IPL 2024: এই আইপিএলে (IPL) আজকের আগে পর্যন্ত অপরাজিত ছিলো রাজস্থান রয়্যালস। চার ম্যাচ খেলে চারটিতে দুরন্ত জয় ছিনিয়ে নিয়েছিলো তারা। আট পয়েন্ট নিয়ে ছিলো লীগ টেবিলে সবার উপরে। আজ সঞ্জু স্যামসনদের সামনে সুযোগ ছিলো টানা পাঁচ ম্যাচ জিতে প্লে-অফের আরও খানিকটা কাছে পৌঁছে যাওয়ার। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ম্যাচের অধিকাংশ সময়েই এগিয়েই ছিলেন সঞ্জুরা। কিন্তু শেষ কয়েক ওভারেই ওলটপালট হয়ে গেলো হিসেবে। দিনকয়েক আগে পাঞ্জাবের বিরুদ্ধে নিশ্চিত জয় হাতছাড়া হয়েছিলো গুজরাতের। আজ লম্বা সময় পিছিয়ে থেকেই কেবল স্নায়ুর চাপ সামলে দারুণ জয় ছিনিয়ে নিলো তারা। তিন ম্যাচ জিতে আপাতত তাদের পয়েন্ট দাঁড়ালো ছয়।
টসে জিতে প্রথমে বোলিং-এর সিদ্ধান্ত নিয়েছিলেন গুজরাত অধিনায়ক শুভমান গিল। শুরুটা ভালোই করেছিলেন তাঁর বোলাররা। দুই ওপেনার আউট হয়েছিলেন পাওয়ার-প্লে’তে। এরপর ব্যাট হাতে ঢাল হয়ে দাঁড়ান সঞ্জু স্যামসন ও রিয়ান পরাগ। তাঁদের ১৩০ রানের জুটি শক্ত ভিতের উপর দাঁড় করায় রাজস্থানকে। শেষমেশ ২০ ওভারে তারা করে ১৯৬ রান। জবাবে ব্যাট করতে নেমে সাবধানী ভঙ্গিতে শুরুটা করেছিলেন শুভমান গিল ও সাই সুদর্শন। কুলদীপ সেনের অসামান্য একটা স্পেলই ভাঙন ধরায় টাইটান্স ব্যাটিং-এ। অধিনায়কের অর্ধশতক সত্ত্বেও একটা সময় পিছিয়ে পড়েছিলো গুজরাত। রাহুল তেওয়াটিয়া ও রশিদ খানের ‘ফিনিশিং টাচে’ শেষমেশ শত প্রতিকূলতাকে পিছনে ফেলে জয় ছিনিয়ে নিলো তারা।
Read More: IPL 2024: সঙ্কটের মুহূর্তে আবারও কোহলির শরণাপন্ন বেঙ্গালুরু, ফিরতে চলেছেন নেতৃত্বের মসনদে !!
রিয়ান-সঞ্জুর জুটি ঝড় তুললো আজ-
যশস্বী জয়সওয়াল আজও অফ ফর্মের অন্ধকার কাটিয়ে উঠতে পারলেন না ব্যাট হাতে। আইপিএলের গোড়া থেকেই সাবলীল মনে হচ্ছে না তরুণ বাম হাতি ওপেনারকে। আজ নিজেকে সময় দিয়েছিলেন ক্রিজে থিতু হওয়ার। মনে হচ্ছিলো হয়ত কঠিন সময় কাটতে উঠতে পারেন তিনি। কিন্তু ১৮ বলে ২৪ করে উমেশ যাদবের বলে উইকেটরক্ষক ম্যাথু ওয়েডের হাতে ক্যাচ দিয়ে বসেন তিনি। বেঙ্গালুরুর বিরুদ্ধে দাপুটে শতরান করে ম্যাচ জেতালেও আজ শান্তই রইলো জস বাটলারের ব্যাট। তাঁকে আউট করেন রশিদ খান। ১০ বলে ৮ রান করে ষষ্ঠ ওভারের চতুর্থ বলে আফগান স্পিনারের ঘূর্ণিতে মাত হন ইংল্যান্ড তারকা। মাত্র ৪২ রানের মধ্যে দুই উইকেট হারিয়ে বসেছিলো রাজস্থান।
এরপর প্রতিরোধের পাহাড় গড়ে তোলেন সঞ্জু স্যামসন ও রিয়ান পরাগ। লক্ষ্ণৌ ও বেঙ্গালুরুর বিরুদ্ধে অনবদ্য অর্ধশতক করেছিলেন সঞ্জু। আজও পঞ্চাশ পেরোলেন তিনি। মাত্র ৩৮ বলে ১৭৮.৯৮ স্ট্রাইক রেটে করেন ৬৮* রান। মারেন ৭টি চার ও ২টি ছক্কা। টি-২০ বিশ্বকাপের আগে সঞ্জুর ব্যাটে রানের রংমশাল নিঃসন্দেহে নজর কাড়বে নির্বাচকদের। অনবদ্য খেললেন রিয়ান পরাগ’ও। গত মরসুমে মাত্র ১৩ গড় ছিলো তাঁর। আজ ৪৮ বলে ৭৬ করে কমলা টুপির তালিকায় দ্বিতীয় স্থানে পৌঁছে গেলেন তিনি। অসমের তরুণ মারেন ৩টি চার ও ৫টি ছক্কা। আউট হন মোহিত শর্মা’র বলে। পাঁচে নেমে শিমরন হেটমায়ার করেন অপরাজিত ১৩। রাজস্থানের স্কোরবোর্ডে যুক্ত হয় ৩ উইকেটের বিনিময়ে ১৯৬ রান।
তেওয়াটিয়া-রশিদের ঝোড়ো ক্যামিওতে জয় গুজরাতের-
ঋদ্ধিমান সাহা ছিলেন না আজও। শুভমান গিলের সাথে ওপেন করতে নেমেছিলেন সাই সুদর্শন। দুজনেই শুরুটা করেছিলেন বেশ সাবধানী ভঙ্গিতে। ক্রিজে টিকে থেকে রান তোলার দিকেই নজর ছিলো তাঁদের। ৬৪ রানের মাথায় ভাঙে তাঁদের জুটি। কুলদীপ সেনের বলে এলবিডব্লু হন সাই। ২৯ বল খেলে করেন ৩৫ রান। তিনে নেমেছিলেন অস্ট্রেলীয় উইকেটরক্ষক-ব্যাটার ম্যাথু ওয়েড। এবারের আইপিএলে প্রথম ম্যাচ খেলতে নেমে মাত্র ৪ করেই ফেরেন তিনি। ওয়েডকেও ফেরান কুলদীপ সেন’ই। নিজের স্পেলে আরও একটি উইকেট তুলে নেন কুলদীপ। আউট করেন অভিনব মনোহর’কে। মাত্র ১৫ রানের ব্যবধানে তিন উইকেট হারিয়ে পিছিয়ে পড়ে গুজরাত টাইটান্স। আবারও ব্যর্থ বিজয় শঙ্কর। আজ তামিলনাড়ুর অলরাউন্ডার আউট হন মাত্র ১৬ রান করে।
টপ-অর্ডারের বাকিরা ব্যর্থ হলেও উজ্জ্বল শুভমান গিল। তিনি দুর্দান্ত ৭২ রানের ইনিংস খেলেন আজ। ৪৪ বলের ইনিংস সাজান ৬টি চার ও ২টি ছক্কার সাহায্যে। ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে যুজবেন্দ্র চাহালের বলে তিনি স্টাম্পড হলে গুজরাতের আশার প্রদীপ নিভে গিয়েছিলো প্রায়। তাকে পুনরায় প্রজ্বলিত করেন রাহুল তেওয়াটিয়া ও রশিদ খান। আগেও কঠিন পরিস্থিতিতে ম্যাচ জিতিয়েছেন দুজনে। ফিনিশার হিসেবে নিজেদের ফের টি-২০ ক্রিকেটের দুনিয়ায় সেরাদের তালিকায় প্রতিষ্টা করলেন তাঁরা। মাত্র ১১ বলে ২২ করেন তেওয়াটিয়া। শেষ ওভারে রান-আউট হলেও ততক্ষণে ম্যাচের রাশ হাতে তুলে নিয়েছে গুজরাত। আবেশ খানকে শেষ ওভারে বাউন্ডারিতে পাঠিয়ে গুজরাতকে জয় এনে দেন রশিদ খান। ১১ বলে ২৪ করে অপরাজিত থাকেন তিনি।
Also Read: IPL 2024: চমক দিলো রাজস্থান রয়্যালস, গ্যালারি নয়, এবার আকাশে ভেসে দেখা যাচ্ছে ম্যাচ !!