IPL 2025: সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH) জার্সিতে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে পথচলা শুরু হয়েছিলো রাহুলের (KL Rahul)। পরে গিয়েছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। এরপর পাঞ্জাব কিংস হয়ে ২০২২ সালে পা রাখেন লক্ষ্ণৌ সুপারজায়ান্টসে। ফ্র্যাঞ্চাইজির জন্মলগ্ন থেকে রয়েছেন তিনি। সামলেছেন অধিনায়কের দায়িত্ব। প্রথম দুই মরসুমে প্লে-অফে পা রাখলেও ২০২৪-এ সপ্তাম স্থানে শেষ করেছে তারা। পারফর্ম্যান্স যে দলমালিকদের মনঃপুত হয় নি তা বোঝা গিয়েছিলো হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। ১০ উইকেটের বিরুদ্ধে হারের পর অধিনায়ক কে এল রাহুলকে (KL Rahul) মাঠে দাঁড়িয়েই রীতিমত ধমক দিয়েছিলেন কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা (Sanjiv Goenka)। সেই ঘটনা ধরা পড়েছিলো সম্প্রচারকারী চ্যানেলের ক্যামেরায়।
Read More: মাঠে ফিরছেন মহম্মদ শামি, তারকা পেসারের প্রত্যাবর্তনে শক্তি বাড়ছে টিম ইন্ডিয়া’র !!
রাহুলের ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা-
গোয়েঙ্কা-রাহুলের ঘটনার পর থেকেই তারকা ক্রিকেটের আইপিএল (IPL) ভবিষ্যৎ নিয়ে রয়েছে সংশয়। এর পরেও তিনি কি লক্ষ্ণৌতেই থাকবেন নাকি রিলিজ চেয়ে নিয়ে নাম লেখাবেন নতুন দলে? উত্তর খুঁজছেন সকলে। বিশেষজ্ঞদের অধিকাংশই নিশ্চিত ছিলেন যে দল বদলাচ্ছেন কর্ণাটকের ক্রিকেটার। সম্ভাব্য গন্তব্য হিসেবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB), পাঞ্জাব কিংসের মত ফ্র্যাঞ্চাইজির নাম’ও ভাসছিলো ক্রিকেটমহলের অন্দরে। কিন্তু সূত্রের খবর পরিস্থিতি পাল্টেছে একটি বৈঠকের পর। কলকাতায় এসে দলমালিক গোয়েঙ্কার সাথে আলাদা করে কথা বলেন রাহুল (KL Rahul)। সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে যে ‘রিটেনশন’-এর নিশ্চয়তা ক্রিকেটারকে দিয়েছেন ফ্র্যাঞ্চাইজি মালিক। যদিও এই নিয়ে শিল্পপতি বিশদে জানান নি কিছু। কেবল রাহুলকে, “সুপারজায়ান্টস পরিবারের অংশ” বলে এড়িয়ে গিয়েছেন।
সুপারজায়ান্টসকে পরামর্শ আকাশ চোপড়া’র-
আইপিএলের (IPL) ইতিহাসে অন্যতম সেরা পারফর্মার কে এল রাহুল (KL Rahul)। ১৩২ ম্যাচে ৪৫.৪৬ গড়ে তিনি করেছেন ৪৬৮৩ রান। রয়েছে ৪ টি শতরান। একমাত্র ক্রিকেটার হিসেবে টানা চার মরসুমে ৬০০ বা তার বেশী রান করার নজির রয়েছে তাঁর। গত মরসুমে আহামরি পারফর্ম্যান্স করতে না পারলেও রাহুলের দক্ষতা নিয়ে সন্দেহের কোনো জায়গা নেই বলেই জানিয়েছেন আকাশ চোপড়া (Aakash Chopra)। তাঁকে ছেড়ে দেওয়া লক্ষ্ণৌ (LSG) ফ্র্যাঞ্চাইজির বড় ভুল হতে পারে, এমনটাও ইঙ্গিত দিয়েছেন তিনি। প্রাক্তন ক্রিকেটার জানান, “কে এল রাহুল প্রচুর অর্থ পাবে যদি এলএসজি ওকে ‘রিটেন’ না করে। কোনো বিচক্ষণ দল’ই কে এল-কে ছাড়বে না। ও যদি আইপিএল নিলামে যোগ দেন, নিঃসন্দেহে ১৮ কোটি টাকা’র বেশী পাবে।” তারকাকে ধরে রাখাই যে সঠিক সিদ্ধান্ত, নিজের বক্তব্যে তা স্পষ্ট করেছেন আকাশ।
নেতৃত্ব খোয়াতে পারেন রাহুল-
কে এল রাহুলের (KL Rahul) মত ক্রিকেটারকে হাতছাড়া করার ঝুঁকি হয়ত নেবে না লক্ষ্ণৌ সুপারজায়ান্টস (LSG)। ফ্র্যাঞ্চাইজি সূত্রে মিলেছে তেমনই খবর। কিন্তু তাঁর হাতে নেতৃত্বের দায়িত্ব সম্ভবত আর থাকছে না। কেবলমাত্র উইকেটরক্ষক-ব্যাটার হিসেবেই তাঁকে স্কোয়াডে রাখার কথা ভাবছেন কর্মকর্তারা। তিন মরসুম অধিনায়ক থেকে ট্রফি দিতে পারেন নি রাহুল। নতুন কাউকে তাই দল পরিচালনার দায়িত্ব দিয়ে দেখতে চান গোয়েঙ্কারা। আগামীর অধিনায়ক হওয়ার দৌড়ে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান (Nicholas Pooran)। গত বছর সহ-অধিনায়ক পদে বসানো হয়েছিলো তাঁকে। রাহুলের অনুপস্থিতিতে নেতৃত্বও দেন একটি ম্যাচে। এছাড়া ভাবনায় রয়েছেন ক্রুণাল পাণ্ডিয়াও। ২০২৩-এ অর্ধেক মরসুমে দলের দায়িত্ব সামলেছিলেন তিনি। রাহুল’কে সরিয়ে ‘সিনিয়র পাণ্ডিয়া’কে দেওয়া হতে পারে পূর্ণ সময়ের দায়িত্ব।