ipl-2024-smith-and-pujara-to-be-unsold

IPL 2024: ক্রিকেটদুনিয়ার ফোকাসে এখন ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (IPL)। ভারতীয় ক্রিকেট নিয়ামক সংস্থা বিসিসিআই কর্তৃক আয়োজিত ফ্র্যাঞ্চাইজি টি-২০ প্রতিযোগিতার সপ্তদশ মরসুমের আনুষ্ঠানিক সূচনা হতে বাকি এখনও মাসখানেক। সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে যে মার্চের শেষে অথবা এপ্রিলের গোড়ায় শুরু হতে পারে মরসুম। কিন্তু আপাতত সকলের আগ্রহের কেন্দ্রবিন্দুতে মিনি নিলাম। গত বছর কেরলের কোচি শহরের পাঁচতারা হোটেলে বসেছিলো নিলামের আসর। পূর্বের সব রেকর্ড ছাপিয়ে ১৮.৫ কোটি টাকায় বিক্রি হয়েছিলেন স্যাম কারান।

এবার দেশ ছাড়িয়ে নিলামের আসর পাড়ি দিচ্ছে বিদেশে। আগামী ১৯ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরশাহীর দুবাইতে অনুষ্ঠিত হবে নিলামযুদ্ধ। দশ ফ্র্যাঞ্চাইজি নিজেদের রিলিজ-রিটেনশন তালিকা প্রকাশ করে দিয়েছে। ১৯ তারিখ স্কোয়াডের ফাঁকফোকর বুজিয়ে নেওয়ার শেষ সুযোগ তাদের সামনে। দশ দল মিলিয়ে স্কোয়াডে শূন্যস্থান মাত্র ৭৭টি। সেই ৭৭টি শূন্যস্থানের জন্য নিলামের টেবিলে সম্মুখসমরে ১১৬৬ জন ক্রিকেটার। যাঁদের নিয়ে দড়ি টানাটানি হতে পারে,সেই তারকাদের নামের তালিকায় নেই স্টিভ স্মিথ (Steve Smith) ও চেতেশ্বর পূজারার (Cheteshwar Pujara) নাম।

Read More: SA vs IND: লাইভ ম্যাচে প্রেমের প্রস্তাব পেলেন শুভমান গিল, সমাজ মাধ্যমে ভাইরাল ভিডিও !!

দল পাচ্ছেন না পূজারা ও স্মিথ-

Cheteshwar Pujara | IPL 2024 | Image: Twitter
Cheteshwar Pujara | Image: Twitter

টি-২০ ক্রিকেট মানেই প্রথম বল থেকেই ধুন্ধুমার অ্যাকশন। চার-ছক্কার বন্যা। ঝোড়ো ব্যাটিং করতে সক্ষম তারকাদের জন্য বিপুল অর্থ খরচ করতে পিছপা হয় না ফ্র্যাঞ্চাইজিগুলি। সেই কারণেই গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell) বা ক্রিস মরিস অথবা যুবরাজ সিং-রা (Yuvraj Singh) কখনও ১৪ আবার কখনও ১৫ কোটি টাকার বেশীতেও বিক্রি হয়েছেন আইপিএল নিলামে। কিন্তু স্মিথ (Steve Smith) বা পূজারা (Cheteshwar Pujara) ইনিংসের শুরু থেকেই ঝড়ের গতিতে ব্যাটিং করতে সক্ষম নন। তাঁদের বেশ খানিকটা সময় লাগে ক্রিজে থিতু হতে। তারপরেও নিয়মিত চার-ছক্কা নয়, বরং খুচরো রানেই ভরসা করেন তাঁরা। টি-২০ তে যা বেশ বেমানান। সেই কারণেই আসন্ন নিলামে দল পাওয়া মুশকিল দুই তারকার।

গত বছরের আইপিএলে (IPL) খেলেন নি স্মিথ (Steve Smith) ও পূজারা (Cheteshwar Pujara) দুজনেই। এবার অবশ্য ভারতীয় ফ্র্যাঞ্চাইজি টি-২০ লীগের আঙিনায় খেলার ইচ্ছা প্রকাশ করেছেন স্টিভ স্মিথ। নিলামের জন্য নাম’ও দিয়েছেন তিনি। নিজের বেস প্রাইস রেখেছেন সর্বোচ্চ ২ কোটি টাকা। এই পরিমাণ অর্থ দিয়ে তাঁকে আদৌ কেউ সই করাতে চাইবে বলে মনে করছেন না ক্রিকেটবোদ্ধারা। অন্যদিকে চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara) এবার আইপিএল খেলতে আগ্রহ প্রকাশ করেন নি। নিলামের জন্য নাম নথিভুক্ত করিয়েছেন ১১৬৬ জন ক্রিকেটার। সেই তালিকায় নাম নেই পূজারার।

স্মিথ ও পূজারার IPL পারফর্ম্যান্স-

Steve Smith | IPL 2024 | Image: Twitter
Steve Smith | Image: Twitter

আন্তর্জাতিক ক্রিকেটে, বিশেষত টেস্ট ফর্ম্যাটের তারকা হলেও ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (IPL) বেশ সাদামাটা পূজারা ও স্মিথ (Steve Smith) দুজনেরই প্রদর্শন। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB), পাঞ্জাব কিংস (PBKS), চেন্নাই সুপার কিংসের (CSK) মত দলের হয়ে আইপিএলে অংশ নিয়েছেন পূজারা (Cheteshwar Pujara)। মাত্র ৩০টি ম্যাচেই খেলার সুযোগ হয়েছে তাঁর। ২০.৫৩ গড়ে করেছেন মাত্র ৩৯০ রান। স্ট্রাইক রেট’ও মাত্র ৯৯.৭৪। ২০১৪ সালের পর থেকে কোনো আইপিএল (IPL) ম্যাচে মাঠে নামেন নি তিনি।

স্টিভ স্মিথ (Steve Smith) আইপিএলে পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়া, দিল্লী ক্যাপিটালস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB), রাজস্থান রয়্যালস (RR), রাইজিং পুনে সুপারজায়ান্টসের (RPSG) মত দলের হয়ে খেলেছেন। ১০৩ ম্যাচে তাঁর সংগ্রহ ২৪৮৫ রান। গড় ৩৫-এর কাছাকাছি হলেও তাঁর স্ট্রাইক রেট ১৩০-এর নীচে। শতরানের সংখ্যা ১। অর্ধশতকের গণ্ডীও পেরিয়েছেন মাত্র ১১ বার। বিশাল অঙ্কের বেস প্রাইস ও রান তোলার মন্থরতার কারণে হয়ত আইপিএল (IPL) খেলার স্বপ্ন এবার পূরণ হবে না স্মিথের।

Also Read: বিশ্বের সবচেয়ে বড় বোর্ড হওয়া সত্ত্বেও, এই কারণে নাক কাটা যাচ্ছে ভারতের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *