IPL 2024: গতকাল দুবাইয়ের কোকা-কোলা এরিনাতে বসেছিলো বহু প্রতীক্ষিত আইপিএল (IPL) নিলামের আসর। দশ দল মিলিয়ে শূন্যস্থানের সংখ্যা ছিলো মাত্র ৭৭। বিসিসিআই-এর প্রস্তুত করা ৩৩৩ জন ক্রিকেটারের তালিকা থেকে পছন্দের তারকাদের বেছে নিলো ফ্র্যাঞ্চাইজিগুলো। গত বছরের নিলামে রেকর্ড অর্থ পেয়েছিলেন স্যাম কারান (Sam Curran)। তাঁর ১৮ কোটি ৫০ লাখের রেকর্ড ভাঙলো এবার। প্রথম ক্রিকেটার হিসেবে ২০ কোটির গণ্ডী পেরোলেন অস্ট্রেলিয়ার তারকা পেসার প্যাট কামিন্স (Pat Cummins)। শেষমেশ ২০ কোটি ৫০ লাখে তিনি নাম লেখালেন সানরাইজার্স হায়দ্রাবাদে। কামিন্সের স্বদেশীয় মিচেল স্টার্ক (Mitchell Starc) ছাপিয়ে গেলেন তাঁকে। ২৪ কোটি ৭৫ লাখ টাকায় তিনি জায়গা করে নিলেন কলকাতা নাইট রাইডার্স স্কোয়াডে। কিউই অলরাউন্ডার ড্যারিল মিচেল গতকালের নিলামের তৃতীয় সর্বোচ্চ দর পেলেন। চেন্নাই তাঁকে নিলো ১৪ কোটিতে।
ক্যারিবিয়ান ফাস্ট বোলার আলঝারি জোসেফের (Alzharri Joseph) জন্যও চললো দড়ি টানাটানি। শেষমেশ ১১ কোটি ৫০ লাখে তিনি গেলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে। অস্ট্রেলীয় বাম হাতি পেসার স্পেন্সার জনসনকে ১০ কোটিতে দলে নিলো গুজরাত টাইটান্স। ভারতীয়দের মধ্যে বড় দাম পেলেন হর্ষল প্যাটেল। পাঞ্জাবে যোগ দিলেন ১১ কোটি ৭৫ লাখের বিনিময়ে। তরুণ সমীর রিজভি (Sameer Rizvi) পেলেন ৮ কোটি ৪০ লাখ। নাম লেখালেন ধোনির চেন্নাই সুপার কিংসে। কুমার কুশাগ্রের জন্যও চললো যুদ্ধ। ৭ কোটি ২০ লাখে তিনি গেলেন দিল্লী ক্যাপিটালসে। শাহরুখ খানের (Shahrukh Khan) জন্য আগ্রহ দেখিয়েছিলো তাঁর পুরনো দল পাঞ্জাব কিংস। কিন্তু ৭ কোটি ৪০ লাখের বিনিময়ে গুজরাতে গেলেন তিনি। দিনভর অর্থের বৃষ্টির মাঝে অবিক্রিত তারকার সংখ্যাও নেহাৎ কম নয়। ক্রিকেটদুনিয়ার অনেক পরিচিত মুখেরই আইপিএল (IPL) খেলার স্বপ্ন ভাঙলো গতকাল।
Read More: IPL 2024: নিলামে সর্বোচ্চ দাম পাওয়া ৫ ভারতীয়ের মধ্যে ৪ জনেরই নেই আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতা !!
স্মিথ, হ্যাজেলউড’রা থাকছেন IPL-এর বাইরে-
অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার স্টিভ স্মিথ (Steve Smith) আইপিএলের আঙিনায় পরিচিত নাম। পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়া দিয়ে যাত্রা শুরু হয়েছিলো তাঁর। এরপর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, রাইজিং পুনে সুপারজায়ান্টস, দিল্লী ক্যাপিটালস, রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছেন। রাইজিং পুনে সুপারজায়ান্টসের (RPSG) অধিনায়ক হিসেবে অংশ নিয়েছেন ফাইনালেও। পরিসংখ্যান বলছে নয় মরসুম খেলে ১০৩ ম্যাচে প্রায় ৩৫ গড়ে স্মিথ করেছেন ২৪৮৫ রান। গত দুই বছর আইপিএল (IPL) খেলেন নি। ২০২৪ সালের টুর্নামেন্টে অবশ্য অংশ নিতে চেয়েছিলেন তিনি। কিন্তু সুযোগই এলো না তাঁর সামনে। ২ কোটি টাকা বেস প্রাইস রেখেছিলেন স্মিথ (Steve Smith)। কোনো দলই আগ্রহ দেখালো না তাঁর জন্য। উইকেটরক্ষক-ব্যাটার জশ ইংলিস’ও (Josh Inglis) দল পান নি।
অস্ট্রেলীয় তারকা জশ হ্যাজেলউড’ও (Josh Hazlewood) রইলেন অবিক্রিত। ২০২২ আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) জার্সিতে মাত্র ১২ ম্যাচে ২০ উইকেট নিয়েছিলেন। কিন্তু গত মরসুমে চোটের কারণে অধিকাংশ ম্যাচ খেলতে পারেন নি। ফলত তাঁকে ছেড়ে দিয়েছিলো বেঙ্গালুরু। নিলামে ২ কোটি টাকা বেস প্রাইস ছিলো হ্যাজেলউডেরও (Josh Hazlewood)। অকশনিয়ার মল্লিকা সাগর বেশ কয়েকবার অজি পেসারের নাম ঘোষণা করলেও প্যাডেল তুলতে দেখা যায় নি কোনো ফ্র্যাঞ্চাইজিকে। আইপিএল (IPL) চলাকালীনই সন্তান ভূমিষ্ঠ হবে হ্যাজেলউডের। সেই কারণে টুর্নামেন্টের একটা লম্বা সময় খেলতে পারবেন না তিনি। সেই কারণেই হ্যাজেলউডের জন্য মিনি অকশনে ক্রেতা পাওয়া যায় নি বলে মত বিশেষজ্ঞদের।
খেলা হচ্ছে না সরফরাজ, করুণ নায়ারদের-
ভারতীয় ক্রিকেটের বেশ কিছু পরিচিত নাম’ও রইলো অবিক্রিতের তালিকায়। গত মরসুমে দিল্লী ক্যাপিটালস (DC) দলে ছিলেন সরফরাজ খান (Sarfaraz Khan)। মুম্বইয়ের ক্রিকেটার বেশ কয়েকটি ম্যাচ খেললেও নিজেকে মেলে ধরতে পারেন নি। ফলে তাঁকে রিটেন করেন নি রিকি পন্টিং, সৌরভ গঙ্গোপাধ্যায়রা। নিলামে নিজের জন্য ২০ লাখের বেস প্রাইস রেখেছিলেন তিনি। ঘরোয়া ক্রিকেটে চমকপ্রদ পরিসংখ্যান সত্ত্বেও এবার দল পেলেন না সরফরাজ (Sarfaraz Khan)। ভারতের হয়ে টেস্টে ত্রিশতরান করা করুণ নায়ার’ও (Karun Nair) রইলেন অবিক্রিত। ৫০ লাখের ভিত্তি মূল্য ছিলো তাঁর। আগ্রহ দেখায় নি কেউই।
গত মরসুমে মুম্বই ইন্ডিয়ান্সের (MI) হয়ে আইপিএলে বেশ কিছু ম্যাচ খেলেছিলেন হৃত্বিক শোকিন (Hrithik Shokeen)। কলকাতার বিরুদ্ধে ম্যাচ চলাকালীন নীতিশ রানার সাথে ঝামেলাতেও জড়াতে দেখা গিয়েছিলো তাঁকে। এবারের নিলামের আগে তাঁকে রিলিজ করে দিয়েছিলো মুম্বই। নতুন দল খুঁজে নিতে পারলেন না তিনি। ২০ লাখের ভিত্তি মূল্য থাকলেও তাঁকে দলে নিলো না কেউই। রাজ অঙ্গদ বাওয়া’র (Raj Angad Bawa) দিকে নজর ছিলো। বছর ২১-এর অলরাউন্ডারের উপর বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি বিনিয়োগ করতে পারে বলে মনে করা হয়েছিলো। কিন্তু বাস্তবে হলো না তেমনটা। অবিক্রিত রইলেন তিনি।
দেখুন কয়েকজন অবিক্রিত ক্রিকেটারের নামের তালিকা-
- স্টিভ স্মিথ (বেস প্রাইস- ২ কোটি)
- জশ হ্যাজেলউড (বেস প্রাইস- ২ কোটি)
- জশ ইংলিস (বেস প্রাইস- ২ কোটি)
- ফিল সল্ট (বেস প্রাইস- ১ কোটি ৫০ লাখ)
- কুশল মেন্ডিস (বেস প্রাইস- ৫০ লাখ)
- আদিল রশিদ (বেস প্রাইস- ২ কোটি)
- করুণ নায়ার (বেস প্রাইস-৫০ লাখ)
- সরফরাজ খান (বেস প্রাইস- ২০ লাখ)
- রাজ অঙ্গদ বাওয়া (বেস প্রাইস- ২০ লাখ)
- জিমি নীশন (বেস প্রাইস- ১.৫ কোটি)