IPL 2024: গত এপ্রিল মাসের ৯ তারিখ আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিলো গুজরাত টাইটান্স (GT) এবং কলকাতা নাইট রাইডার্স (KKR)। দুরন্ত ছন্দে থাকা গুজরাত ঘরের মাঠে ‘ফেভারিট’ হিসেবেই শুরু করেছিলো নাইটদের বিপক্ষে। অধিনায়ক হার্দিক না থাকায় নেতার ভূমিকায় সেইদিন ছিলেন আফগানিস্তানের রশিদ খান (Rashid Khan)। প্রথমে ব্যাটিং করে সাই সুদর্শন ও বিজয় শঙ্করের ধুন্ধুমার ব্যাটিং-এর সৌজন্যে গুজরাত স্কোরবোর্ডে যোগ করে ২০৪ রান। বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো না হলেও সামলে নিয়েছিলো কলকাতা। বেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer) ও নীতিশ রানার ব্যাটিং-এর সুবাদে একটা সময় চালকের আসনেও জায়গা করে নিয়েছিলো নাইট শিবির। কিন্তু আঘাত হানেন রশিদ খান। তাঁর হ্যাট্রিকেই ম্যাচ প্রায় হাতছাড়া হতে বসেছিলো কলকাতার।
শেষ ওভারে নাইট (KKR) বাহিনীর জয়ের জন্য প্রয়োজন ছিলো ২৯ রান। প্রায় অবাস্তব এই লক্ষ্যমাত্রা সামনে থাকায় জয়ের আশা ছেড়ে দিয়েছিলেন অতি বড় কেকেআর সমর্থক’ও। যশ দয়ালের (Yash Dayal) হাতে বল তুলে দেন রশিদ। প্রথম বলটিতে সিঙ্গল নেন উমেশ যাদব। স্ট্রাইক পান রিঙ্কু সিং (Rinku Singh)। এরপরে যা ঘটে তার বিন্দুমাত্র আঁচ গোটা বিশ্বের কেউই কোথাও করতে পেরেছেন বলে মনে হয় না। পরপর পাঁচটা বল কোনোটা লং অফ, কোনোটা লং অন আবার কোনোটা ব্যাকওয়ার্ড স্কোয়্যার লেগের উপর দিয়ে গিয়ে আছড়ে পড়ে দর্শকদের মধ্যে। ২৯ নয়, রিঙ্কুর (Rinku Singh) সৌজন্যে ৩১ রান তুলে নিয়ে কামব্যাকের এক মহাকাব্য রচনা করে কলকাতা। রাতারাতি নাইটদের রিঙ্কু যখন হয়ে যান তারকা, তখনই বল হাতে টাইটান্সের যশ (Yash Dayal) পান ‘ভিলেন’-এর তকমা।
Read More: IPL 2024: ভারত থেকে সরে যাচ্ছে আইপিএল ২০২৪, এই দেশ নিতে চলেছে আয়োজনের দায়িত্ব !!
যশের IPL কেরিয়ার পড়েছে প্রশ্নের মুখে-
রিঙ্কু সিং (Rinku Singh) এবং যশ দয়াল-দুজনেই উত্তরপ্রদেশের ক্রিকেটার। একজন সদ্য ২৬-এ পা দিয়েছেন। আরেকজনের বয়স ২৫। দুই তরুণের ক্রিকেট কেরিয়ারের গতিপথ যেন দুইদিকে বেঁকে গিয়েছে ৯ এপ্রিলের ম্যাচের পর। রিঙ্কু (Rinku Singh) হয়ে উঠেছেন দেশের ক্রিকেটজনতার হার্টথ্রব। আইপিএলে গোটা মরসুমে কলকাতার টিম লিস্টে প্রথম যে কয়টি নাম স্থান করে নিয়েছে, তার মধ্যে থেকেছেন তিনি। ১৫০ স্ট্রাইক রেট ও প্রায় ৬০ গড়ে ৪৭৪ রান করে মরসুম শেষ করেছেন তিনি। ডাক পেয়েছেন জাতীয় দলে।
চীনের হাংঝৌ থেকে এশিয়ান গেমসের (Asian Games) সোনা জিতে ফিরেছেন। আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়ার মত প্রতিপক্ষের বিরুদ্ধে ‘ফিনিশার’ হিসেবে নজর কেড়ে একপ্রকার আগামী বছরের টি-২০ বিশ্বকাপে নিজের জায়গাও পাকা করে ফেলেছেন তিনি।রিঙ্কুর কেরিয়ারে যখন আলোর রোশনাই, তখন যশ দয়ালের (Yash Dayal) কেরিয়ার আপাতত অন্ধকারে। এক ওভারে পাঁচ ছক্কা হজম করার পর অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। অধিনায়ক হার্দিক সাক্ষাৎকারে জানিয়েছিলেন জ্বর রয়েছে যশের, কমে গিয়েছে ওজন। পরে কয়েকটি ম্যাচের জন্য মাঠে ফিরলেও ছন্দ খুঁজে পান নি আর। ৫ ম্যাচ খেলে মাত্র ২ টি উইকেট’ই পেয়েছেন তিনি। বোলিং গড় দাঁড়ায় ৮২.৫০।
ঘরোয়া ক্রিকেটে উত্তরপ্রদেশের হয়ে প্রথম শ্রেণির ম্যাচে ১৭ ম্যাচে তিনি নিয়েছেন ৫৮ উইকেট। লিস্ট-এ ক্রিকেটে ১৮ ম্যাচে তাঁর উইকেট সংখ্যা ২৭। কুড়ি-বিশের ফর্ম্যাটে ৪২ ম্যাচে নিয়েছেন ৩৮ উইকেট। ২০২২-এর মেগা অকশন থেকে সম্ভাবনাময় তরুণ’কে ৩.২ কোটি টাকা দিয়ে দলে নিয়েছিলো গুজরাত (GT)। প্রথম বছর ৯ ম্যাচ খেলে ১১ উইকেট নেন যশ। কিন্তু দ্বিতীয় মরসুমের ব্যর্থতায় মোহভঙ্গ হয়েছে তাদের। ২০২৪-এর আইপিএলের (IPL) ‘মিনি’ নিলামের আগে তাই টাইটান্স শিবির ছেঁটে ফেলেছে যশ’কে। নতুন দল পাওয়ার আশা নিয়ে নিলামে অংশ নেবেন তিনি। সৈয়দ মুস্তাক আলি (SMAT 2023) ট্রফিতেও আহামরি পারফর্ম করতে পারেন নি তিনি। ৭ ম্যাচে পেয়েছেন ৭ উইকেট। ফলত নতুন দল পাওয়া মুশকিল হতে পারে তাঁর জন্য।
Also Read: IPL 2024: স্টোকস কিংবা স্টার্ক নয়, এই দুর্দান্ত খেলোয়াড়ের জন্য নিলামে ৩০ কোটি টাকা খরচ করতে তৈরি মুম্বাই ইন্ডিয়ান্স !!