IPL 2024: আগামী দিনে ক্রিকেটের উত্তেজনা বহুগুণে বাড়তে চলেছে। আসলে বিশ্বের সবচেয়ে বড় লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ অর্থাৎ আইপিএল শুরু হবে আর কয়েকদিনের মধ্যেই। এর জন্য সব দলই প্রস্তুতি নিয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ড যে প্রাথমিক সূচি প্রকাশ করেছে তাতে ২২ মার্চ ২০২৪ থেকে আইপিএলের এবারের মরশুম হবে। আনুষ্ঠানিক ভাবে এই টুর্নামেন্টের তারিখ ঘোষণা করা হয়ে গিয়েছে। তবে টুর্নামেন্ট শুরুর আগেই সূত্রের খবর আসছে কলকাতা নাইট রাইডার্সের তরফ থেকে। দলের অধিনায়ক শ্রেয়াস আইয়ারকে আউট করতে চলেছে তারা। তার জায়গায় গতবারের অধিনায়ককেই নেতৃত্ব দিতে দেখা যাবে।
বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তি হারিয়েছেন শ্রেয়াস
ভারতীয় দলের তারকা ক্রিকেটার শ্রেয়াস আইয়ার বিসিসিআই কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেওয়ার পিছনের কারণ প্রকাশ্যে এসেছে। ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, শ্রেয়াস আইয়ার ঘরোয়া ক্রিকেটকে গুরুত্ব না দেওয়ায় নির্বাচকরা ক্ষুব্ধ। শ্রেয়াস আইয়ার এব সামর্থ্য নিয়ে নির্বাচকদের কোন সন্দেহ ছিল না। কিন্তু এই খেলোয়াড়ের মনোভাবই তার কেন্দ্রীয় চুক্তির বাইরে থাকার কারণ হয়ে দাঁড়ায়। এই খেলোয়াড়ের জন্য সব রাস্তা অবশ্য বন্ধ নেই। শ্রেয়াস আইয়ার যদি আইপিএলে ভালো পারফরম্যান্স করতে সফল হন, তবে তিনি কেন্দ্রীয় চুক্তির খেলোয়াড়দের তালিকায় ফিরতে পারেন। তবে এখন শোনা যাচ্ছে, আইপিএল থেকেও তিনি বাদ পড়তে পারেন।
গম্ভীরের তত্ত্বাবধানে নেতৃত্বে নীতিশ রানা
দুইবারের আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স আইপিএল ২০২৪-এ ভালো পারফর্ম করতে মরিয়া। এবার এই দলের মেন্টর হয়েছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার গৌতম গম্ভীর যার নেতৃত্বে কেকেআর ২০১২ এবং ২০১৪ সালে ট্রফি জিতেছিল। এছাড়াও, গত বছরের শেষের দিকে অনুষ্ঠিত মিনি নিলামের সময়, এই ফ্র্যাঞ্চাইজি অনেক তারকা ক্রিকেটারকে তাদের ক্যাম্পে অন্তর্ভুক্ত করেছিল। এমন পরিস্থিতিতে আসন্ন মরশুমে সেই সব খেলোয়াড়কেই তাদের জাদু ছড়াতে দেখা যেতে পারে। এমন একটা দলের অধিনায়ক হিসেবে সমস্যার মধ্যে থাকা কোন খেলোয়াড়, অর্থাৎ শ্রেয়াস আইয়ারকে অধিনায়ক হিসেবে দেখতে নারাক টিম ম্যানেজমেন্ট। তার জায়গায় তাই গতবারের অধিনায়ক নীতিশ রানাকে অধিনায়ক হিসেবে বেছে নিতে পারে কেকেআর টিম ম্যানেজমেন্ট।