ipl-2025-ashutosh-ishant-sharma-fight

IPL 2025: আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আজ মুখোমুখি গুজরাত টাইটান্স ও দিল্লী ক্যাপিটালস (GT vs DC)। টসে জিতে প্রথম বোলিং-এর সিদ্ধান্ত নিয়েছিলেন গুজরাত অধিনায়ক শুভমান গিল (Shubman Gill)। ক্যাপিটালস জার্সিতে আজ তথাকথিত বড় ইনিংস কেউ না খেললেও কার্যকরী ক্যামিও দেখা গেলো বেশ কয়েকটি। শুরুটা করেন অভিষেক পোড়েন। ৯ বলে ১৮ করেন তিনি। এরপর করুণ নায়ার, কে এল রাহুল, অক্ষর প্যাটেলরাও ব্যাট হাতে অবদান রাখলেন আজ। রাজস্থানের বিরুদ্ধে সুপার ওভারের নায়ক ট্রিস্টান স্টাবসের ব্যাট থেকে এলো ৩১। ডেথ ওভারে ঝড় তুলেছিলেন আশুতোষ শর্মা (Ashutosh Sharma)। আরও একবার ‘ফিনিশিং টাচ’ দিয়ে নজড় কাড়লেন তিনি। তবে আজ গুজরাতের বিরুদ্ধে বিতর্কেও জড়িয়েছেন মধ্যপ্রদেশের ক্রিকেটার। ঈশান্ত শর্মা’র (Ishant Sharma) বেশ কিছুক্ষণ বাগ্‌বিতণ্ডা চলে তাঁর।

Read More: ট্রফি জেতানো কোচের আবার এন্ট্রি, বড় ঘোষণা KKR-এর !!

১৯তম ওভারের শেষ বলটিতে বাউন্সার করেছিলেন ঈশান্ত (Ishant Sharma)। দীর্ঘদেহী পেসারের ডেলিভারির নাগাল পান নি আশুতোষ শর্মা। মরিয়া হয়ে ব্যাট চালান তিনি। চেয়েছিলেন ফাইন লেগ অঞ্চল দিয়ে বাউন্ডারি ছিনিয়ে নিতে। কিন্তু ব্যর্থ হন দিল্লী ক্যাপিটালস ‘ফিনিশার’। বল জমা পড়ে উইকেটরক্ষক জস বাটলারের নিরাপদ দস্তানায়। ঈশান্তের মনে হয়েছিলো যে ব্যাট বা গ্লাভস ছুঁয়ে গিয়েছে বল। তিনি আপিল করেন উইকেটের আশায়। কিন্তু সাড়া দেন নি আম্পায়ার। এরপর আশুতোষ (Ashutosh Sharma) স্বতঃপ্রণোদিত হয়ে নিজের কাঁধের দিকে ইঙ্গিত করেন। বোঝাতে চেয়েছিলেন যে ব্যাট বা গ্লাভস নয়, কাঁধ ছুঁয়ে বল গিয়েছে বাটলারের হাতে। জার্সিতে হাতাও গুটিয়ে দেখান তিনি। যদিও তাঁর  কথা মানতে রাজী ছিলেন না ঈশান্ত। আঙুল উঁচিয়ে আশুতোষকে কিছু বলেন তিনি। এগিয়ে এসে কটাক্ষ করেন গুজরাত অধিনায়ক শুভমানও।

এমনিতে চড়া রোদ আহমেদাবাদে। মাঝেমধ্যেই বোলারদের দেখা গিয়েছে ডাগ-আউটে গিয়ে জলপান করতে। এহেন পরিস্থিতিতে ঈশান্ত-আশুতোষ দ্বন্দ্ব ম্যাচের উত্তাপ আরও বাড়িয়েছে বলে মনে করছে বিশেষজ্ঞমহল। এই ঘটনার পর অবশ্য ইনিংস আর বেশীদূর টানতে পারেন নি দিল্লী’র (DC) ডান হাতি ব্যাটার। পরের ওভারেই রবিশ্রীনিবাসন সাই কিশোরের শিকার হন তিনি। ক্যাচ দিয়ে বসেন অতিরিক্ত ফিল্ডার মহীপাল লোমরোরের হাতে। ১৯ বলে আজ ৩৭ করেছেন তিনি। আশুতোষ যখন আউট হন তখন দিল্লীর স্কোরবোর্ডে ১৯৯ রান। হাতে বাকি ছিলো আর একটি মাত্র ডেলিভারি। ২০০ আদৌ হবে কিনা তা নিয়ে আচমকাই দেখা গিয়েছিলো সংশয়। কিন্তু কুলদীপ যাদব বাউন্ডারি মেরে ২০৩-এ পৌঁছে দেন দলকে। রান তাড়া করতে নেমে প্রতিবেদন লেখার সময় অবধি গুজরাতের স্কোর ৬৮/১।

দেখুন ঘটনার ভিডিও-

Also Read: IPL 2025: “এই ম্যাচ জমবে…” দিল্লীর স্কোরবোর্ডে ২০৩ রান, ঘুরে দাঁড়াতে পারে গুজরাত, বলছে সোশ্যাল মিডিয়া !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *