IPL 2025: গত নভেম্বরে নজর গড়েছিলেন ঋষভ পন্থ। আইপিএলের (IPL) মেগা নিলামে সর্বোচ্চ দাম পেয়েছিলেন তিনি। জেড্ডায় তরুণ উইকেটরক্ষক-ব্যাটারকে পেতে আসরে নেমেছিলেন সানরাইজার্স হায়দ্রাবাদ ও লক্ষ্ণৌ সুপারজায়ান্টস। দর ২০ কোটি ছাড়ানোর পর আরটিএম ব্যবহারের চেষ্টা করে পন্থের পুরনো ফ্র্যাঞ্চাইজি দিল্লী ক্যাপিটালসও (DC)। কিন্তু এরপর ২৭ কোটি দর হাঁকেন লক্ষ্ণৌ (LSG) কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা। পিছু হটতেই হয় দিল্লীকে। শেষমেশ সুপারজায়ান্টস শিবিরেই সই করেন ঋষভ (Rishabh Pant)। তাঁর হাতে তুলে দেওয়া হয়েছিলো অধিনায়কত্বের ব্যাটনও। তাঁর কাছ থেকে ভক্তদের প্রত্যাশা ছিলো আকাশছোঁয়া। কিন্তু পারফর্ম্যান্স তার ধারেকাছেও পৌঁছতে পারে নি। এবারের আইপিএলে (IPL) ব্যাট হাতে রানের মুখ দেখেন নি তিনি। ব্যর্থ অধিনায়ক হিসেবেও। মরসুম শেষে ব্যর্থতার বিশ্লেষণ করতে বসে ‘সময়’কে দুষলেন পন্থের সতীর্থ আকাশ দীপ।
Read More: এই নজির কারো নেই, প্রথম অধিনায়ক হিসেবে আইপিএলে নতুন রেকর্ড গড়লেন শ্রেয়স আইয়ার !!
পন্থের পাশেই দাঁড়ালেন আকাশ দীপ-

এবারের আইপিএলে (IPL) মাত্র ১৫১ রান করেছেন ঋষভ পন্থ (Rishabh Pant)। তাঁর ব্যাটিং গড় ১৩.৭২। স্ট্রাইক রেট ১০৭-এর আশেপাশে। চেন্নাই-এর বিরুদ্ধে ৬৩ রানের একটি মন্থর ইনিংস ছাড়া একটি ম্যাচেও উল্লেখযোগ্য রান পান নি তিনি। ১২ ইনিংসের মধ্যে ৭ বার দশ পেরোতে পারেন নি। শূন্য রানে উইকেট খুইয়েছেন ৩ বার। শটচয়নের ক্ষেত্রে তাঁর ভুলভ্রান্তি নজরে এসেছে বারবার। ব্যাটিং-এর পাশাপাশি অধিনায়ক হিসেবেও যে আহামরি ছিলেন না পন্থ তার প্রমাণ পাওয়া যায় লীগ তালিকার দিকে তাকালেই। এখনও অবধি ১৩ ম্যাচ খেলে মাত্র ১২ পয়েন্ট লক্ষ্ণৌর (LSG) ঝুলিতে। আপাতত সপ্তম স্থানে রয়েছে তারা। ইতিমধ্যেই প্লে-অফের দৌড় থেকেও ছিটকে গিয়েছে সুপারজায়াটস শিবির। পন্থকে সামনে রেখে নতুন করে স্বপ্ন দেখতে চেয়েছিলো লক্ষ্ণৌ শিবির। তা যে মুখ থুবড়ে পড়েছে তা দিনের আলোর মতই পরিষ্কার।
হতাশাজনক পারফর্ম্যান্সের জন্য একের পর এক সমালোচনার তীরে যখন বিদ্ধ ঋষভ পন্থ তখন তাঁর দিকে সমর্থনের হাত বাড়িয়ে দিলেন আকাশ দীপ। বাংলার তারকা বলেছেন, “দেখুন আমার মনে হয় ক্রিকেটে সময় খুবই গুরুত্বপূর্ণ। আমার মনে হয় না চাপ কোনো প্রভাব ফেলেছে। কারণ ঋষভ প্রচুর ক্রিকেট খেলেছে। সর্বোচ্চ পর্যায়েও দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে ওর। সেখানে ভালো পারফর্মও করেছে। একজন অ্যাথলিট যিনি কিনা এত কিছু অর্জন করেছেন, তিনি জানেন কি করে চাপ সামলাতে হয়। আমার তাই মনে হয় না চাপ (ব্যর্থতার) কারণ। সময়ই মূলত দায়ী। মাঝেমধ্যে আপনি যাই করতে চান তা আর হতে চায় না। আমার মনে হয় ঋষভও এমনই একটা পর্যায়ের মধ্যে দিয়ে যাচ্ছে।” বেঙ্গালুরুর বিপক্ষে আজ শেষ লীগ ম্যাচ লক্ষ্ণৌর। অধিনায়ক পন্থ ব্যর্থতা কাটিয়ে উঠতে পারেন কিনা সেদিকে নজর থাকবে সকলের।
টেস্ট দলে বড় দায়িত্ব পেলেন পন্থ-

টি-২০ লীগে ব্যর্থতা সত্ত্বেও ঋষভ পন্থের (Rishabh Pant) উপর আস্থা হারাচ্ছে না ভারতীয় ক্রিকেট নিয়ামক সংস্থা বিসিসিআই। আসন্ন ইংল্যান্ড সিরিজের ভারতের সহ-অধিনায়ক নির্বাচিত হয়েছেন তিনি। জসপ্রীত বুমরাহকে সরিয়ে টেস্ট দলের সহ-অধিনায়কত্ব দেওয়া হয়েছে তাঁকে। রোহিত শর্মা’র অবসরের পর ফাঁকা হয়েছিলো অধিনায়কের সিংহাসন’ও। হিটম্যানের উত্তরসূরি হিসেবে বেছে নেওয়া হয়েছে শুভমান গিল’কে। নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জোড়া সিরিজ হারের পাঞ্জাবের বছর ২৫-এর যুবকের হাত ধরেই ঘুরে দাঁড়ানোর চেষ্টায় থাকবে ‘মেন ইন ব্লু।’ গত শনিবার ১৮ সদস্যের যে স্কোয়াড ঘোষণা করেছে সেখানে নতুন মুখ হিসেবে সুযোগ পেয়েছেন আর্শদীপ সিং ও সাই সুদর্শন। দীর্ঘসময় পর দলে ফিরেছেন করুণ নায়ার, শার্দুল ঠাকুররা। বাদ পড়েছেন মহম্মদ শামি, শ্রেয়স আইয়ারের মত তারকারা।