IPL 2025: প্লে-অফের সম্ভাবনা বাঁচিয়ে রাখতে মরসুমের বাকি ম্যাচগুলোতে জয় ছাড়া রাস্তা খোলা নেই কলকাতা নাইট রাইডার্সের (KKR) সামনে। গতকাল অরুণ জেটলি স্টেডিয়ামে কন্টকাকীর্ণ যাত্রাপথের প্রথম হার্ডলটা অন্তত পেরোতে সক্ষম হলো ২০২৪-এর আইপিএল (IPL) চ্যাম্পিয়নরা। ১৪ রানের ব্যবধানে হারালো দিল্লী ক্যাপিটালসকে (DC)। ঘরের মাঠে টসে জিতে প্রথম বোলিং-এর সিদ্ধান্ত নিয়েছিলো দিল্লী। রিঙ্কু, অঙ্গকৃষ, গুরবাজ, নারাইনদের সৌজন্যে ২০৪ রান স্কোরবোর্ডে তুলতে সক্ষম হয় নাইটরা (KKR)। জবাবে ব্যাট করতে নেমে একটা সময় চালকের আসনে ছিলো দিল্লীই। কিন্তু পরপর উইকেট তুলে দারুণ ভাবে ম্যাচে ফেরে কলকাতা। শেষমেশ দু প্লেসি, অক্ষর প্যাটেলদের রুখে দিয়ে ছিনিয়ে নেয় ২ পয়েন্ট। জয় এলেও স্বস্তি এখনও ফেরে নি নাইট শিবিরে। অধিনায়ক রাহানের চোট ভাবাচ্ছে থিঙ্কট্যাঙ্ককে।
Read More: CSK vs PBKS: বাদ স্যাম কুরান এবং নেহাল ওয়াধেরা, দুই দলের একাদশকে শক্তিশালী করতে এন্ট্রি নিচ্ছেন এই দুই তারকা !!
আহত রাহানেকে নিয়ে আশাবাদী অনুকূল-

দিল্লী (DC) ইনিংসের ১২তম ওভারের প্রথম বলটি নিশানায় রাখতে পারেন নি আন্দ্রে রাসেল (Andre Russell)। ক্যারিবিয়ান অলরাউন্ডারের হাফ-ভলিতে সজোরে ড্রাইভ মারেন ফাফ দু প্লেসি। এক্সট্রা কভার অঞ্চল দিয়ে বল বাউন্ডারিতে পাঠাতে চেয়েছিলেন ক্যাপিটালস (DC) শিবিরের দক্ষিণ আফ্রিকান ওপেনার। রান আটকানোর মরিয়া চেষ্টায় শরীর ছুঁড়ে দিয়েছিলেন কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। বল তাঁর ডান হাতের আঙুলে লেগে ছিটকে যায়। বাউন্ডারি নয় বরং কেবল এক রান পেয়েছিলো দিল্লী। তবে চোট পান রাহানে। যন্ত্রণাক্লিষ্ট মুখে কিছুক্ষণের মধ্যে মাঠও ছাড়তে হয় তাঁকে। ডাগ-আউটে চলে শুশ্রূষা। সহ-অধিনায়ক ভেঙ্কটেশ আইয়ারকে সরিয়ে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে আগেই নামানো হয়েছিলো বৈভব আরোরাকে। ফলে রাহানের বদলে নেতৃত্ব সামলান সুনীল নারাইন।
রাসেল ‘নো-বল’ করায় বিশেষ দাম পায় নি রাহানের মরিয়া প্রচেষ্টা। পরবর্তী ফ্রি হিটে ড্রাইভ মেরেই বাউন্ডারি ছিনিয়ে নেন দিল্লী অধিনায়ক অক্ষর প্যাটেল। রাহানের চোট চিন্তা বাড়িয়েছিলো নাইট সমর্থকদের। কিন্তু গতকাল খেলা শেষে তাঁদের আশ্বস্ত করলেন অলরাউন্ডার অনুকূল রয় (Anukul Roy)। ঝাড়খণ্ডের ক্রিকেটার সাক্ষাৎকারে জানান, “(রাহানের চোট) খুব একটা গুরুতর কিছু বলে মনে হচ্ছে না। হয়ত দুই-তিন দিন লাগবে (সেরে উঠতে)। চিকিৎসকেরা আরও স্পষ্ট ভাবে বলতে পারবেন। কিন্তু এই মুহূর্তে ও (রাহানে) ঠিকই আছে। ওর কয়েকটা সেলাই পড়েছে। কিন্তু এটা সামলে নেওয়া যাবে।” রাহানে নিজেও খেলার পরে জানিয়েছেন, “খুব একটা খারাপ অবস্থা নয়। আমি ঠিক আছি।” আগামী রবিবার রাজস্থানের বিরুদ্ধে ম্যাচ রয়েছে কলকাতার, সেখানে রাহানেকে পাওয়া যাবে বলেই মনে করছে নাইট টিম ম্যানেজমেন্ট।
অনুকূল-নারাইনের প্রশংসা করলেন রাহানে-

গতকালই চলতি আইপিএল (IPL) মরসুমে প্রথমবার মাঠে নেমেছিলেন অনুকূল রয় (Anukul Roy)। বাজিমাত করলেন বল হাতে। ৪ ওভারে মাত্র ২৭ রানের বিনিময়ে তুলে নেন ১ উইকেট। তাঁর হাতে নতুন বল তুলে দিয়েছিলো নাইট রাইডার্স। প্রথম ওভারের দ্বিতীয় বলেই অনুকূল ফিরিয়ে দেন অভিষেক পোড়েলকে। ঝাড়খণ্ডের অলরাউন্ডারের প্রশংসায় পঞ্চমুখ অধিনায়ক রাহানে। খেলা শেষে জানিয়েছেন, “ইতিহাস বলছে যে এই মাঠে বাম হাতি স্পিনাররা কার্যকরী হয়েছে। ও খুব পরিশ্রম করেছে। তবে আমরা একটা-একটা করে ম্যাচ ধরে এগোতে চাই।” ব্যাটিং ও বোলিং-এর পাশাপাশি নেতৃত্বেও নজর কেড়েছেন সুনীল নারাইন (Sunil Narine)। ক্যারিবিয়ান কিংবদন্তিকেও কুর্নিশ রাহানের। বলেছেন, “এই ফ্র্যাঞ্চাইজির হয়ে ও বরাবরই চ্যাম্পিয়ন বোলার। ও আগেও এমনটা করেছে। ও আর বরুণ (চক্রবর্তী) থাকায় দারুণ সুবিধা হয়। যখনই সমস্যা হয়, ওদের শরণাপন্ন হই।”