IPL 2025: গুজরাট দলের এই খেলোয়াড়কে ছিনিয়ে নিচ্ছে চেন্নাই, রাতের ঘুম হারাম করেছিল ধোনি-জাদেজার !! 1

IPL 2025: আগামী আইপিএল (IPL) নিয়ে ইতিমধ্যেই চড়তে শুরু করেছে উত্তেজনার পারদ। সবকিছু ঠিকঠাক থাকলে মরসুম শুরু হতে পারে মার্চের শেষে বা এপ্রিল মাসে। কিন্তু ডিসেম্বরে রয়েছে মেগা অকশন। সেদিকেই এখন তাকিয়ে সকলে। তুমুল চর্চা চলছে রিলিজ ও রিটেনশনের ব্যপারে। গত ৩১ জুলাই ফ্র্যাঞ্চাইজিদের সাথে একটি বৈঠক করেছে বিসিসিআই। নিজেদের দাবীদাওয়া জানিয়েছে দলগুলি, কিন্তু এখনও নিলামের নিয়মবিধি কিছু প্রকাশ করে নি বোর্ড। সূত্রের খবর ছ’টি রিটেনশন দেওয়া হতে পারে, অথবা চারটি রিটেনশনের সাথে থাকতে পারে দুটি আর টি এম কার্ড। সম্ভাব্য সব পরিস্থিতি মাথায় রেখেই পরিকল্পনা সাজাচ্ছে চেন্নাই (CSK) শিবির। নিলাম থেকে কাদের নেওয়া হবে, তৈরি হচ্ছে সেই ‘উইশ লিস্ট’ও। শোনা যাচ্ছে সেই তালিকায় নাম রয়েছে মোহিত শর্মা’র (Mohit Sharma)।

Read More: আইসিসি’র মসনদে জয় শাহ, খবর সামনে আসতেই শঙ্কিত পাকিস্তান !!

মোহিত শর্মা’কে দলে নিতে আগ্রহী চেন্নাই-

Mohit sharma | IPL | Image: Getty Images
Mohit Sharma | Image: Getty Images

গত মরসুমে ফাস্ট বোলারের অভাব একটা সময় ভুগিয়েছে চেন্নাই সুপার কিংসকে (CSK)। দেশের হয়ে খেলতে আইপিএল (IPL) ছেড়েছিলেন মুস্তাফিজুর রহমান। চোটপ্রবণ দীপক চাহারকে (Deepak Chahar) পাওয়া যায় গোটা মরসুম। ছিটকে গিয়েছিলেন মাথিশা পথিরাণা’ও। তুষার দেশপাণ্ডের তেমন কোনো সঙ্গী না থাকায় সমিস্যা পড়তে হয়েছিলো মহেন্দ্র সিং ধোনি’র (MS Dhoni) দল’কে। বিশেষ করে ডেথ বোলিং নিয়ে প্রভূত সমস্যার সম্মুখীন হতে হয়েছে তাদের। ২০২৫-এর আইপিএলে (IPL)  যাতে সেই সমস্যা তাড়া করে না বেড়ায় তা নিশ্চিত করতে চায় ফ্র্যাঞ্চাইজি। বোলিং বিভাগকে শক্তিশালী করাই আপাতত লক্ষ্য। সেই কারণেই মোহিত শর্মা’কে ফেরাতে চাইছে তারা।

চেন্নাইয়ের হলুদ জার্সিতে বেশ কয়েকটি মরসুম কাটিয়েছেন মোহিত (Mohit Sharma)। জিতেছিলেন বেগুনি টুপিও। একটা সময় ক্রিকেটের মূলস্রোত থেকে হারিয়েই গিয়েছিলেন। ২০২২-এ প্রত্যাবর্তন ঘটান গুজরাত টাইটান্সের (GT) নেট বোলার হিসেবে। সেখানে নজর কেড়েছিলেন। ফলে ২০২৩-এ তাঁকে সই করায় টাইটান্স শিবির। অনবদ্য বোলিং করেন। তুলে নেন ২৭ উইকেট। ফাইনালে গুজরাত বনাম চেন্নাই ম্যাচে তাঁর হাতেই শেষ ওভার তুলে দিয়েছিলেন হার্দিক পান্ডিয়া। প্রথম চার বলে চারটি নিখুঁত ইয়র্কার এসেছিলো মোহিতের (Mohit Sharma) হাত থেকে। শেষ দুটি ডেলিভারি অবশ্য অভ্রান্ত হয় নি। ছক্কা ও চার হাঁকিয়ে সিএসকে’কে জয় এনে দেন রবীন্দ্র জাদেজা। আসন্ন মেগা নিলামের আগে মোহিতকে ছেড়ে দিতে পারে গুজরাত। সেই সুযোগই কাজে লাগাতে চায় চেন্নাই। ঘরে ফেরাতে পারে ডান হাতি পেসারকে।

ধোনির জন্য বিশেষ ছাড় CSK-কে ?

MS Dhoni | Image: Getty Images
MS Dhoni | Image: Getty Images

গত দেড় দশকে চেন্নাই সুপার কিংসের সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে গিয়েছেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। প্রথম আইপিএল (IPL) থেকে অধিনায়কত্ব করেছেন দলের। ২০২৪ মরসুমের আগে নেতৃত্ব ছাড়লেও এখনও দলের মুখ তিনিই। ৪৩ ছুঁইছুঁই তারকাকে কি ২০২৫-এ দেখা যাবে? প্রশ্নের উত্তর খুঁজছেন সকলে। আপাতত যা খবর তাতে বলা যাচ্ছে যে ছ’টি রিটেনশনের ফর্মূলা যদি পালনের নির্দেশ আসে বোর্ডের তরফে তাহলে হয়ত ধোনি’কে ধরে রাখা কঠিন হবে চেন্নাই সুপার কিংসের (CSK) তরফে। তবে ২০২১ অবধি আন্তর্জাতিক ক্রিকেট থেকে পাঁচ বছর বা তার বেশী সময় পূর্বে অবসর নেওয়া ক্রিকেটারদের আনক্যাপড হিসেবে ধরা হত। আলাদা রিটেনশন স্লট থাকত তাঁদের জন্য। ২০১৯-এ টিম ইন্ডিয়াকে বিদায় জানানো ধোনির (MS Dhoni) জন্য সেই নিয়ম ফেরানোর দাবী উঠেছে।

Also Read: IPL 2025: চমক দিলেন সঞ্জীব গোয়েঙ্কা, লক্ষ্ণৌ দলের বড় ঘোষণা সাংবাদিক সম্মেলনে  !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *