IPL 2025: ২০২২ সালে আইপিএলে (IPL) প্রথমবার অংশ নিয়েছিলো গুজরাত টাইটান্স (GT)। আবির্ভাবেই ট্রফি জিতে চমকে দিয়েছিলো তারা। ২০২৩ সালেও সাফল্যের ধারা ধরে রাখতে পেরেছিলো গুজরাত ফ্র্যাঞ্চাইজি। প্রথম দল হিসেবে তারা আদায় করেছিলো প্লে-অফের ছাড়পত্র। পৌঁছে গিয়েছিলো ফাইনালেও। কিন্তু চেন্নাই সুপার কিংসের (CSK) বিরুদ্ধে হেরে রানার্স-আপ হিসেবে শেষ করে তারা। ২০২৪ আইপিএলটা (IPL) অবশ্য ভালো কাটে নি তাদের। জয় দিয়ে অভিযান শুরু করলেও লাগাতার ব্যর্থতা গুজরাতকে ঠেলে দেয় লীগ টেবিলের অষ্টম স্থানে। হতাশাজনক মরসুম শেষে ঘুরে দাঁড়াতে মরিয়া তারা। আপাতত আগামী আইপিএলের মেগা অকশনকে ঘিরেই চলছে পরিকল্পনা সাজানো। নিলাম থেকে যে কয়জন ক্রিকেটারকে ‘টার্গেট’ করবে তারা, তাঁদের মধ্যে থাকছেন অর্জুন তেন্ডুলকর (Arjun Tendulkar)।
Read More: বাংলাদেশ সিরিজের আগেই দুঃখের পাহাড় ভেঙ্গে পড়লো টিম ইন্ডিয়ার উপর, অবসর নিচ্ছেন এই দুই খেলোয়াড় !!
মুম্বই ইন্ডিয়ান্স রিলিজ করছে অর্জুন-কে-
২০২১ সাল থেকে মুম্বই ইন্ডিয়ান্সে রয়েছেন শচীন তেন্ডুলকরের পুত্র অর্জুন (Arjun Tendulkar)। মাঝে ২০২৩-এর মিনি নিলামের আগে রিলিজ করা হলেও ফের তাঁকে দলে সামিল করে মুকেশ আম্বানির ফ্র্যাঞ্চাইজি। চার বছর দলের সাথে থাকলেও সুযোগ বিশেষ পান নি তিনি। প্রথম দুই মরসুম সম্পূর্ণভাবেই রিজার্ভ বেঞ্চে কেটেছিলো তাঁর। অবশেষে মাঠে নামেন ২০২৩-এ। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে কেবল ২ ওভারই করতে পেরেছিলেন অভিষেক ম্যাচে। ঐ বছর জসপ্রীত বুমরাহ, জোফ্রা আর্চারদের চোটের কারণে পায় নি মুম্বই। তরুণ ফাস্ট বোলার হিসেবে অর্জুনকে ব্যবহারের সুযোগ ছিলো দলের সামনে। কিন্তু কেবল ৪টি ম্যাচেই খেলানো হয় তাঁকে। ২০২৪ সালেও ভাগ্য সুপ্রসন্ন হয় নি তাঁর। কেবল ১টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন। আইপিএলের আঙিনায় নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য অর্জুন নিজেই আগামী নিলামের আগে রিলিজ চেয়ে নিতে পারেন মুম্বইয়ের থেকে।
গুজরাত টাইটান্সে যোগ দিতে পারেন অর্জুন-
গোয়ার হয়ে ঘরোয়া ক্রিকেটে ভালো পারফর্ম্যান্স করেছেন অর্জুন তেন্ডূলকর। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তাঁর প্রতিভার প্রশংসা করেছেন যোগরাজ সিং। যদি আইপিএলের নিলামে নাম লেখান তিনি, তাহলে তরুণ অলরাউন্ডারের জন্য ঝাঁপাতে পারে বেশ কয়েকটি দল। বিশেষজ্ঞরা মনে করছেন যে শচীন তেন্ডূলকরের পুত্র অর্জুনের জন্য আদর্শ গন্তব্য হতে পারে গুজরাত টাইটান্স। একজন পেস বোলিং অলরাউন্ডার প্রয়োজন তাদের। ভারতের বিজয় শঙ্কর ও আফগানিস্তানের আজমাতুল্লাহ ওমরজাই-গত মরসুমে ধারাবাহিকতার অভাব দেখা গিয়েছে দুজনের মধ্যেই। হয়ত এই বছর আর ধরে রাখা হবে না তাঁদের। সেই শূন্যস্থান পূরণ করার জন্য অর্জুনকে দলে সামিল করা হতে পারে। মুম্বইয়ের তুলনায় বেশী সুযোগ গুজরাতে পেতে পারেন অর্জুন।
শুভমানের সাথে কেমন হবে রসায়ন? রয়েছে কৌতূহল-
গত মরসুমে হার্দিক পান্ডিয়া গুজরাত টাইটান্স ছেড়ে ফিরেছেন মুম্বই ইন্ডিয়ান্সে। তারপর নেতার দায়িত্ব দেওয়া হয়েছে শুভমান গিল’কে। অর্জুন যদি গুজরাতে যোগ দেন তাহলে দুজনের সম্পর্কের সমীকরণ কেমন দাঁড়ায় তা নিয়ে কৌতূহল রয়েছে ক্রিকেটজনতার। অর্জুনের দিদি অর্থাৎ শচীন তেন্ডুলকরের কন্যা সারা’র সাথে নাকি প্রেমের সম্পর্ক রয়েছে শুভমান গিলের। নেটদুনিয়ায় রয়েছে এমনই গুঞ্জন। এমনকি মাঠেও শুভমানকে লক্ষ্য করে ‘সারা…সারা…’স্লোগান উঠেছে ক্রিকেটমাঠে। বিশ্বকাপ চলাকালীন শুভমানের ব্যাটিং-এর সময় প্রায়শই সম্প্রচারকারী চ্যানেলের ক্যামেরায় ধরা পড়েছিলেন গ্যালারিতে থাকা সারা তেন্ডুলকর। গোটা আইপিএল মরসুম তাঁর ভাইয়ের সাথে যদি সাজঘর ভাগাভাগি করেন নেন শুভমান, তাহলে এই চর্চা যে আরও বাড়বে তা বলাই বাহুল্য।