দিনক্ষণ ও ভেনু নিয়ে কোনও অফিসিয়াল বার্তা আসেনি। জানা গিয়েছে, ২৪ ও ২৫ নভেম্বর হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মেগা নিলাম অনুষ্ঠিত হবে।

Read More: “বোঝা হয়ে দাঁড়িয়েছে…” নিউজিল্যান্ডের বিরুদ্ধে খাতা খুলতে ব্যার্থ KL রাহুল, সমাজ মাধ্যমে শুরু হলো চর্চা !!

২০২২ সালে শেষবার আইপিএলের (IPL 2025) মেগা নিলাম অনুষ্ঠিত হয়েছিল। আসন্ন নিলামের মঞ্চে প্রতিটি ফ্র্যাঞ্চাইজির কাছে অতিরিক্ত টাকা খরচ করার সুযোগ রয়েছে। প্রতিটি ফ্রাঞ্চাইজি ২০ কোটি টাকা অতিরিক্ত অর্থাৎ ১২০ কোটি টাকা ব্যাবহার করতে পারবে। ইতিমধ্যেই প্রতিটি ফ্রাঞ্চাইজি তাদের নতুন আইপিএল মরসুমের জন্য প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে। ৫ বারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স তাদের প্রধান কোচ হিসেবে শ্রীলঙ্কার কিংবদন্তি ব্যাটসম্যান মাহেলা জয়বর্ধনেকে ফিরিয়ে এনেছে। এমনকি বোলিং কোচ লাসিথ মালিঙ্গার সাথে প্রাক্তন ভারতীয় বোলিং কোচ পরশ মাম্ব্রেকে ফিরিয়ে এনেছে।

কোচের পরিবর্তন দেখা গিয়েছে বেশ কয়েকটি ফ্রাঞ্চাইজিতে

অন্যদিকে, ডুয়েন ব্রাভো চেন্নাই সুপার কিংস দলের বোলিং কোচের দায়িত্ব ছেড়ে কলকাতা নাইট রাইডার্স দলের মেন্টরের ভূমিকায় শামিল হয়েছেন। ভারতীয় দলের কিংবদন্তি বলার জাহির খান লখনৌ সুপার জায়ান্টস দলের মেন্টর ও বোলিং কোচ হয়েছেন। তাছাড়া বিশ্বকাপ জয়ী কোচ রাহুল দ্রাবিড় ও বিশ্বকাপ জয়ী ভারতীয় ব্যাটিং কোচ বিক্রম রাঠোর রাজস্থান রয়্যালস দলের হয়ে প্রধান কোচ ও ব্যাটিং কোচের ভূমিকা পালন করে।

Read Also: IPL 2025: মেগা অকশনের আগে ‘মেগা’ চমক রোহিতের, স্থির করে ফেললেন পরবর্তী গন্তব্য !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *